প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ফটোশপের মত এডোবি ইলাস্ট্রেরে রয়েছে বিভিন্ন প্যালেট আর এই প্যালেট গুলো ব্যবহার করা হয় ডিজাইনের কাজে তাই সেইরকম একটি প্যালেট হল Pathfinder প্যালেট আজ শিখব এই প্যালেট দিয়ে ডিজাইন,
প্রথমে চাঁদ আঁকব সেজন্য Tool বক্স থেকে Oval টুলটি সিলেক্ট করে SHIFT ধরে নিচের মত আঁকুন।
তারপর কালার বক্স থেকে কালার সিলেক্ট করে নিচের মত দিয়ে দিন।
আমরা আরেকটি Oval আঁকব আমাদের ফিল করা বক্স এর উপর নিচের মত করে। অথবা কপি পেস্ট করে সহজ ভাবে করতে পারেন কাজ টি।
এখন টুল্বার থেকে সিলেকশন টুল সিলেক্ট করে শেপ গুলো সিলেক্ট করুন।
এবার Pathfinder প্যালেট থেকে নিচের আইকনে ক্লিক করুন আর দেখুন ঈদের চাঁদের মত দেখতে একটি চাঁদ হয়ে গেল।
এখন আমরা চাঁদের চারপাশে Star শেপ দিব সেজন্য টুলবার থেকে নিচের মত করে কাজ করুন আরেকটি কথা না বললে নয় এই এই Star শেপটি মাউস দিয়ে সিলেক্ট করে কি-বোর্ড থেকে Arrow key এর মধ্যে থেকে Up-Down এইদুটি কি প্রেস করুন আর দেখুন Star শেপটি কেমন হয়। এভাবে আপনার মনের মত করে নিবেন।
এবার আমরা টাইপ টুল সিলেক্ট করে ঈদের চাঁদ লেখাটি লিখে নিচের মত সেপ নিয়ে কাজ করব।
এভাবে আপনি অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, শুধু একটু মেধা খাটিয়ে।
এখন আমরা আমাদের ডিজাইন কে বক্স এর মধ্যে দিয়ে দিব সেজন্য টুলবার থেকে Rectangular টুল সিলেক্ট করে নিচের মত আঁকুন।
এখানে কিন্তু খেয়াল করুন, আমাদের ডিজাইন গুলো দেখা যাচ্ছে না, ডিজাইন গুলো দেখতে নিচের পদ্ধতি অনুসরন করুন। অথবা কি-বোর্ড থেকে CTRL+SHIFT চেপে ধরে { প্রেস করুন তাহলে ডিজাইন টি দেখা যাবে। যা আমরা ফটোসপে ভাল করে শিখেছি।
এবার দেখুন কেমন হল সাধারন ডিজাইন টি। আপনি আরো চেষ্টা করলে এই সাধারন ডিজাইনটি অসাধারন ডিজাইনে করতে পারবেন শুধু একটু চেষ্টা করে।
আজ এই পর্যন্ত সামনে আরো সুন্দর সুন্দর ডিজাইন এর টিউন এর পাবেন ইনশাআল্লাহ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।