ফটোশপ এর যাদু [পর্ব-০৪] :: আপনি হয়ে যান একজন ক্রিকেটার

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে নিজের গলা কেটে  অন্য এক ছবিতে লাগাতে হয়। চলুন শুরু করা যাক,

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর আপনি যে ছবিটার গলা কাটতে এবং যে ছবির যে ছবির উপর গলা কেটে বসাতে চান ছবিগুলো ওপেন করুন । এখানে আমি আমার ছবি ও একজন খেলোয়াড় এর ছবি ওপেন করলাম,

তারপর টুলবার থেকে Elliptical Marque Tool সিলেক্ট করুন...

এবার Elliptical Marque Tool টুল দ্বারা যে ছবির গলা কাটতে চান সে ছবির গলার উপর সিলেকশন করুন, সিলেকশনের আগে Elliptical Marque Tool এর উপরে অপশন বার থেকে Feather- এর মান 15 করে নিতে হবে, না পারলে নিচের ছবিটা দেখুন...

এখন যে ছবিটাকে Elliptical Marque Tool টুলস দিয়ে সিলেকশন করেছিলাম সেই ছবিটা Move Tools এর মাধ্যমে Ctrl চেপে ধরে যে ছবিটার উপর বসাতে চান সে ছবির ছেড়ে দিন। অথবা Copy> Paste এর মাধ্যমে কাজটা করা যাবে।

যখন ছবিটা অন্য ছবির উপর ছেড়ে দিবেন তখন উপরের ছবির মত দেখা যাবে।
এখন গলাকাটা ছবিটাকে ট্রান্সফম করতে হলে Edit> Free Transform > করতে হবে।।
এর মাধ্যমে আপনি ছবিটা ডানে-বামে এবং ছোট বড় করতে পারেন। প্রয়োজন মতো ঠিক করতে পারবেন ।

নিচে দেখুন কত সুন্দর হয়েছে,

এবার File>Save as এ ক্লিক করুন।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত *** ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া অসম পোস্ট ধন্যবাদ ।

ধন্যবাদ @ নিউ আইটি ওয়ার্ল্ড

Level 0

vai darun likhesen.vai ami techtune a akdum new.ami post korle ta lekha ase apner tune ti khosra hisebe songrokkhito holo.keno amn hoi bolte perben ki ?

    Level New

    @SOPNOCHURA: niche dekhun ki karone khosra hoyese. apni emon kono word bebohar koresen jeta published permission nai.

ধন্যবাদ @ SOPNOCHURA আর আপনে যে সমস্যা পড়ছেন সে সমস্যার কথা বড় টিউনারদের জানান।

Level 0

thanks for very nice tune

Level 0

ami kivabe picture er background change korbo?please help me

নিজের গলা নিজেই কাটলেন 😛

Level 0

THANX MY ALL FRNDS

ভাই হেলমেড তো ভিতরে ই থাকে আর দেখলে বোঝা যায় যে এটা নকল প্লিজ প্লিজ সমাদধান দেন প্লিজ প্লিজ

হাহাহা…… চমৎকার বস !!!

আপনার ইমেল এ্যনিমেশন আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ

দারুন হইছে । Thanks দুরুত আরো কিছু আসা কোরবো। ভাল থাকেন ।

Level 0

চরম টিউন। হেলমেট যেই যায়গায় নাই সেই যায়গায় কাজে লাগানো যাবে।

আমি Photoshop-এর Pen tool-টি একদমিই ব্যবহার করতে পারছি না। মানে যেখানে ব্যবহার করি ওই ছবিই কেটে ফেলি। এর ব্যবহারটা যদি বলেদিতেন……..

ভাই আপনার ফেসবুক আইডি টা দিন।

nice post bt হেমলেট টা সো করানো জায়না

ho vai vala lagce….