Bangla Premer Kobita কার না ভালো লাগে বলুন? বাঙালি মাত্রেই প্রেমের কবিতার পাগল। এই জন্যই হয়তো যে কোন বইমেলায় গেলে দেখা যায়, হটকেকের মতো প্রেমের কবিতার বইগুলি বিক্রি হয়ে যায়। তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি। সেরা কিছু বাংলা প্রেমের কবিতা.

আরও পড়ুনঃ ভালোবাসার ছন্দ
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা
 
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে.!
 
যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না! কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে! আর কষ্ট পাবেন আপনি।
কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। কারন, এ ভালোবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারীরিক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না। কিছু অশ্রু বিন্দু থাকে, যা কেউ কখনো মুছতে আসে না। আর সবার অজান্তে আড়ালে একা যেখানে একজনই রানী/রাজা।
 
কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।
 
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো. হয় না কখনো মলিন. হয় না ধূসর কিংবা বর্নহীন. যা শুধু রংধনুর রঙে রঙিন. হোক না সেটা এপার কিংবা ওপারের. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
 
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
 
যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে! সেটাই হল প্রকৃত ভালবাসা!
 

আশাকরি এই ছন্দগুলো আপনাদের ভালো লেগেছে।

আরও দেখুন : অহংকার নিয়ে উক্তি

Level 2

আমি নুর নবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Visit : https://zaihok.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস