আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কথারকথা আপনি কোথাও এক দিন এর জন্য বেড়াতে গিয়েছিলেন। আপনি অনেক জায়গাতে ঘুরলেন। কিন্তু আপনি যে সব ছবি তুলবেন সবই কিন্তু একই শার্ট পরা অবস্থায়। এটা দেখতে কেমন বেখাপ্পা লাগে। আজকের পোস্ট দেখার মাধ্যমে আপনি শার্ট এর কালার পরিবর্তন করতে পারেন।
তাহলে শুরু করা যাক
প্রথমে Adobe Photoshop ওপেন করুন। আপনার কাংক্ষিত ছবি ওপেন করুন ।
file>>open>> (কম্পিউটার এর কোথায় আপনার ছবি আসে। আমি আমার বন্ধুর ছবিটা
টুলবার থেকে pen tool সিলেক্ট করুন অথবা (কি বোর্ড থেকে P চাপুন)
নিচে দেখুন
আপনি প্রথমে পিকচার এর শুধু শার্ট টা সিলেক্ট করে নিন ( pen tool দিয়ে )
আপনি সিলেক্ট করতে না পারলে এখানে ক্লিক করে আমার আগের পোস্টটা দেখেন । এখানে কিভাবে সিলেক্ট করবেন টার বর্ণনা দেওয়া আসে ।
সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।
এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 2 দিন ok নিচে দেখুন
এবার উপরের মেনু বার এ image>>adjustment>>hue/saturation এ ক্লিক করুন অথবা (ctrl + U) চাপুন। তাহলে একটা box আসবে, সেখানে (edit লেখা) একটা কালার সিলেক্ট করার একটা অপশন দেখবেন। সেখান থেকে master কালার সিলেক্ট করুন।
Hue কমে আর বাড়িয়ে শার্ট এর কালার পরিবর্তন করুন । saturation কমে আর বাড়িয়ে শার্ট এর উজ্জলতা পরিবর্তন করুন । lightness কমে আর বাড়িয়ে শার্ট গাড় বা হালকা করুন । এভাবে শার্ট এর কালার পরিবর্তন করুন আপনার ইচ্ছা মত ।
ফাইনালি আমার বন্ধুর ছবিটা এরকম হয়েছে। আপনার টা আরও সুন্দর হবে আশা করি।
কোন প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভাল থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
খুব ভাল টিউন চালিইয়ে যান ভাই।