এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যোবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]
এত দিনে হয়তো জেনে গেছেন ফটোশপের উপর তৈরি করা আমার ডিভিডির কথা। এখন পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে ডিভিডিটি সংগ্রহ করেছেন। এতদিন ডিভিডি সংগ্রহ করার জন্য শুধুমাত্র একটি উপায় ছিল। আমি কুরিয়ার করে সবাইকে দিয়েছি।
এখন সবার সুবিধার জন্য আরো কয়েক পদ্ধতিতে ডিভিডিটি সংগ্রহ করা যাবে। তার আগে ফটোশপ টিউটোরিয়াল ডিভিডি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দিয়ে দেয়া হলো। বিস্তারিত জানতে পূর্বের পোস্টটি পড়ে দেখতে পারেন।
ফটোশপ নতুন ভার্শন CS6 দিয়ে তৈরি করা এই ভিডিও টিউটোরিয়াল ডিভিডির মাধ্যমে ফটোশপের ব্যাসিক থেকে শুরু করে ধীরে ধীরে এডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই ফটোশপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
টিউটোরিয়াল সম্পর্কে ধারণা নিতে দেখুন টিউটোরিয়াল ভিডিও ট্রেইলার ।
অথবা ডাউনলোড করতে পারেন এখান থেকে।
This is not end
ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখা যাচ্ছে। বাংলাদেশে ইউটিউব ব্যান থাকা সত্তেও এখন পর্যন্ত প্রায় ৪০০০০ বার দেখা হয়েছে এবং সাবস্ক্রাইভার রয়েছে ৬০০+! আশা করি টিউটোরিয়াল কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকবে না।
ডিভিডি আপনার কম্পিউটার ড্রাইভে ঢুকানোর পর আপনার যদি অটোরান ওপেন থাকে তাহলে অটো একটি মেনু আসবে। যেখান থেকে আপনি সকল ফাইল ওপেন করতে পারবেন। অটোরান অফ থাকলে ডিভিডি আইকনে ক্লিক করেও সেই অটোরান মেনুটি আনতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই মেনুটি।
মেনু ওপেন করার সাথে সাথে চমৎকার একটি সাউন্ডও শুরু হবে। তবে আপনি ইচ্ছে করলে সেটা অফ করে দিতে পারেন মেনু থেকে।
শুধুমাত্র ডিভিডিতেই পাওয়া যাবে কিছু স্পেশাল প্রজেক্ট। এই ভিডিওগুলো একটু বেশি বিস্তারিত করা হয়েছে।
স্পেশাল প্রজেক্টে তৈরি করা ছবি।
ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল অর্থাৎ আপনি যেন ভিডিও দেখে দেখে নিজে নিজেও সেটা চেষ্টা করতে পারেন সেই জন্য সাথে থাকছে সকল অনুশীলন ফাইল।
ডিজাইনিং এর জন্য ফন্ট কালেকশনের বিকল্প নেই। সেই জন্য ডিভিডির সাথে থাকছে ১৫০০ ইংলিশ ফন্ট এবং ৭০০ বাংলা ফন্ট কালেকশন।
অনেকগুলো টিউটোরিয়াল আমাদের প্রযুক্তিটিম সাইটে ফ্রি দেখা যাচ্ছে। ইচ্ছে করলে সেগুলো দেখতে পারেন।
গত বছরের শুরুর দিকে চালু হওয়া অনলাইন স্টোর রকমারি ডটকম দ্রুত জনপ্রিয়তা পায়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে হডিভিডি/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে।
সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তারপর ফটোশপ ডিভিডিটি এখান থেকে ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন।
রিভিউ অপশনে আপনাদের মতামত দিলে আরো ভাল হয়।
হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ 16297, 9:00 am – 10:00 pm। যে কোন সমস্যায় ফোন করতে পারেন।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিভিডি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে। আর আপনি একসাথে অন্যান্য বই/ ডিভিডিও অর্ডার করতে পারেন। চার্জ হবে ৩০ টাকাই! সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]
আমাদের সবগুলো টিউটোরিয়াল ডিভিডি লিঙ্ক দেয়া হলো।
আপনার খুব কাছেই যদি IDB ভবন থাকে তাহলে সেখান থেকেও আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। শেরে বাংলা নগরের এই ভবনটি হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি সরাসরি ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে ডিভিডিটি পাবেন তার ঠিকানাঃ
Nikor
দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা)। সিডি/ ডিভিডির দোকান। সিড়ির বাম পাশেই এই দোকান খুজে পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের ফটোশপ টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]।
রবিবার এবং হরতালে এই মার্কেট বন্ধ থাকে।
এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টি প্ল্যান সেন্টার আরেকটি বড় কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে পাবেন তার ঠিকানাঃ
দোকানের নামঃ
ELECTRO SOFT
দোকান নাম্বারঃ 358, ৩ তলা, ৬৯/৭১।
এবং
DISCOVERY
দোকান নাম্বারঃ ৩৭২, ৩য় তলা।
দোকানে গিয়ে হাসান যোবায়েরের ওয়েব ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ,লোগো ডিজাইন ডিভিডির কথা বললেই হবে। মূল্য ৩০০ টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]। মঙ্গলবার এই মার্কেট বন্ধ থাকে। এই তিন মাধ্যম থেকে ডিভিডি নিতে আপনার সমস্যা হলে আমাকে জানান। আমাকে ফেসবুকে ম্যাসেজ দিন অথবা মেইল করুন [email protected]।
অনেকেই মেইল করে অথবা ফেসবুকে প্রবাস থেকে ডিভিডি সংগ্রহ করার কথা জানিয়েছেন। তাদের জন্যও এখন ব্যবস্থা করা হয়েছে। সংগ্রহ করতে আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]।
আমি নিজে চেক করে বা আমার মাধ্যমে যে ডিভিডিটি গিয়েছে সেই ডিভিডিতে আমার সাইন থাকবে। তাই সাইন না থাকা ডিভিডির দায় দায়িত্ব আমি নিবো না। কারণ এই ডিভিডি কপি করে যে কেউ আপনার কাছে বিক্রি করতে পারে। তাই সেই ডিভিডিতে কোন সমস্যা থাকলে দায় আমি নিব না। তাই অবশ্যই এই সাক্ষর চেক করে নিবেন।
আর ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।
খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে কাজ শুরু করবো। আশা করি সবাই সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
আর হ্যা আমার নিজের ব্যক্তিগত ওয়েব সাইট খুলেছি। সেখানে সকল সফটওয়্যার এর আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাওয়া যাচ্ছে। ভিজিট করতে ভুলবেন না।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যুবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
অনেক ধন্যবাদ টেকটিউনসকে 🙂