আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ছবির অবাঞ্চিত স্পট দূর করা একদম সহজ একটি কাজ। দেখলেই বুঝতে পারবেন
প্রথমে Adobe photoshop দিয়ে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন। --> file---> open--> এখানে ব্রাউজ করে আপনার কাঙ্ক্ষিত ছবি সিলেক্ট করে ওপেন করুন। আমি নিচের ছবিটা নিলাম।
এখন টুল বার থেকে patch টুল টি সিলেক্ট করুন। নিচের চিত্রে খেয়াল করুন। পেচ টুল সিলেক্ট করার পর উপরের দিকে দেখুন, destination টা সিলেক্ট করুন।
ছবির ভাল অংশ আপনার মাপ মত সিলেক্ট করুন মাউস দিয়ে টেনে, নিচের চিত্রে দেখুন, সিলেক্ট করার পর সিলেক্ট করা অংশ টুকু মাউস দিয়ে টেনে নিয়ে স্পট অংশ তে ছেড়ে দিন। এভাবে, করতে থাকুন।প্রয়োজনে ctrl + (+) চেপে জুম করে নিন। ভাল অংশ দিয়ে খারাপ টুকু মুছতে থাকুন যতক্ষন না আপনার কাজ শেষ হয়।
কাজ শেষ হয়ে গেলে ctrl+ D চেপে সিলেক্ট করুন। তারপর সেভ এস দিয়ে সেভ করুন আপনার পছন্দের ফরমেটে ।আমার এডিট করা ছবিটা দেখুন কেমন হয়েছে।
আমার ব্লগ
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
sotti bolchi khub valo hoyeche