আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে নিজের গলা কেটে অন্য এক ছবিতে লাগাতে হয়। চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর আপনি যে ছবিটার গলা কাটতে এবং যে ছবির যে ছবির উপর গলা কেটে বসাতে চান ছবিগুলো ওপেন করুন । এখানে আমি আমার ছবি ও একজন খেলোয়াড় এর ছবি ওপেন করলাম,
তারপর টুলবার থেকে Elliptical Marque Tool সিলেক্ট করুন...
এবার Elliptical Marque Tool টুল দ্বারা যে ছবির গলা কাটতে চান সে ছবির গলার উপর সিলেকশন করুন, সিলেকশনের আগে Elliptical Marque Tool এর উপরে অপশন বার থেকে Feather- এর মান 15 করে নিতে হবে, না পারলে নিচের ছবিটা দেখুন...
এখন যে ছবিটাকে Elliptical Marque Tool টুলস দিয়ে সিলেকশন করেছিলাম সেই ছবিটা Move Tools এর মাধ্যমে Ctrl চেপে ধরে যে ছবিটার উপর বসাতে চান সে ছবির ছেড়ে দিন। অথবা Copy> Paste এর মাধ্যমে কাজটা করা যাবে।
যখন ছবিটা অন্য ছবির উপর ছেড়ে দিবেন তখন উপরের ছবির মত দেখা যাবে।
এখন গলাকাটা ছবিটাকে ট্রান্সফম করতে হলে Edit> Free Transform > করতে হবে।।
এর মাধ্যমে আপনি ছবিটা ডানে-বামে এবং ছোট বড় করতে পারেন। প্রয়োজন মতো ঠিক করতে পারবেন ।
নিচে দেখুন কত সুন্দর হয়েছে,
এবার File>Save as এ ক্লিক করুন।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত *** ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাইয়া অসম পোস্ট ধন্যবাদ ।