প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন। আশা করি ভালো না কারন গরমে জীবনটা অতিষ্ট হয়ে গেছে তর উপর আবার লোডশোটিং। কিছু করারও নেই এভাবেই চলতে হবে। যখন বিদ্যুৎ থাকে তখন মাথার মধ্যে যা আসে তাই আপনাদের মাঝে শেয়ার করি। আজকে যে কাজটি নিয়ে আলোচনা করব তা হলো ফটোশপে পিকচার প্যাকেজ অপশনটি নিয়ে, খুব মজার জিনিস একবার করে নিলে আর কষ্ট করতে হয় না। আপনারা অনেকেই ষ্টুডিওতে ছবি তুলতে গেছেন কমবেশি তাদের কাজও দেখেছেন। তারা ছবিটি কাজ শেষে কী বোর্ড থেকে শর্টকার্ট করে 3R বা 3.5*5 মাপের ডকুমেন্টে ৪কপি ছবি অটোমেটিক সেট করে ফেলে, সময় নষ্ট না করে দ্রুত কী শর্টকার্টের মাধ্যমে কাজটি করে ফেলে । আমরা যারা কৌতুহলি তারা ভাবেন কি করে হলো? এটা কি কোন সফট ওয়্যার? ষ্টুডিও ওলাদের কাছে জিজ্ঞেস করলে তারাও বলে হা। আসলে এটা কোন থার্টপার্টি সফট ও্য়্যার না এটা ফটোশপের একটি ফিচার। শুধু আপনাকে কিছু কাজ করতে হবে। তার আগে কী বোর্ড শটকার্ট তৈরী করুন Edit menu>Keyboard shortcut এ ক্লিক করুন একটি শর্টকাট উইনডো আসবে সেখানে File> ক্লিক করুন স্ক্রল বার ধরে নিচে যান দেখুন Picture Package নামে একটি শটকাট অপশন আছে তাতে ক্লিক করে আপনার পছন্দমত শটকাট দিন আমি দিলাম Ctrl+?/ কী টি আপনিও এটি দিতে পারেন কারন বেশিরভাগ ব্যবহৃত হয়ে যাওয়াতে আপনার পছন্দের শর্টকাটটি নাও নিতে পারে তাই এটি দিলে ভালো হয়। শেষে ওকে প্রেস করুন ব্যাস শটকাটের কাজ শেষ শুধু মনে রাখবেন।
ফটোশপ চালু করুন যে কোন পার্সপোট সাইজের একটি ছবি ওপেন করুন। এখন আপনার শটকাট কী প্রেস করুন মানে Ctrl+?/ এখানে শুধু রেজুলেশন বক্সে 300 দিন । ১নং চিত্রে Edit Layout ক্লিক করুন নিচের ২ নং চিত্রের মত পাবেন
চিত্র নং- ২ উপরে চিত্র ১নং এ দুটো ছবি আসছে যে কোন একটি ক্লিক করুন তারপর Delete Zone এ ক্লিক করুন একটি ছবি ডিলিট হয়ে যাবে। । Image Zone: প্রথমে ছবিটি সিলেক্ট করুন এবার Size: Width-1.57in, Height-1.97in চিত্রের মত বসান এই অংশটা আপনার ইমেজের। এবার লেআউটে চিত্রের মত সেটিং বসান Name -3R (4), Page size -Custom, Width-3.5, Height-5, Units-Inches এই অংশটা আপনার ডকুমেন্টের সাইজ। আপনার মাপ যোগের কাজ শেষ। ছবিটি সিলেক্ট করুন মাউসের রাইট বাটন ক্লিক ডুব্লিকেট করুন আরো একটি ছবি পাবেন এভাবে ৪ বার ডুব্লিকেট করে নিচের চিত্রের মত ৪টি ছবি বসান ভালো বাবে।
চিত্র নং-৩ ছবিগুলো ভালোবাবে বসাবেন আকাবাকা যেন না হয় যদি আকাবাকা হয় তা হলে আপনি আউনপুট আকাবাকা পাবেন তাই যতটুকু সম্ভব ভালো বাবে ছবিগুলো বসাবেন। এবার সেভ এ ক্লিক করুন একটি উইনডো আাসবে সেখানে 3R লিখে সেভ করুন ব্যাস কাজ শেষ সব ক্লোজ করে দেন। নতুন একটি পাসপোর্ট সাইজের ছবি ওপেন করুন শটকাট কী মারেন দেখেন মজা কি হয় আর কষ্ট করে 3R সাইজের ডকুমেন্টে ছবি বার বার সেট করতে হবেনা
বুঝাতে পারলাম কি না যানি না তবে আপনার ভালো বাবে বুঝে নিবেন এতে আপনার সময়ও বাচবে কষ্ট ও হবে না ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub valo hoyeche