আশাকরি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা বিভিন্ন ওয়েব দেখতে পাই যে কি সুন্দর করে কিছু ফ্লাশ ফাইল বিশেষ করে প্রথম আলো ওয়েব সাইট অনেক গুলো ফ্লাশ ফাইল দেওয়া। এবার আপনি ও পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ ফাইল তৈরি করতে। সফটওয়ার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
প্রথমে ডাউনলোড করা ফ্লাশ সফটওয়ারটি চালু করুন।
এবার Main অপশন থেকে Background বাটনে ক্লিক করে আপনার পছন্দমত ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট হবার পর এবার Background Effect এ ক্লিক করে একটি ব্রাকগ্রাউন্ড ইফেক্ট সিলেক্ট করুন।
এবার কোন লেখা লিখতে হলে Text Effect বাটনে ক্লিক করুন।
উপরের MS. Word থেকে লেখা কপি করে পেষ্ট করায় লেখা ইংরেজী ফন্ট দেখা যাচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করতে নিচের নিয়ম অনুসরণ করুন।
এবার সবশেষ Publish বাটনে ক্লিক।
এবার আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফ্লাশ এনিমেশন।
বিঃদ্রঃ সবাইকে ২০০ তম টিউনের অগ্রিম শুভেচ্ছা আর কিছু দিন পর আমার ২০০ তম টিউন পূরিপূর্ন হবে।
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
BOSS… .. APNER TUNE GULA DAUN HOY….. FLASH A TO Z SOBGULA TUNE CHAI….