ডিজাইনার হতে হলে শিখতে হবে [পর্ব-০৭] :: গ্রাফিক্স ডিজাইন শিখার জন্য Adobe Illustrator এর ৭ টি বাংলা ভিডিও টিউটোরিয়াল!

ডিজাইনার হতে হলে শিখতে হবে

আসসালামু আলাইকুমকেমআসসালামু আলাইকুমকেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেনআমিও আল্লাহর রহমতে ভালই আছি


প্রথমে ধন্যবাদ জানাই আমার টিউগুলো কে চেইন টিউন এর অন্তভুক্ত করার জন্য!
গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম Adobe Illustrator 10 ৭টি ভিডিও টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল শিখতে আপনাদের কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট এ জানাবেন, আর ভিডিও টিউটোরিয়াল এর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব Text এবং Image আকারে টিউন, আপনাদের টিউমেন্ট এর উপর ভিত্তি করে চেষ্টা করব টিউন করতে! সবাই পাশে থাকবেন!

তাহলে আর দেরি কেনো এক এক করে শিখে নিই টিউটোরিয়াল গুলো! খুব সহজ ভাষায় আপনাদের বুঝাতে চেষ্টা করেছি!
১। Adobe Illustrator 10 ওপেন করতে সমস্যা হচ্ছে এবং বাংলা লিখতে সমস্যা হচ্ছে নিয়ে নিন সমাধান!

২। Adobe Illustrator এর কাজের এবং মজার টিপস (জেনে রাখুন)

৩। ছবির জায়গা ছবি থাকবে কিন্তু অন্য ছবি দ্বারা ছবি চেঞ্জ হয়ে যাবে!

৪। Illustrator এ তৈরি করুন রবির Logo

৫। তৈরি করুন Windows Media Player এর আইকন!

৬। Illustrator দিয়ে তৈরি করুন শাপলা ফুল (ভুলেও কেউ ছিড়েবে না এই ভুল!)

৭। illustrator দিয়ে লেখার মধ্যে দিয়ে দিন মাল্টিকালার ইফেক্ট

ইনশাআল্লাহ Adobe Illustrator 10 এর উপর আরো অনেক গুলো টিউটোরিয়াল পাবেন সে পর্যন্ত অপেক্ষা করুন!
Adobe Illustrator 10 এর আরো বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন
আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Subscribed করতে ভুলবেন না।
তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ!
ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।