ফটোশপে মজা [পর্ব-৪] :: জেনে নিন Crop tools এর কাজ মূল্যবান সময় বাচাঁন। যারা যানেন না তাদের জন্য

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টিপস টি শেয়ার করব তা হলো ফটোশপে Crop tool টি নিয়ে। যারা জানেন ভালো কথা,  আর যারা জানেনা, যারা ফটোশপ নতুন শিখছেন, যারা নিজের ছবি নিজেই এডিট করে ল্যাবে প্রিন্ট করার ইচ্ছে আছে তাদের জন্যেই আমার এই টিউন। আমরা যখন ফটোশপে ছবির কাজ করি তার প্রথম ধাপ হলো ছবি সাইজ নির্ধারন যদিও এই কাজটা ল্যাবের লোক করে থাকে তারপরও জানতে অসুবিধা কি আপনি যেমন শিখবেন তেমনি  খরচও কম হতে পারে যদি ল্যাবে নিয়মিত প্রিন্ট করান যদি আপনি বাসা থেকে ছবির কাজ করে ল্যাবে নিয়ে যান তাহলে আপনার কাছ থেকে প্রতি ছবি থেকে ২ টাকা করে কম রাখবে।

এত কথার দরকার নাই চলুন কাজের কথায় আসি। Crop tool টি দিয়ে PP, 3R, 4R, 5R, 8R, 10R Crop অপশন বক্সে সবসময়ের জন্য সেভ রাখতে পারেন। যখন ছবির সাইজ করবেন তখন ক্রোপ অপশন বক্সে ক্লিক করলে আপনার কাঙ্খিত সাইজটি পেয়েযাবেন। নতুন করে সাইজ দিয়ে নতুন ডকুমেন্ট ওপেন কারার প্রয়োজন হবে না।

***** মনে রাখবেন ফটোশপ ইনষ্টল করার পর ক্রোপ টুলস অপশন বক্সে ডিফল্ট কিছু টুলস দেয়া আছ প্রত্যেকটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিন মানে আগে ঘর পরিস্কার করুন তারপর আপনার বানানো নতুন সাইজগুলো সেভ করবেন।

চিত্র -১ দেখুন ডিটেইল আছে লাল চিহ্নিত ক্রোপ টুলটি সিলেক্ট করুন চিত্রে দেখুন অনেকগুলো সাইজ দেওয়া আছে তার মধ্যে পাসপোর্ট সাইজটা দেখেন- ওয়াইড-1.573in এবং হাইট-1.97in এবং রেজুলেশন সব সময় যে কোন ছবির ক্ষেত্রে 300 রাখবেন। in মানে ইঞ্চি।

চিত্র-২ এ  লাল চিহ্নিত ২ এ ক্রোপ অপশনে ক্লিক করুন এবার লাল চিহ্নিত ৩ এ ক্লিক করুন নিউ টুলস প্রেজেট নামে উইনডো পাবেন লাল চিহ্নিত ৪, এখানে আপনার সাইজের নাম দিন যেমন আমি পাসপোটের জন্যে পাসপোর্ট দিয়েছি পি পি ও দিতে পারেন এবার ওকে ক্লিক করুন। ব্লু চিহ্নিত স্থানটি ক্রোপ টুলস অপশন বক্স, এখানে দেখবেন আপনার দেয়া সাইজের নামটি সেভ হয়েছে। এভাবে 3R ক্ষেত্রে ওয়াইড-3.5in   হাইট-5in রেজুলেশন 300 রেখে একই পদ্ধতি অনুসরন করুন এবং এর নাম দিন 3R ওকে দিন দেখেন সাইজটি ক্রোপ অপশন বক্সে সেভ হয়ে গেছে। এভাবে সবগুলো সেভ করে রাখেন আর কষ্ট করতে হবে না

এবার যে কোন একটি ছবি ওপেন করুন ধরুন আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন এটাকে পাসপোর্ট সাইজ দিবেন তাহলে ক্রোপ টুলসটি সিলেক্ট করুন ক্রোপ অপশনে যান দেখনে পাসপোর্ট নামে একটি সাইজ আছে তাতে ডাবল ক্লিক করুন এবার ছবির বাম দিকের উপর কোনা থেকে ডান দিকেরে নিচের কোনায় মাউস দিয়ে ড্রাক করুন এবার কী বোর্ডের এ্যারো কী দিয়ে ডানে বামে উপর নীচ করে ভালোবাবে সেট করুন তারপর ওকে দিন দেখেন আপনার পিপি সাইজটি পেয়ে যাবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

(y) valoi chalia jan…

( সুন্দর হয়েছে চালিয়ে যান) আপনার থেকে ফটোশপের উপর আরো ভালো টিউন চাই ।

প্লিজ এমন পোষ্ট আরো করুন। একদম হাতেকলমে শখতে চাই।

Level 0

সবাইকে অসংখ্যা ধন্যবাদ। টিউনের পুরো ডিটেইল দিতে গেলে অনেক সময় লাগে এবং কষ্ট হয় প্রচুর। তবুও আপনাদের জন্য আরো ভালো ভালো টিপস নিয়ে আসব দোয়া করবেন।

জামান ভাই এই ধরনের টিউন টিটিতে আরো হয়েছে। কিন্তু এখন যে কাজটি ঝামেলা মনে হচ্ছে ফটোশপ সিএস6 এ তা হলো ক্রপটুল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি ক্রপ এবং একটি ফোর আর পেজে ছবিগুলো সাজানো যেটি ফটোশপ ৭ এ খুব সহজেই করতে পারি কিন্তু ফটোশপ সিএস6 এ হয় না তাই অনুরোধ থাকলো আপনার এবং হোছাইন ভাইয়ের কাছে যেনো ফটোশপ সিএস6 এ পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করা এবং প্রিন্ট করার জন্য এক পেজে সাজানোর সব চেয়ে সহজ পদ্ধতি নিয়ে একটি বিস্তারিত টিউন করুন। ধন্যবাদ।