সকলকে শুভেচ্ছা, আমরা অনেকেই ফটোশপ এ করার জন্য বা নিজের কাজে অথবা জীবিকার তাগিদে ফটোশপ এ কাজ করি।ফটোশপ আমার খুব প্রিয় একটা সফট....আমরা যে কাজেই একে ব্যবহার করিনা কেন, আমাদের উচিত কাজে professionalism আনা।চলুন আজকে আমরা দেখব কি ভাবে আমরা ফটোশপ কে professionally ব্যবহার করতে পারি:
ফটোশপ এমন একটা সফটওয়্যার যার কোনো কুল কিনারা নাই। কাজ করতে করতে আপনি নিজেও বুঝবেন কি জিনিস কি হয়ে গেল।কারণ ফটোশপ এর ব্লেন্ডিং আর ইফেক্ট দিয়াটা ভালোভাবে বুঝলে খুব ভালো মানের কাজ করা যায়।এই জন্য আপনাকে একের পর এক স্টাইল এপলাই করতে হবে।যাদের এই ধরনের ধৈর্য্য নাই তাদের ফটোশপ নিয়ে কাজ না করলে ক্ষতি নেই।তারা বাজার থেকে টেম্পলেট সফটওয়্যার দিয়ে কাজ সারুন,ফটোশপ আপনার জন্য নয়।
Save Early and Often:
শুধু একের পর এক কাজ করবেন,তা না।সেইগুলা যখন একটা ভালো পর্যায় যাবে তখন সেইগুলা সেভ করে রাখুন।সবসময় চেষ্টা করবেন .PSD হিসাবে সেভ করতে যাতে পরে সেইগুলা আবার এডিট করতে পারেন।
Shortcuts to Success:
শর্টকাট to সাকসেস মানে আপনি শর্টকাট এ সাকসেস হবেন তা না,বরং আপনি শর্টকাট ব্যবহার করলে সাকসেস হবেন।অর্থাৎ আপনাকে ফটোশপ এর সকল শর্টকাট গুলো জানতে হবে।এই জন্য এখনি একবার Edit>Keyboard Shortcuts থেকে শর্টকাট গুলা দেখুন আর পছন্দ মতন পরিবর্তন করে নিন।সত্যি বলছি শর্টকাট ব্যবহার করা খুব সোজা, মজার আর ফার্স্ট।
Buy More Memory:
seeam তুমি যে কি বলনা মেমরি কেমনে কিনব?না ভাই & আপুরা আপনাদের মেমরি কেনা লাগবে না।আপনার pc এর মেমরি মানে RAM কেনেন।আমাদের দেশের হিসাবে ২gb হচ্ছে শুরু করার মত।তবে CS৬ হলে এইটা খুব কম।সেক্ষেত্রে ৪gb ভালোই।এবং আপনাকে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে হবে।
Recycle:
আমরা জানি ফটোশপ সকল সেটিংস কে নিজের মত পাল্টানো এবং harddisk এ সেভ করা যায়। আপনিও এই গুলা নিজের মত করে করুন,তারপর C:/ বাদে অন্য কোন জায়গাতে সেভ করুন।পরে আবার রিলোড করুন। সময় তো বাচবে আপনি খুব মজাও পাবেন।
Two Monitors Are Better than One:
আপনার যদি সত্যিই ফটোশপ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ২টা মনিটর থাকলে ভালো ভালো হবে,এতে একটা মনিটর এ আপনার টুলস,pallets রাখতে পারবেন।আর একটাই মূল ছবির বড় প্রিভিউ থাকবে।
Create Projects:
আপনাকে বিভিন্ন ছোট-বড় প্রজেক্ট (যেমন:মুখের দাগ মোছা,সাদা-কালো ছবি কে রঙিন করা, adjustments ঠিক করা,নিজের বিভিন্ন অনুষ্ঠানে কার্ড বানানো ......) করতে হবে।এতে আপনার স্কিল বাড়বে।বন্ধুর ছবিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন,তাতে আপনার কাজের বিরাট বড় সমালোচক পাবেন।মনে রাখবেন কেউ আপনাকে খারাপ বলা মানে আপনার মাঝে কিছু নেই তা নয়, বরং আপনি তা প্রকাশ করতে পারছেননা।
ইশ!আমি কত কষ্ট করে নেট খরচ করে টিউটোরিয়াল নামিয়েছি, তরে কেন technique টা শিখাবো। এই ধরনের চিন্তা মন থেকে ঝেরে ফেলুন,যা জানেন সবাইকে জানান।আপনার জ্ঞান এতে বাড়বে, কমবে না।
Learn from the Pros:
আপনার আশে পাশের প্রোফেশনালদের কাজ দেখুন।সবার একটা নিজস্ব কর্মপদ্ধতি আছে,সেগুলো দেখুন আর নিজের জন্য একটা পদ্ধতি মনে মনে সাজিয়ে নিন।দেখুন তারা কীভাবে কাজটা নিজের করে ফেলে।
সত্যি কথা!!!ফটোশপ থেকে মজার কোনো সফটওয়্যার নেই,হবেনা।মজাই মজাই শিখুন ও শিখান। ভালো থাকুন।আর আমার জন্য দোআ করবেন যেন আপনাদের এল ভালো কিছু দিতে পারি,এবং একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারি।
অসাধারণ সুন্দর একটি টিউন । Photoshop এর ব্যাপারে অনেক আগ্রহ থাকলেও এতদিন কেনো জানি শেখা হয়ে উঠেনি । আপনার টিউন পড়ে আবার শুরু করার আগ্রহ পেলাম । ভালো থাকবেন………