- ফটোশপে মজা [পর্ব-১] :: বানিয়ে ফেলুন গ্লোব কীবোর্ড অবশ্যই কাজে লাগবে
- ফটোশপে মজা [পর্ব-২] :: তৈরী করুন ওয়েব ফটো গ্যালারী এক ক্লিকে দেখুন কাজে লাগতে পারে
- ফটোশপে মজা [পর্ব-৩] :: পিকচার প্যাকেজ নিজেই তৈরী করুন মূল্যবান সময় বাচাঁন।
- ফটোশপে মজা [পর্ব-৪] :: জেনে নিন Crop tools এর কাজ মূল্যবান সময় বাচাঁন। যারা যানেন না তাদের জন্য
- ফটোশপে মজা [পর্ব-৫] :: জেনে নিন Extract এর কাজ আর সহজেই মুছে দিন ব্যাকগ্রাউন্ড
- ফটোশপে মজা [পর্ব-৬] :: Photomerge এর কাজ দেখুন, বানিয়ে ফেলুন Panorama স্টাইলের ছবি।
- ফটোশপে মজা [পর্ব-৭] :: Contact Sheet II এর কাজ দেখুন। সময় বাচাঁন কাজের গতি বাড়ান
- ফটোশপে মজা [পর্ব-৮] :: ওয়ালে তৈরী করুন চিত্র অংকনের দৃশ্য ভালো লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-৯] :: জলপ্রপাত কে রাঙ্গিয়ে তুলুন।
- ফটোশপে মজা [পর্ব-১০] :: উইনডোজ লোগোর উপর ডিজাইন বসান, অবশ্যই কাজে লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-১১] :: জড় ম্যাগনিফাই গ্লাসকে কাজের উপযোগী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১২] :: অন্ধের চোখ ভালো করুন বিনা খরচে।
- ফটোশপে মজা [পর্ব-১৩] :: সাদা কালো ছবির কিছু অংশ কালার করুন ভিন্ন উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৪] :: দ্রুত গতির ইফেক্ট দিন সহজ উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৫] :: NO SMOKING এর লোগো তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১৬] :: শিখে নিন কালার ব্যালেন্সের কাজ, ছবি থেকে দুর করুন লাল, হলুদ ভাব।
- ফটোশপে মজা [পর্ব-১৭] :: সৌরজগতের নক্ষত্র সূর্য্য মামাকে তৈরী করি।
- ফটোশপে মজা [পর্ব-১৮] :: আপনার TEXT এর উপর Blood ইফেক্ট দিন।
- ফটোশপে মজা [পর্ব-১৯] :: আপনার ছবি কে রাঙ্গিয়ে দিন বিভিন্ন রঙে।
- ফটোশপে মজা [পর্ব-২০] :: আপনার পছন্দের জায়গায় বসিয়ে দিন যে কোন ছবিকে।
- ফটোশপে মজা [পর্ব-২১] :: এনিমেশন ফ্রেম তৈরী- টেক্সট জুমিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২২] :: ডাউনলোড কর, এনিমেশন ফ্রেমটি তৈরী করুন সহজেই সেটিং সহ।
- ফটোশপে মজা [পর্ব-২৩] :: এনিমেশন ফ্রেম তৈরী। ব্লগে যুক্ত করুন ধন্যবাদ এনিমেশনটি আপনার প্রচেষ্টায়।
- ফটোশপে মজা [পর্ব-২৪] :: এনিমেশন ফ্রেম, যে কোন ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দিন।
- ফটোশপে মজা [পর্ব-২৫] :: এনিমেশন ফ্রেম তৈরী, ইমেজের মধ্যে থাকা ডাইনেসরকে দৌড়ানো।
- ফটোশপে মজা [পর্ব-২৬] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনস এর জন্য এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৭] :: এনিমেশন ফ্রেম তৈরী, ঝিকঝাক লাইটিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৮] :: আপনার ব্লগের জন্য তৈরী করুন একটি ব্যানার।
- ফটোশপে মজা [পর্ব-২৯] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনসে নতুনদের আহব্বান।
- ফটোশপে মজা [পর্ব-৩০] :: থ্রিডি সিডি ইমেজ তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩১] :: ফটোশপ দিয়ে লেখার উপর ডাবল স্ট্রোক দিন সহজ ভাবে। কাজের জিনিস
- ফটোশপে মজা [পর্ব-৩২] :: যে কোন অবজেক্টের উপর শ্যাডো দিন ভিন্ন উপায়ে আপনার মনের মত করে।
- ফটোশপে মজা [পর্ব-৩৩] :: ফটোশপ দিয়ে কালার কোড বের করুন সহজ উপায়ে নতুনদের জন্য ।
- ফটোশপে মজা [পর্ব-৩৪] :: যে কোন অবজেক্টকে পানিতে নিমজ্জিত করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৫] :: Similar কামান্ডের কাজ, একই কালারের আলাদা সবগুলি অজেক্টকে এক সাথে সিলেক্ট করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৬] :: বিলবোর্ডে বসিয়ে দিন আপনার ছবি বা এ্যাড একদম মাগনা, কেউ দেখবে না শুধু আপনি ছাড়া।
- ফটোশপে মজা [পর্ব-৩৭] :: নিজের সাইন দিয়ে রাবার স্টাম্প তৈরী করার পদ্ধতি
- ফটোশপে মজা [পর্ব-৩৮] :: নিজের বুদ্ধিতে বানিয়ে ফেলুন ঈদ মোবারক GIF ইমেজ, আনন্দ পাবেন
- ফটোশপে মজা [পর্ব-৩৯] :: এবার নিজের বুদ্ধিতেই স্কিন সেভার তৈরী করুন, তাও আবার এনিমেশন সহ। কোন রকম সফটওয়্যার ছাড়া।
টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই। আবার আসলাম। কেন? হ্যা, কিছু কাজ শেয়ার করার জন্যে, জানিনা আমার কাজগুলো আপনাদের কতটুকু ভালো লাগে তবে কাজ দেখে নিজে প্রেকটিস করলে অনেক ভালো লাগবে। ফটোশপে নতুন যারা আছেন তারা অবশ্যই কাজগুলো ভালোবাবে করার চেষ্টা করবেন। আমার কমান্ডগুলো ভালো বাবে দেখেন এবং এর উন্নয়ন করার চেষ্টা করুন শিখে যাবেন এবং আপনার ডিজাইনে প্রয়োগ করুন।
চলুন দেখি আপনার ছবি দিয়ে দেয়ালে একটি চিত্রাঙ্কন এর পরিবেশ সৃষ্টি করি। এই কমান্ডটা মনে রাখবেন কাজের প্রয়োজনে যে কোন স্থানে প্রয়োগ করতে পারবেন। প্রথমে ফটোশপ চালু করুন। ওয়াল এর একটি ছবি ওপেন করুন এবং আপনার কাঙ্খিত ছবিটি ও। এবার 2নং ছবিটিকে মাউস দ্বারা 1নং চিত্রের উপর ছারুন।
ধাপ-২ এ কী বোর্ড থেকে কন্ট্রোল+টি চাপুন নিচের চিত্রের মত সেট করুন এবার দেখেন লাল চিহ্নিত লেয়ার প্লেট এ ছবি লেয়ার সিলেক্ট থাকবে , লেয়ার অপশনে নরমাল দেয়া আছে আপনি এখানে ক্লিক করে ওভারলী করে দেনে।
ধাপ -৩ এর চেহারা দেখুন ওয়ালের উপর ছবিটি কেমন বসে গেছে।
ধাপ-৪ এর লাল চিহ্নিত কমান্ডগুলো দেন।
ধাপ-৫ এ ছবিটির উপর একটু আর্টটিস ভাব আনার জন্য নিচের সেটিংটি অবলম্বন করুন। দেখুন ছবিটি রং দিয়ে আর্ট করার মত হয়েছে।
ধাপ-৬ একজন চিত্রঅংকন লিল্পীর ছবিটি নিচের চিত্রের মত করে দেন আর দেখুন মজা।
ধন্যবাদ
vai oi waller chobitar akta download link dile valo hobe…wall ta valo lagche… 😀