ফটোশপে মজা [পর্ব-৯] :: জলপ্রপাত কে রাঙ্গিয়ে তুলুন।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভায়েরা এটা আমার ফটোশপে মজা চেইন টিউনের ৯তম টিউন আশা করি আপনাদের ভালো লাগবে পূর্বে যে টিউনগুলো করেছি সেগুলো দেখবেন আর নিজে নিজে প্রেকটিস করবেন। আপনাদের কাছ থেকেও আমাদের কিছু চাওয়া আছে তা হলো, ফটোশপ নিয়ে নতুন নতুন কাজ শেয়ার করা। আশা রাখি আপনাদের কাছ থেকেও কিছু শিখব, মূল কথা শিখব এবং শেখাব। তো চলুন ৯তম পর্বে কি আছে। আজকে আমরা দেখব কি ভাবে জল প্রপাত কে রাঙ্গিয়ে তোলা যায়। শুধু জল নয় এই কমান্ড অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও প্রয়োগ করতে পারবেন। প্রথমে গুগল ইমেজে গিয়ে একটি জল প্রপাতের ছবি ডাউনলোড করুন। আমি একটি করেছি তাদিয়ে আপনাদের দেখাব। ১নং চিত্র কে ২ নং চিত্রের মত রাঙ্গাব।

কি ভাবে কাজটি করব আপনাদের সহজ ভাবে পুরু প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম।

ধাপ-১ ফটোশপ চালু করে জল প্রপাতের চবিটি ওপেন করুন। টুল বক্স হলে লেসো টুলটি সিলেক্ট করুন চিত্রে লেসো টুলসটির ছবি আছে এবার ফেদার এর ঘরে 60 পিএক্স বসান, 3নং এর মত মাউস দ্বারা সিলেকশন করুন।

ধাপ-২ লাল চিহ্নিত 1 গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করুন 2 লাল চিহ্নিত টি ক্লিক করুন, 3 মোড দিন ওভারলী, 4 এ অপাসিটি দেন ৯০ এবার 5 এ লাল চিহ্নিত গ্রেডিয়েন্ট এর উপর ক্লিক করুন ধাপ-৩ পাবেন।

ধাপ-৩ এখানে দেখেন গ্রেডিয়েন্ট প্লেট আছে অনেক ক্যাটাগরির আপনি চাইলে বিভিন্ন কালার ব্যবহার করে গ্রেডিয়েন্ট তৈরী করতে পারেন। লক্ষ করুন আমি 5টি তে টিক দিয়েছি এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করবেন এখন যে কোন একটি ক্লিক করে ওকে ক্লিক করুন।

ধাপ-৪ এর মত গ্রেডিয়েন্ট টুলস দিয়ে 1 থেকে 2 এ টানুন দেখুন লাল সবুজ কালার হয়ে গেছে।

ধাপ-৫ এ আবার লেসো টুলস সিলেক্ট করে নিচের চিত্রের মত সিলেক্টশন করুন গ্রেডিয়েন্টে গিয়ে 2য় টিতে ক্লিক করুন এবং 1-2 এ টানুন। দেখুন কালার হয়ে গেছে।

ধাপ-6 এ আবার লেসো টুলস সিলেক্ট করে নিচের চিত্রের মত সিলেক্টশন করুন গ্রেডিয়েন্টে গিয়ে 3য় টি ক্লিক করুন এবং 1-2 এ টানুন। দেখুন কালার হয়ে গেছে।

ধাপ-৭ এ আবার লেসো টুলস সিলেক্ট করে নিচের চিত্রের মত সিলেক্টশন করুন গ্রেডিয়েন্টে গিয়ে 4র্থ টি ক্লিক করুন এবং 1-2 এ টানুন। দেখুন কালার হয়ে গেছে।

ধাপ-৮ এ আবার লেসো টুলস সিলেক্ট করে নিচের চিত্রের মত সিলেক্টশন করুন গ্রেডিয়েন্টে গিয়ে 5ম টি ক্লিক করুন এবং 1-2 এ টানুন। দেখুন কালার হয়ে গেছে।

ধাপ-৯ এ আবার লেসো টুলস সিলেক্ট করে নিচের চিত্রের মত সিলেক্টশন করুন গ্রেডিয়েন্টে গিয়ে রংধনু গ্রেডিয়েন্টি ক্লিক করুন এবং 1-2 এ টানুন। দেখুন কালার হয়ে গেছে।

এভাবে সাজাতে থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। উপরের ছবিটি আমি বিভিন্ন রং মিশ্রিত করে তৈরী করেছি তাই এক হয় নাই আপনারা চাইলে করতে পারেন।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম হইছে ভাই! আমার অনেক কাজে লাগবো এই টেকনিক টা

সুন্দর পোস্ট ভাই । ধন্যবাদ আপনাকে ।