ব্যাঙ্গ চিত্র তৈরী করুন Adobe Photoshop দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মজার করা জন্য এই ব্যাঙ্গ চিত্র প্রস্তুত করা, অনেক সময় জরুরী হয়ে পরে এজন্যই ফটোশপে এ ধরনের অপশন রয়েছে। খুব সহজেই সাধারণ চিত্র থেকে এটি তৈরী করতে পারেন।

প্রথমে Adobe Photoshop ওপেন করুন। আপনার কাংক্ষিত ছবি ওপেন করুন ।
file>>open>> (কম্পিউটার এর কোথায় আপনার ছবি আসে। আমি আমার বন্ধুর ছবিটা

এরপর উপরের মেনু বার এ Filter> liquefy [ctrl+shift+x ] ক্লিক করুন

ক্লিক করলে একটা ডায়ালগ বক্স প্রদর্শিত হব,
এখন বাম পাশের টুল থেকে ছবি ব্যাঙ্ক করার উপকরণ রয়েছে তা বাছাই করুন।

যেমন-
ক) প্রথম চিহ্ন দিয়ে ছবির স্থীরাংশ এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন।
খ) দ্বিতীয় চিহ্ন দিয়ে ছবি কে পানির ঢেউয়ের মত করতে পারবেন।
এভাবে মোট ১২ টি চিহ্ন রয়েছে যা একবার ব্যবহার করেলই যে কেউ বুঝতে পারবে কোন চিহ্নের কোন কাজ।
এবার liquify ডায়ালগ বক্স এর ডান দিকে অনেকগুলো অপশন রয়েছে কাজ করলে বুযতে পারবেন। উপরে ok বাটনের কাজ হল ডায়ালগ বক্সের মাঝখানে যেখানে চিত্র প্রর্দর্শিত হচেছ ব্যাঙ্গ করার পর তা সেভ করে পূর্বের ডায়ালগ বক্সে ফির যাবার জন্য।

……তো শুরু করুন ব্যাঙ্গ চিত্র তৈরী করা।

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)

ভাল থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।

 

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Can you please provide me the link to download Adobe Photoshop latest version with serial key. Please help.

ভালোই ট্রিক শিখায় দিলেন রে ভাই!!! এখন আপনার ছবি রে ব্যাঙ্গ বানাই :p

আপনার সালামের উত্তর দিয়ে শুরু করছি, দেখুন আপনার পোষ্টের প্রথম মন্তব্যটি “actress new photo collection ” বলে একটি লিংক দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনার উচিৎ মন্তব্যটি মুছে ফেলা, নায়িকা/মহিলাদের বেপর্দা ছবি দিখিয়ে/দেখে ঐ ব্যক্তি নিজেও যেমন পাপি হচ্ছে আমার ধারনা না মুছে আপনিও কিছুটা হচ্ছেন।

অনুগ্রহ করে মন্তব্যটি মুছুন।

    @সামির কবির: ভাই আমি জানিনা মন্তব্যটি কি ভাবে মুছবো

      @ইলিয়াছ আহমেদ: আপনি আপনার একাউন্টে লগইন করে আপনার পোষ্টে গিয়ে দেখেন এই মন্তব্যগুলো দেখতে পারবেন, এবং যেটি ইচ্ছা মুছতে পারবেন।

      আচ্ছা ইলিয়াস ভাই, আমি একজন ওয়েব ডিজাইনার, পাশাপাশি আমার নিজের ডোমেইন ও হোষ্টিং রিসেলার আছে। যদি প্রয়োজন হয় জানালে খুশি হবো।