বাংলাদেশ বিমান-বাহিনির জন্য লোগো ডিজাইন করো অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।(গ্রাফিক্স ডিজাইন শিখুন)

প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্দুরা

আশা করছি ভালো আছেন

আজ আমি লোগো  নিয়ে কথা বলবো।লগো ডিজাইন করতে আগে কিছু পরিকল্পনা করে এগোতে হয়,প্রথমে ভাবতে হবে লোগো টি কোন উদ্দেশ্যে বানাবেন।লগো টি কোন কাজে ব্যবহার করা হবে।

আজ আমি বিমান বাহিনির জন্য লোগো ডিজাইন কিভাবে করতে হয় তা আপনাদের কে  বলবো এবং দেখাবো।

ডিজাইন টি বিস্তারিত বালার আগে তার একটি ভিডিও দেখেনিন,তাহলে আপনার জন্য সহজ হবে

goo.gl/Wa1Eej

এই লিঙ্ক টিতে ক্লিক করে ভিডিও টি দেখে নিন।

গ্রাফিক্স ডিজাইন এর একটি পার্ট হচ্ছে লগো ডিজাইন করা।যারা লোগো ডিজাইন তৈরি করতে পারেন তারা লোকাল মার্কেট এবং অনলাইন মার্কেটে কাজ করতে পারবেন সহজে।অনলাইন মার্কেটে যারা কাজ করতে চান তারা শুধু লোগো ডিজাইন দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন।

আজ আমি এই লোগো টি নিয়ে বিস্তারিত লিখলাম না।যদি ভিডিও টি দেখে না বোঝেন তাহলে আমকে টিউমেন্টে জানাবেন।

আশা করি ভিডিও টি দেখে আপনি লগো ডিজাইন করতে পারবেন সহজে।এবং যে কোন ধরনের দেয়াল লগো ডিজাইন করতে আপনি আগে এই নিয়ম গুলো অনুসরন করলে আমার মনে হয় আপনি লগো ডিজাইন করতে পারবেন।

আরেকটি কথা বলি প্লিজ আমার ইউটিউব চানেল টা সাবস্ক্রাইব করবেন।এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরো বেশি বেশি টপিক্স অথবা ভিডিও  আপনাদের সামনে নিয়ে আসতে পারিআমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে (design studio 4 online). এই চ্যানেলের আরো শিখতে পারবেন,ভিজিটিং কার্ড,লগো ডিজাইন,ফেইসবুক কভার ফটো,ওয়েভ বেনার,ফ্লায়ার, বেনার,ক্যালেন্ডার,এবং নতুন্দের জন্য ফটোশপ  টিউটরিয়াল।

আশা করি আপনারা লোগো ডিজাইন কিছুটা হলেও  বুঝতে পেরেছেন।ভুল হলে টিউমেন্ট করে জানাবেন।কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে।এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন।দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল টপিক্স আপনাদের কে দিতে পারি

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস