ফটোশপের ৫০টি HD বাংলা টিউটোরিয়াল+ Photoshop CS6 সফটওয়্যার+ ১৫০০ সেরা ইংলিশ ফন্ট+ ৭০০ বাংলা ফন্ট সহ অনেক কিছু নিন এক DVD তে!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যুবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

অনেক প্রতিক্ষার পর অবশেষে আমার তৈরি ফটোশপ DVD রিলিজ হয়েছে।। আসলে আমি একা মানুষ তাই সব কিছু নিজেকেই করতে হয়েছে। অনেকেই ফোন করে বা ম্যাসেজ দিয়ে অনেক তাগিদ দিয়েছেন আরো আগে রিলিজ করার জন্য। সব মিলিয়ে শুধুমাত্র DVD তৈরির কাজ শেষ করতেই প্রায় ১ মাস লেগে গেল।

আগেই বলে নিচ্ছি টিউটোরিয়াল তৈরি করার সময় ডিভিডি করার প্ল্যান ছিল না। প্রতিটি টিউটোরিয়াল ইউটিউবে দেখা যাচ্ছে। অনেক আগেই সেখানে আপলোড করা হয়েছে। বাংলাদেশে ইউটিউব ব্যান করার কারণে অনেক সমস্যা পড়েছেন সবাই। আমিও অনেক কষ্ট করে আপলোড করেছি। ইউটিউব থেকে ডাউনলোড করা এখন অনেক ঝামেলার। শুধু তাই নয় সবগুলো ভিডিও ডাউনলোড করতে অনেক ব্যান্ডউইথও খরচ হবে। সব মিলিয়ে DVD থেকে ভিডিওগুলো কালকেশন করাই উপযুক্ত।

প্রথমেই আসি ইউটিউব পরিসংখ্যানে। বাংলাদেশে ইউটিউব ব্যান, স্পীড সমস্যা সহ এত এত সমস্যার মধ্যেও ভিডিওগুলো এখন পর্যন্ত ১১০০০+ দেখা হয়েছে এবং সাবস্ক্রাইভ রয়েছেন ১২০+ জন! আশা করি এর মাধ্যমে ভিডিও কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ থাকবে না। :)

যারা এখনো আমার ফটোশপ ভিডিও টিউটোরিয়াল আগে দেখেননি বা এক নজরে সবগুলো টিউটোরিয়াল সম্পর্কেআইডিয়া পেতে দেখে নিতে পারেন Tutorial Trailer ভিডিওটি।

Tutorial Trailer

http://youtu.be/6YqwMuQSUJA

https://youtu.be/6YqwMuQSUJA

এছাড়াও শুধুমাত্র এই ভিডিওটি  ডাউনলোড করতে পারেন এখান থেকে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ

  • ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।
  • ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার।
  • ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।
  • ১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।
  • ৭০০+ সেরা বাংলা ফন্ট।
  • স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে)
  • এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।

আর টিউটোরিয়ালের সূচিপত্র আপনি ডিভিডি কভারে দেখতে পাবেন।

ডিভিডি আপনার কম্পিউটার ড্রাইভে ঢুকানোর পর আপনার যদি অটোরান ওপেন থাকে তাহলে অটো একটি মেনু আসবে। যেখান থেকে আপনি সকল ফাইল ওপেন করতে পারবেন। অটোরান অফ থাকলে ডিভিডি আইকনে ক্লিক করেও সেই অটোরান মেনুটি আনতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই মেনুটি।

মেনু ওপেন করার সাথে সাথে চমৎকার একটি সাউন্ডও শুরু হবে। তবে আপনি ইচ্ছে করলে সেটা অফ করে দিতে পারেন মেনু থেকে।

শুধুমাত্র ডিভিডিতেই পাওয়া যাবে কিছু স্পেশাল প্রজেক্ট। এই ভিডিওগুলো একটু বেশি বিস্তারিত করা হয়েছে।

স্পেশাল প্রজেক্টে তৈরি করা ছবি।

ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল অর্থাৎ আপনি যেন ভিডিও দেখে দেখে নিজে নিজেও সেটা চেষ্টা করতে পারেন সেই জন্য সাথে থাকছে সকল অনুশীলন ফাইল। :)

ডিজাইনিং এর জন্য ফন্ট কালেকশনের বিকল্প নেই। সেই জন্য ডিভিডির সাথে থাকছে ১৫০০ ইংলিশ ফন্ট এবং ৭০০ বাংলা ফন্ট কালেকশন।

মূল্যঃ

দাম কেমন হবে এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আসলে আমি আগেই দাম নির্ধারণ করিনি। কারণ আমি জানতাম না কেমন খরচ হবে। তবে আমার একটি কৌতুহল ছিল আমার ডিভিডির দাম কত হলে সবার জন্য পারফেক্ট হবে। কারণ আমার টিউটোরিয়াল কোয়ালিটি আমার চেয়ে যারা দেখেছেন তারাই ভাল বলতে পারবে। আর তাই সেই দাম জানার জন্য আমি আমার ফেসবুক ফ্যানপেজে এই বিষয়ে মতামত চাই। অনেকেই অনেক রকম দাম বলেছেন। কেউ কম বলেছেন আবার কেউ অনেক বেশি বলেছেন। :P তবে সব মিলিয়ে কমন যেই দামটি ছিল তা হচ্ছে ২০০টাকা। অনেকেই এই দামটি বলেছেন।

খরচ সহ এবং অন্যান্য বিষয় সহ ডিভিডি কভারে মূল্য লিখা হয়েছে ৩০০ টাকা। আগেই ভয় পেয়ে যাবেন না। :P এখন সবাই যেন ডিভিডিটি কালেক্ট করতে পারে এবং যেহেতু নতুন রিলিজ করা হচ্ছে তাই ৩৩% ছাড় অর্থাৎ ২০০ টাকায় সবাই ডিভিডিটি কালেক্ট করতে পারবেন।

ভিডিওগুলো ফ্রী ইউটিউবে দেখতে পাবেন এখানে।

যেভাবে সংগ্রহ করবেনঃ

আপাতত আমি নিজেই সবাইকে কুরিয়ার করে ডিভিডি পাঠাবো। সাড়া বাংলাদেশের যে কোন স্থান থেকে এই ডিভিডি কেনা যাবে এবং সেখানে পৌছে দেয়ার দায়িত্বও আমার। তবে বিদেশ থেকেও যে কেউ সংগ্রহ করতে পারবেন। এখন কথা হচ্ছে কুরিয়ার চার্জ! সবার কথা চিন্তা করে কুরিয়ার চার্জ ফ্রী করা হয়েছে। অর্থাৎ কুরিয়ার চার্জ পুরোপুরি ফ্রী!!! তবে এটা সীমিত সময়ের জন্য। কন্টনেন্টাল কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হবে।

আর সামনে আরো কিছু বিকল্প থাকবে ডিভিডি সংগ্রহ করার জন্য।

যেভাবে মূল্য পরিশোধ করবেনঃ

বর্তমানে টাকা পাঠানোর জন্য সব দিক দিয়ে আমি নিরাপদ এবং ঝামেলাবিহীন বলে যে পদ্ধতি রয়েছে বলে মনে করি তা হচ্ছে bkash। বিকাশের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে টাকা পাঠাতে পারবেন। আপনার যদি বিকাশ নিয়ে কোন আইডিয়া না থাকে তাহলে দেখতে পারেন এই পোস্ট।

আপনাকে প্রথমেই ২০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করার পর TrxID নামের একটা কোড আপনার মোবাইলে বা এজেন্টের কাছে যাবে। আপনি সেই কোডটি সহ এজেন্টের বিকাশ নাম্বার বা আপনার নিজের মোবাইলে যদি বিকাশ চালু থাকে তাহলে আপনার নাম্বার সহ এই আমার মেইলে সেই ম্যাসেজটি পাঠিয়ে দিবেন। আর হ্যা আপনার বিস্তারিত ঠিকানা ও আপনার মোবাইল নাম্বার সাথে দিয়ে দিবেন। আমার মেইল এড্রেস [email protected]।  অবশ্যই মনে রাখবেন আপনি যদি কোনভাবে ঠিকানা ভুল লিখেন তাহলে ডিভিডি আপনার কাছে কিন্তু পৌছবে না। আপনার ঠিকানায় ডিভিডি কুরিয়ার করার পর আমি মেইল করে জানিয়ে দিব।

অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে কুরিয়ার যায় না। তাই আপনার কাছাকাছি কোন অফিস থেকেও ডিভিডি সংগ্রহ করা লাগতে পারে। যা আমি মেইল করে আপনাকে জানিয়ে দিব।

আপনার প্রাইভেসির যদি কোন সমস্যা না থাকে তাহলে বিকাশ নাম্বার সহ আপনার ঠিকানা এই পোস্টের কমেন্টে করে দিতে পারেন। আর হ্যা বিকাশের TrxID টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি নির্ভুলভাবে সংগ্রহ করতে ভুল করবেন না। যে নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর সময় ভাল মতো নাম্বারটি চেক করে নিশ্চিত হয়ে নিন।

০১৯১২৫৫৪৬৬৮  এই নাম্বারটি শুধুমাত্র বিকাশ করার জন্য।। যোগাযোগ করার জন্য নয়। আপনার যদি কোন সমস্যা হয় তবে আমাকে মেইল করুন [email protected] এ। আর হ্যা আপনার টাকা পাওয়ার কনফার্মেশন মেইল পাবেন টাকা পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে। তাই আপনার মেইল এড্রেসটিও অনেক গুরুত্বপূর্ন।

আপনি টাকা পরিশোধ করার এক সপ্তাহের মধ্যে আপনার ডিভিডি পেয়ে যাবেন। আমি একা মানুষ তাই সময় একটু বেশি নিলাম। তবে এর আগেই পেয়ে যাবেন আশা করি।

এছাড়া আপনি যদি অন্য কোন পদ্ধতিতে পরিশোধ করতে চান আমাকে জানান।

সীমাবদ্ধতাঃ

ভিডিও টিউটোরিয়াল শুরু করার আগে কখনো এই ধরণের কাজ করিনি। তাই প্রথম দিকের কিছু ভিডিওতে কিছু সমস্যা থাকতে পারে। তবে পরে ধীরে ধীরে সেই সমস্যাগুলো দূর করা হয়েছে।

ভিডিও টিউটোরিয়ালগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড ভিডিও টিউটোরিয়াল ফলো করে তৈরি করা হয়েছে। তারপরেও সমস্যা থাকলে জানাতে ভুল করবেন না।

ডিভিডি হাতে পাওয়ার পর কি কি সমস্যা রয়েছে বা আরো কি কি এড করলে ভাল হইতো তা মন্তব্য করে জানাতে ভুল করবেন না। তাহলে পরবর্তীতে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো।

পরবর্তী পদক্ষেপঃ

আমি এখন পর্যন্ত জানি না কেমন রেসপন্স পাবো ডিভিডি নিয়ে। ফটোশপ পরিপূর্ণ টিউটোরিয়াল এই ৫০ পর্বে শেষ করা সম্ভব নয়। তাই ভার্শন ২ বের করার প্ল্যান রয়েছে। তবে সব কিছু আপনাদের চাহিদার উপর নির্ভর করবে। কারণ টিউটোরিয়াল তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইলাস্ট্রেটর নিয়েও টিউটোরিয়াল করা যেতে পারে। সব কিছুই নির্ধারণ করবেন আপনারা।

ডিভিডি চেকঃ

আমি নিজে চেক করে বা আমার মাধ্যমে যে ডিভিডিটি গিয়েছে সেই ডিভিডিতে আমার সাইন থাকবে। তাই  সাইন না থাকা ডিভিডির দায় দায়িত্ব আমি নিবো না। কারণ এই ডিভিডি কপি করে যে কেউ আপনার কাছে বিক্রি করতে পারে। তাই সেই ডিভিডিতে কোন সমস্যা থাকলে দায় আমি নিব না। তাই অবশ্যই এই সাক্ষর চেক করে নিবেন।

আর ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

আর হ্যা আমার নিজের ব্যক্তিগত ওয়েব সাইট খুলেছি। সেখানে সকল সফটওয়্যার এর আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাওয়া যাচ্ছে। ভিজিট করতে ভুলবেন না। এই পোস্টটি সেখানে এখন পর্যন্ত ১৮০+ ফেসবুক শেয়ার করা হয়েছে। 🙂

http://www.hasanjubair.com

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টপটিউনার হাসান যুবায়ের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাইয়া খুশি হলাম । আশায় আছি। আগে youtube video গুলো আগে দেখি।

ভিডিও টিউটোরিয়াল নিঃসন্দেহে ভাল উদ্যোগ। তবে ডিভিডিতে ফটোশপ ফুল ভার্সন included থাকায় Adobe কোম্পানি আবার কপিরাইট লংঘনের অভিযোগ আনবে না তো !!!

হ্যালো ভাইয়া আমি প্রতন্ত গ্রামে থাকি ….. বিকাশে করে টাকা দিলে আমাকে কি দেয়া যাবে ডিভিডি আকারে???????????

প্রথমেই হাসান যোবায়ের ভাইকে ধন্যবাদ জানাই। আপনার ইউটিইবের সবগুলো ভিডিও আমি ডাউনলোড করেছি। অসাধারন সত্যি এক কথায় বলতে গেলে ”অসমসালা”। আমি ফটোশপের অনেকের অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার মত সহজ-সরল ও সুন্দর ভাবে কেউ উপস্থাপন করতে পারেনি। আপনাকে আবারও ধন্যবাদ।

জুবায়ের ভাই আশা করি আমাকে চিনেছেন ? ভিডিও গুলো দেখছি এখন , কিছু বলার নেই । এক কথায় অসাধারন =D
ফেবু তে একটি মেসেজ দিচ্ছি , একটু দেখেন । ……………।।আরিফ
https://www.facebook.com/arifhossainmunna01

Level 0

বাংলা ফন্টগুলো কেমন?

সামনে নিশ্চয়ই জানাবো । আগে নিজে প্রেকটিস করে নেই । তবেই বুঝবো আর ও কি কি আনলে বা যোগ করলে ভাল হবে =D

আসসালামু আলাইকুম হাসান ভাই। আপনাকে অসংখ ধন্যবাদ ফটোশপ DVD তৈরি করার জন্য। আমি ফটোশপ এর কাজ জানিনা। আশা করি আপনার ফটোশপ DVD থেকে শিখতে পারব। আবারো আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমি কি ভাবে পাবো, কত খরচা হবে। আমি ইন্ডিয়া তে থাকি।

এটা আমার চাই ই চাই খুব শিগগির বিকাশ করছি ।

Level 0

আমারো নেয়ার ইচ্ছা আছে। আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমাকে আপনার বিশ্বাস হলে যোগাযোগের নাম্বারটা মেইল করেন।
ইমেইল আইডিঃ [email protected]
**********ধন্যবাদ**********

My office in Paribagh , neat Motalab Plaza , I want to need I dvd , how can i collect it . my number is 01681866777

Level 2

হাসান যোবায়ের ভাই, আপনার বাসা কোথায়? মতিঝিলের আশে-পাশে?

    @deenu: সরাসরি নিতে হলে ড্যাফোডিল ভার্সিটিতে চলে আসেন। দুপুর ১ টা থেকে ১:৩০ পর্যন্ত ধানমন্ডি ক্যাম্পাসে আছি।

Level 0

vai ami italy te thaki ami apnar cd kinte chi kivabe kinbo?

Hasan bhai ami DVD ta payese. ami sob gula tuto ekhono dhakhi nai tobe je gula dekci khub sundor hoice 🙂

kal ee bKash korsi……… 😀

Level 0

আসসালামু আলাইকুম হাসান যোবায়ের ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমি DVD টা নিতে চাই । আপনার সাথে যোগাযোগ জন্য দয়া করে আপনার নম্বরটা আমাকে মেইল করেন। ইমেইল আইডিঃ [email protected]

Level 0

onek dhonnobad Jobair vai DVD ta pelam, kichu kichu tuto dekhlam, onek shundor vabe sajiechen…… asha kori shamne aro valo valo upohar deben………

আসসালামু আলাইকুম হাসান যোবায়ের ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমি DVD টা নিতে চাই ।
আপনার সাথে যোগাযোগ জন্য দয়া করে আপনার নাম্বারটা আমাকে মেইল করেন।
E-mail:[email protected]

    @arifexclusive: আমি বুঝতেছি না আমার সাথে সবার কথা বলা এত জরুরী কেন! আমি সাড়াদিন ভার্সিটি থাকি। কল করলে রিসিভ করতে পারবো না সব সময়।
    এখানে প্রসেস বলা আছে কিভাবে ডিভিডি পাবেন।
    এই প্রসেসে অনেকেই ডিভিডি হাতে পেয়েছেন।
    আশা করি মেইলে সবাই যোগাযোগ করবেন।

Level 0

আপনার সাথে যোগাযোগ করতে চাই.আমাকে আপনার নাম্বারটা মেইল করেন……
আমার ইমেইল আইডিঃ [email protected]

    @sharif007: আমি বুঝতেছি না আমার সাথে সবার কথা বলা এত জরুরী কেন! আমি সাড়াদিন ভার্সিটি থাকি। কল করলে রিসিভ করতে পারবো না সব সময়।
    এখানে প্রসেস বলা আছে কিভাবে ডিভিডি পাবেন।
    এই প্রসেসে অনেকেই ডিভিডি হাতে পেয়েছেন।
    আশা করি মেইলে সবাই যোগাযোগ করবেন।
    [email protected]

Level 2

আপনার সাথে যোগাযোগ করতে চাই.আমাকে আপনার নাম্বারটা মেইল করেন……
আমার ইমেইল আইডি ঃ [email protected] / facebook.com/hasan.mahmud.35912.
ad den amake

আপনার সাথে যোগাযোগ করতে চাই.আমাকে আপনার নাম্বারটা মেইল করেন……
আমার ইমেইল আইডি : [email protected]

হাসান -জুবায়ের ভাই , আমি আপনাকে টাকা বিকাশ করেছি ও মেইল এ ঠিকানা দিয়ে দিয়েছি ।

ভাই আমি থাকি সৌদি আরবে থাকি। আমাকে কি করতে হবে জানাবেন কি একটু?

অনেক শুভেচ্ছা রইলো ডিভিডির মুক্তিতে সাথে ছিলাম, আছি, থাকবো

Level 0

আসসালামু আলাইকুম হাসান যোবায়ের
ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই
আমি DVD টা নিতে চাই ।
আপনার সাথে যোগাযোগ জন্য
দয়া করে আপনার নাম্বারটা আমাকে মেইল
করেন।
E-mail: [email protected]

Level 0

yeah i got the DVD . relly helpfull .

ভাই, আমি ডিভিডি টা পাইছি,এটা আশা করি অনেক কাজ়ে লাগবে
আপনাকে অনেক ধন্যবাদ

যোবায়ের ভাই আমি আজ দুপুরে বিকাশ করছি,আর এই মাত্র আমার detail লিখে mail করলাম । please mail check করেন।

যোবায়ের ভাই, আপনার reply mail পেলাম । ধন্যবাদ আপনাকে । DVD এর অপেক্ষায় থাকলাম ।

Level 0

গত কয়েকটা দিন ধরে- এই সোনার হরিন(Photoshop-DVD/Video) টিউটোরিয়ালের অপেক্ষায় ছিলাম।
♣অবশেষে পেলাম! • বুঝাতে পারবোনা যে কি উপকারী একটা টিউটোরিয়াল আমাদের উপহার দিলো, জুবায়ের ভাই!
——————————————————————————————————————
>> ধন্যবাদ শ্রদ্ধেয় জুবায়ের ভাই কে- নাম মাত্র মূল্যে এমন ভিডিও টিউটোরিয়াল পৌঁছে দেয়ার জন্য!!

I have received the DVD today. Thanks.

Level 0

সালাম
ভাই আমি দেশের বাইরে থাকি ,তো কি ভাবে আমি আপনার DVD কালেক্টশন করতে পারি ।আক্তু জানাবেন কি ।

Level 0

vai apnar mobile number ta mail koren amar nichair mail a. ar amar maile hosse
[email protected]

Level 0

আমি পেয়েছি। ফটোশপ এডাভান্স সিলেকশন নিয়ে ভিডিও থাকলে ভাল হত।

Level 0

ভাই,
আমি ডিভিডি টা পাইছি,এটা আশা করি
অনেক কাজ়ে লাগবে
আপনাকে অনেক ধন্যবাদ

darun vaiya

Level 0

vai ami ekta mail send korsi apnar mail a. please check koren. r ha b-kash sara moneybooker ki use korte parbo payment er jonno?

    @suvronur: আপনার মেইল রিপ্লে দিছি। না মানিবুকার দিয়ে হবে না। আপাতত বিকাশ এবং ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে গ্রহন করছি। 🙂

Achha bai igd numberti kee aponar. amake earn bepare acto help koronto. ami bojchhi naa kebabe kotake hoy
০১৯১২৫৫৪৬৬৮

Level 0

ওয়েব ডিজাইনের উপর কোন ভালো টিউটোরিয়াল থাকলে আমাকে ইমেইল করুন।
Email ID: [email protected].

jobair vai,ami last week thursday te bkash kore apnake mail korclam,aj friday,ek week hoye galo ami DVD ta ekhno paini.wait kre asi.kobe pete pari ek2 janaben ki.

jobair vai,dvd ta hate pelam.sotti e khub sundor.e2 sundor vabe present kora.thank u vai.thank u asole kom hoye jai,tao dilam.apnar next dvd project er opekkhai thakbo…

যোবায়ের ভাই আপনি কি ১ হতে ১.৩০ পরযন্ত থাকেন, ভিন্ন কোন সময়? আমি হাতে হাতে নিতে চাই । যদি সম্ভব হয় মেইল দিয়ে জানাবেন, বাধিত হব । আমার মেইল এড্রেস [email protected] । ধান্যবাদ

Level 0

আজ হাসান যোবায়ের ভাইয়ের নিকট থেকে ডিভিডি টা সংগ্রহ করলাম। অনেক সুন্দর করে তৈরি করেছেন। আশাকরি ভাল ভাবে শিখতে পারবো।

Level 0

হাসান ভাইজান,আমি কালকে ডিভিডি পেয়েছি।২ টা ভিডিও দেখেছি। খুব ভাল লেগেছে ভাইজান।

dipto project theke alada?

Level 0

হাসান ভাই আমি (পঃ বঃ )কলকাতার কাছেই থাকি ,আমি কিভাবে আপনার টিউটোরিয়াল DVD পেতে পারি যদি আমাকে MAIL করে জানান খুব উপকৃত হব। আর একটা কথা বলি কুরিয়ার চা্জ একটু বেশি হলেও অসুবিধা নাই। ([email protected] ) নিমাই গুছাইত। কলকাতা । পশ্চিমবংগ।

ami apnar kach theke sorasori shikte chai….amar email address holo [email protected]

Level 0

vai ami dhaka Mirpur1 a thaki dvd kinta chai apnar kas thaka sorasori dheka korta chai.01718488010 please sms or call me please please vai.

    @rayhan3: আপনি এখন খুব সহজেই ফটোশপ ডিভিডিটা সংগ্রহ করতে পারবেন। rokomari.com থেকেও নিতে পারবেন। IDB বা মাল্টিপ্ল্যান থেকেও সরাসরি ডিভিডি নিতে পারবেন। বিস্তারিত জানতে দেখুন এখানে
    http://bn.hasanjubair.com/post/373

VAI AMI TO NIMUI.AJ E BKASH KORTACI.AMAR E MAIL ID::: [email protected] mobile num ta pls mail koren

ki vai amake ki dvd ta diben na?

যোবায়ের ভাই, আমি মনে মনে এইরকমই কিছু একটা খুজছিলাম। বাজারে অনেক কিছুই কিনতে পাওয়া যায় তবে সেগুলোর বেশির ভাগই হয়ে থাকে দায় সারা গোছের (ভাওতাবাজি) কোয়ালিটির। কিন্তু ভাই আপনার কাজের কোন জবাব নেই; আমি বলব অতুলনীয়। আর এটি যদি আপনার প্রথম কাজ হয়ে থাকে তাহলে আমার মন বলে যে আপনার শ্রম স্বার্থক হয়েছে। কারণ আপনি শুরুতেই অনেক ভাল করেছেন। আশা করি আপনি আরও ভাল করবেন এবং ভবিষ্যতে আরও ভাল কিছু আশা করছি আপনার কাছ থেকে।

আমি এটা জানি না যে আপনার এই ডিভিডি’র কতগুলো কপি এখন পর্যন্ত মানুষ সংগ্রহ করেছে, কিন্তু আমার বিশ্বাস আপনি ব্যাপক সাঁড়া পেয়েছেন। আর যারা যারা এই ডিভিডি এখনো কেনেননি আমি তাদেরকে যোবায়ের ভাইয়ের ফোটশপ টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করার জন্য রেকোম্যান্ড করছি। কোয়ালিটি রিসোর্স আমাদের মাতৃভাষায় এখনো পর্যাপ্ত নয়। তাই যারা মাতৃভাষায় ফোটোশপ ও গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য মান সম্মত ট্রেইনিং চান তারা এই ডিভিডিটি ট্রাই করে দেখলে আশা করি আপনার সময় এবং অর্থের সদ্ব্যবহার হবে।

আর যোবায়ের ভাই, আপনি কুরিয়ার করার এক দিন পরেই আমি ডিভিডি পেয়েগিয়েছিলাম। কিন্তু আপনাকে ফিডব্যাক দেয়া সম্ভব হয়নি। এই জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত। আর আপনাকে অনেক অনেক অভিন্দন ও শুভেচ্ছা। Best of Luck! ধন্যবাদ 🙂

বাংলা ফটোশপ DVD সংগ্রহ করুন এখন আরো সহজে! rokomari.com, IDB ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সরাসরি নিতে পারবেন ডিভিডি! প্রবাসীদের জন্যও থাকছে ব্যবস্থা!………………………………..বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে http://bn.hasanjubair.com/post/373

Level 0

ctg te kivabe pawa jabe, janaben?

অসাধরন হয়েছে……………………………..যদি ও একটু দেরি হয়েছে পেতে (অজপাড়াগায়ে থকি তো)
আমি আশা করবো Illustrator টিউটোরিয়াল ডিভিডি তারাতারি প্রকাশ করতে……েআশায় রইলাম ভাই

যুবায়ের ভাই রকমারিতে তো অর্ডার করলাম কিন্তু তারা তো 5 দিন পরও ডেলিভিরি দিচ্ছে না। আমার অর্ডার নং 30957। আমি এখন এই অর্ডার বাতিল করতে চাই কিভাবে করব? আমি রকমারি.কম এর অর্ডার বাতিল করে সরাসরি আপনার কাছ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ডিভিডি সংগ্রহ করতে চাই। দয়া করে একটু প্রসেস টা বলবেন। আমার মেইল আইডি হল [email protected]। ভাই আপনার মোবাইল নং কি একটু পাওয়া যাবে তাহলে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে সরাসরি ডিভিডিটা সংগ্রহ করতে পারতাম। আমার নং হল 01713955676 আপনি শুধু মিস কল দিলেই হবে।

Level 0

techtuns furai professional hoya gaca….software download korte caila 100 tuner tune khuja 1ta software ber korte hoi….sudue pera……file delete.arokom e show kore