- ফটোশপে মজা [পর্ব-১] :: বানিয়ে ফেলুন গ্লোব কীবোর্ড অবশ্যই কাজে লাগবে
- ফটোশপে মজা [পর্ব-২] :: তৈরী করুন ওয়েব ফটো গ্যালারী এক ক্লিকে দেখুন কাজে লাগতে পারে
- ফটোশপে মজা [পর্ব-৩] :: পিকচার প্যাকেজ নিজেই তৈরী করুন মূল্যবান সময় বাচাঁন।
- ফটোশপে মজা [পর্ব-৪] :: জেনে নিন Crop tools এর কাজ মূল্যবান সময় বাচাঁন। যারা যানেন না তাদের জন্য
- ফটোশপে মজা [পর্ব-৫] :: জেনে নিন Extract এর কাজ আর সহজেই মুছে দিন ব্যাকগ্রাউন্ড
- ফটোশপে মজা [পর্ব-৬] :: Photomerge এর কাজ দেখুন, বানিয়ে ফেলুন Panorama স্টাইলের ছবি।
- ফটোশপে মজা [পর্ব-৭] :: Contact Sheet II এর কাজ দেখুন। সময় বাচাঁন কাজের গতি বাড়ান
- ফটোশপে মজা [পর্ব-৮] :: ওয়ালে তৈরী করুন চিত্র অংকনের দৃশ্য ভালো লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-৯] :: জলপ্রপাত কে রাঙ্গিয়ে তুলুন।
- ফটোশপে মজা [পর্ব-১০] :: উইনডোজ লোগোর উপর ডিজাইন বসান, অবশ্যই কাজে লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-১১] :: জড় ম্যাগনিফাই গ্লাসকে কাজের উপযোগী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১২] :: অন্ধের চোখ ভালো করুন বিনা খরচে।
- ফটোশপে মজা [পর্ব-১৩] :: সাদা কালো ছবির কিছু অংশ কালার করুন ভিন্ন উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৪] :: দ্রুত গতির ইফেক্ট দিন সহজ উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৫] :: NO SMOKING এর লোগো তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১৬] :: শিখে নিন কালার ব্যালেন্সের কাজ, ছবি থেকে দুর করুন লাল, হলুদ ভাব।
- ফটোশপে মজা [পর্ব-১৭] :: সৌরজগতের নক্ষত্র সূর্য্য মামাকে তৈরী করি।
- ফটোশপে মজা [পর্ব-১৮] :: আপনার TEXT এর উপর Blood ইফেক্ট দিন।
- ফটোশপে মজা [পর্ব-১৯] :: আপনার ছবি কে রাঙ্গিয়ে দিন বিভিন্ন রঙে।
- ফটোশপে মজা [পর্ব-২০] :: আপনার পছন্দের জায়গায় বসিয়ে দিন যে কোন ছবিকে।
- ফটোশপে মজা [পর্ব-২১] :: এনিমেশন ফ্রেম তৈরী- টেক্সট জুমিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২২] :: ডাউনলোড কর, এনিমেশন ফ্রেমটি তৈরী করুন সহজেই সেটিং সহ।
- ফটোশপে মজা [পর্ব-২৩] :: এনিমেশন ফ্রেম তৈরী। ব্লগে যুক্ত করুন ধন্যবাদ এনিমেশনটি আপনার প্রচেষ্টায়।
- ফটোশপে মজা [পর্ব-২৪] :: এনিমেশন ফ্রেম, যে কোন ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দিন।
- ফটোশপে মজা [পর্ব-২৫] :: এনিমেশন ফ্রেম তৈরী, ইমেজের মধ্যে থাকা ডাইনেসরকে দৌড়ানো।
- ফটোশপে মজা [পর্ব-২৬] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনস এর জন্য এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৭] :: এনিমেশন ফ্রেম তৈরী, ঝিকঝাক লাইটিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৮] :: আপনার ব্লগের জন্য তৈরী করুন একটি ব্যানার।
- ফটোশপে মজা [পর্ব-২৯] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনসে নতুনদের আহব্বান।
- ফটোশপে মজা [পর্ব-৩০] :: থ্রিডি সিডি ইমেজ তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩১] :: ফটোশপ দিয়ে লেখার উপর ডাবল স্ট্রোক দিন সহজ ভাবে। কাজের জিনিস
- ফটোশপে মজা [পর্ব-৩২] :: যে কোন অবজেক্টের উপর শ্যাডো দিন ভিন্ন উপায়ে আপনার মনের মত করে।
- ফটোশপে মজা [পর্ব-৩৩] :: ফটোশপ দিয়ে কালার কোড বের করুন সহজ উপায়ে নতুনদের জন্য ।
- ফটোশপে মজা [পর্ব-৩৪] :: যে কোন অবজেক্টকে পানিতে নিমজ্জিত করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৫] :: Similar কামান্ডের কাজ, একই কালারের আলাদা সবগুলি অজেক্টকে এক সাথে সিলেক্ট করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৬] :: বিলবোর্ডে বসিয়ে দিন আপনার ছবি বা এ্যাড একদম মাগনা, কেউ দেখবে না শুধু আপনি ছাড়া।
- ফটোশপে মজা [পর্ব-৩৭] :: নিজের সাইন দিয়ে রাবার স্টাম্প তৈরী করার পদ্ধতি
- ফটোশপে মজা [পর্ব-৩৮] :: নিজের বুদ্ধিতে বানিয়ে ফেলুন ঈদ মোবারক GIF ইমেজ, আনন্দ পাবেন
- ফটোশপে মজা [পর্ব-৩৯] :: এবার নিজের বুদ্ধিতেই স্কিন সেভার তৈরী করুন, তাও আবার এনিমেশন সহ। কোন রকম সফটওয়্যার ছাড়া।
প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টিপস টি শেয়ার করব তা হলো ফটোশপে Crop tool টি নিয়ে। যারা জানেন ভালো কথা, আর যারা জানেনা, যারা ফটোশপ নতুন শিখছেন, যারা নিজের ছবি নিজেই এডিট করে ল্যাবে প্রিন্ট করার ইচ্ছে আছে তাদের জন্যেই আমার এই টিউন। আমরা যখন ফটোশপে ছবির কাজ করি তার প্রথম ধাপ হলো ছবি সাইজ নির্ধারন যদিও এই কাজটা ল্যাবের লোক করে থাকে তারপরও জানতে অসুবিধা কি আপনি যেমন শিখবেন তেমনি খরচও কম হতে পারে যদি ল্যাবে নিয়মিত প্রিন্ট করান যদি আপনি বাসা থেকে ছবির কাজ করে ল্যাবে নিয়ে যান তাহলে আপনার কাছ থেকে প্রতি ছবি থেকে ২ টাকা করে কম রাখবে।
এত কথার দরকার নাই চলুন কাজের কথায় আসি। Crop tool টি দিয়ে PP, 3R, 4R, 5R, 8R, 10R Crop অপশন বক্সে সবসময়ের জন্য সেভ রাখতে পারেন। যখন ছবির সাইজ করবেন তখন ক্রোপ অপশন বক্সে ক্লিক করলে আপনার কাঙ্খিত সাইজটি পেয়েযাবেন। নতুন করে সাইজ দিয়ে নতুন ডকুমেন্ট ওপেন কারার প্রয়োজন হবে না।
***** মনে রাখবেন ফটোশপ ইনষ্টল করার পর ক্রোপ টুলস অপশন বক্সে ডিফল্ট কিছু টুলস দেয়া আছ প্রত্যেকটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিন মানে আগে ঘর পরিস্কার করুন তারপর আপনার বানানো নতুন সাইজগুলো সেভ করবেন।
চিত্র -১ দেখুন ডিটেইল আছে লাল চিহ্নিত ক্রোপ টুলটি সিলেক্ট করুন চিত্রে দেখুন অনেকগুলো সাইজ দেওয়া আছে তার মধ্যে পাসপোর্ট সাইজটা দেখেন- ওয়াইড-1.573in এবং হাইট-1.97in এবং রেজুলেশন সব সময় যে কোন ছবির ক্ষেত্রে 300 রাখবেন। in মানে ইঞ্চি।
চিত্র-২ এ লাল চিহ্নিত ২ এ ক্রোপ অপশনে ক্লিক করুন এবার লাল চিহ্নিত ৩ এ ক্লিক করুন নিউ টুলস প্রেজেট নামে উইনডো পাবেন লাল চিহ্নিত ৪, এখানে আপনার সাইজের নাম দিন যেমন আমি পাসপোটের জন্যে পাসপোর্ট দিয়েছি পি পি ও দিতে পারেন এবার ওকে ক্লিক করুন। ব্লু চিহ্নিত স্থানটি ক্রোপ টুলস অপশন বক্স, এখানে দেখবেন আপনার দেয়া সাইজের নামটি সেভ হয়েছে। এভাবে 3R ক্ষেত্রে ওয়াইড-3.5in হাইট-5in রেজুলেশন 300 রেখে একই পদ্ধতি অনুসরন করুন এবং এর নাম দিন 3R ওকে দিন দেখেন সাইজটি ক্রোপ অপশন বক্সে সেভ হয়ে গেছে। এভাবে সবগুলো সেভ করে রাখেন আর কষ্ট করতে হবে না
এবার যে কোন একটি ছবি ওপেন করুন ধরুন আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন এটাকে পাসপোর্ট সাইজ দিবেন তাহলে ক্রোপ টুলসটি সিলেক্ট করুন ক্রোপ অপশনে যান দেখনে পাসপোর্ট নামে একটি সাইজ আছে তাতে ডাবল ক্লিক করুন এবার ছবির বাম দিকের উপর কোনা থেকে ডান দিকেরে নিচের কোনায় মাউস দিয়ে ড্রাক করুন এবার কী বোর্ডের এ্যারো কী দিয়ে ডানে বামে উপর নীচ করে ভালোবাবে সেট করুন তারপর ওকে দিন দেখেন আপনার পিপি সাইজটি পেয়ে যাবেন। ধন্যবাদ
(y) valoi chalia jan…