গ্রাফিক্স ডিজাইন শিখার সঠিক গাইডলাইন

প্রকাশিত
জোসস করেছেন

আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান।

তবে ইউটিউব থেকে শিখা ধৈর্যের ব্যাপার।

কারণ কেহই আপনাকে সঠিক গাইডলাইন দেখিয়ে গন্তব্যে পৌঁছে দিবে না। তাঁর কারণ হলো কেহই আপনার কাছে বিক্রি হয়নি। মনচাইলে কিছু শিখাবে এর পর মাজপথে টিউটোরিয়াল স্টপ করে উধাও হয়ে যাবে।

যাঁরা সঠিক পথে কাজ শিখতে চান তাঁরা পড়ুন শেষ পর্যন্ত।

আজকে আমার মনে হলো কিছু টিপচ দিই,
অনেকে এটা হাস্যকর নিতে পারে। আমার কিছু যায় আসে না। আমি সাজেশন দিবার দিলাম।

আজ মহিমান্বিত শবেই বরাত।

নামাজ এর ফাঁকে মনে হলো গ্রুপটিতে কিছু লিখি।

আমি যখন কাজ শিখছি তখন আমার কাজ শিখার জন্য শিক্ষক ছিল ৩জন। ২জন খুব হিংসা করতো তবে ১জনের কাছথেকে কিছু শিখলাম, বাকিটা নিজে থেকে শিখি।

আমি সর্বপ্রথম সব গুলা টুলস নিয়ে আলাদা করে নোট তৈরি করি, যেমন টা এক কাপ চা বানাতে কি কি লাগে বা দুধ কখন চায়ে মিশাতে হয়, এ টাইপের।

আপনাদের সময় নস্ট করছি কি না জানি না।

তবে এটাই সবথেকে ভালো টিপচ এর আগে হয়তো কেহই দেয় নি।

ইলেস্ট্রেটরের সব গুলা টুলস আলাদা করে নাম লিখুন এর পর ইউটিউবে সার্স করুন, এই টুলস দিয়ে কি হয়। যেমন: pen tools whats is this bangla tutorial এমন টাইপের কিছু কি ওয়ার্ড লিখুন।

পেন টুলের কি কাজ এভাবে লিখুন, একটা টুলস এর কাজ শিখতে ৫টা ভিডিও দেখুন ৫টা ভিডিও তে ৫ধরনের ম্যাজিক থাকবে যা আপনাকে দ্রুত কাজ শিখতে সাহায্য করবে।

আমার লেখাটি কারো উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যান।

http://www.youtube.com/c/jahidmeazi

Level 2

আমি জাহিদ মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস