ফটোশপে মজা [পর্ব-১] :: বানিয়ে ফেলুন গ্লোব কীবোর্ড অবশ্যই কাজে লাগবে

ফটোশপে মজা

প্রিয়  টিউনার ভাইয়েরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আমি ইলাস্ট্রেটর নিয়ে ধারাবাহিক টিউন করছি, যারা নতুন শিখছেন তাদের জন্য। আজকে আমি ফটোশপে  ইফেক্টের একটি কাজ দেখাব যা দিয়ে আপনি গ্লোব কী বোর্ড তৈরী করতে পারবেন। কাজটি মাত্র ৪ ধাপে শেষ করতে পারবেন একেবারে সহজে। তো চলুন কিভাবে করা যায়। প্রথমে ফটোশপ চালু করুন। আপনার কম্পিউটারে কী বোর্ডের ভালো ছবি থাকলে সে টা ফটোশপে ওপেন করুন।

চিত্র-১

চিত্র-২ এ দেখেন লাল চিহ্নিত টুলবক্স হতে ইলিপটিক্যাল মার্ককোয়ে টুলসটি সিলেক্ট করে চিত্রে মত সিলেক্ট করুন, তার আগে মেনু বারের নিচে দেখেন টুলসের অপশন আছে- ফেদার এর ঘরে 0 রাখবেন। সিফট কী ধরে নিবেন নিখুত গোলাকার হবে। সিলেক্ট করে কপি করুন তারপর Ctrl+N চাপুন যে নিউ ডকুমেন্টের উইনডোটি আসবে তাতে কোন কিছু পরিবর্তন না করে শুধু মাত্র রেজুলেশন দিন 300 ওকে ক্লিক করুন একটি ব্লাং ডকুমেন্ট পাবেন Ctrl+V চাপুন ৩নং চিত্র পাবেন।

চিত্র-৩

চিত্র-৪ ফিল্টার মেনুতে যান চিত্রের মত অনুসরন করুন ৫নং চিত্রের মত পাবেন

চিত্র-৫ এখানে ও চিত্রে যা  দেওয়া আছে তা রেখে ওকে দিন। ব্যাস দেখুন মজা।

এবার ব্যাকগ্রাউন্ডে চিত্রের মত বা আপনার মত গ্রেডিয়েন্ট কালার দিন । ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর।

balo laglo khov.

Apnar tutorial gulo khuve valo hoya cha… amar nijar ekti chotto blog site acha. Jodi apni amar ai chotto blog site a apnar ai photoshop er upora kora sundor tutorial gulo publish kortan tahola amar blog er visitor ra onek upokrito hoba. Tara sobai notun kichu shikhta parba… Guest blogger hisaba blogging korar jonno apna k onurudh korchi… amar blog site
http://blogbd24.com

Level 2

joshhhhhh

JOS

Level 0

Thank you it’s great. 🙂
(y)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম গুরূত্বপূর্ণ পোস্টসেয়ার করার জন্য।

Thanks sundor tutorial for latest sim offers http://mywapbd.com

Good writing, Thanks
আমাদের ও সহজ ইংরেজির কিছু ভিডিও আছে।ইংরেজি যেহেতু বিদেশী ভাষা, তাই আমাদের অনেকে ইংরেজিতে দূর্বল । আমরা চেষ্টা করেছি খুব সহজে ইংরেজি শেখাতে। যারা ইংরেজিতে weak, তাদের জন্য আমার ভিডিওগুলো হতে পারে নতুন উপহার।ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন,তাহলে কমেন্ট এবং subscribe করতে অনুরোধ রহিল।