আশাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভাল আছিই।
তো যাদের ইছ্ছে আচে এই এয়ারড্রপে সময় দেওয়ার তারা নিচের স্টেপ গুলো ফলো করুন। এট ফাস্ট এই লিংক এ চলে যান
https://join.hxro.io/beta?kid=YMEQ9
তারপর ইমেইল দিয়ে সাবমিট করুন বেশ কাজ শেষরে
তো এই টিউন টি তাদের জন্য যারা আয় করতে চায়। আজকে এমন একটি টোকেন নিয়ে কথা বলবো যেটি কয়েনমার্কেটক্যাপ এ লিস্টেট এবং আমি পেমেন্ট পেয়েছি। জানুয়ারি মাসে এই এয়ারড্রপে জয়েন করেছিলাম শেষ এরপর এপ্রিল এর 16 তারিখে ঐ ক্যামপেইন এর সবাই পেমেন্ট পেয়েছে। তাই ভাবলাম আপনাদের একটি এলার্ন দিয়ে রাখি যাই হোক বন্ধু এই কয়েন টি যে কয়েনমার্কেট ক্যাপ এ লিস্টেট তার প্রমান কি? নিচে কয়েনমার্কেটক্যাপ এর লিংক দিলাম দেখে নিন।
https://coinmarketcap.com/currencies/hxro/
তো যাই হোক এবার আমি যে পেমেন্ট পাইছি তার প্রমান কি?একদম সরাসরি পেমেন্ট প্রুভ দেখালাম ট্রিকবিডিতে এই টিউন লিখা অবস্থায়। এর পরেও যারা বলবেন যে এইটা আরেক জনের প্রুভ তাদের কাছে আমার কিছু বলার নেই।
এখন আরেকটি প্রশ্ন আসতে পারে, আমি যে ইথারওয়ালেট এ পেমেন্ট টা নিছি তার প্রমান কি?
আমার ওয়ালেট এ লাইভ প্রমান দেখুন
https://ethplorer.io/address/0xebeb75f318020c6a8b109900b8a110945d8f149a?from=search
েএর পরেও যারা অবিশ্বাস করবেন তাদের জন্য ৮ ডলার মিস করবেন। এখন আপনাদের সাথে গল্প করি কিভাবে আমি টোকেন টি পেলাম। আগেই একটি কথা বলি, এই পর্যন্ত টিউন পরে যাদের এটি মনে হচ্ছে ফেইক টিউন তারা এই মুহূর্তে টিউন পরা বাদ দিয়ে চলে যান। আর যারা আছেন আমার সাথে তারা পরতে থাকুন।
HXRO এর এয়ারড্রপে আমি জয়েন করেছিলাম। জানুয়ারি মাসে করেছিলাম তো যাই হোক এপ্রিলের 16 তারিখে পেমেন্ট টা পাই আমাকে মেইল করে জানিয়ে দেয় এইএক্সআরও কতৃপক্ষ। তারপর আমাকে একটা রেজিস্টার লিংক দেয় তারা আমি সেখানে রেজিস্টার করে দেখলাম আমার ওয়ালেট এ ১০০ টোকেন দিয়ে দিয়েছে তারা।
ঠিক মেইলটি ছিলো নিচের মত
এরপর আর কি? আমি তো বুঝতেই পারলাম আমার কিসমত খুলে গেছে ….!
এরপর আমি ওদের সাইটে ট্রেডিং গেম এ বোনাস পয়েন্ট গুলো শেষ করে টোকেন গুলো উথদ্রো করে নেই। যাই সেসব পরে বলবো কারন এখন আপনি এই এয়ারড্রপে জয়েন করলে সাথে সাথেই এমন পাবেন বিষয়টি তা নয় এখন আপনাকে ওদের ওয়েটলিষ্ট এ থাকতে হবে ওরা আবার যেদিন পেমেন্ট করবে সেদিন আপনিও পাবেন আমিও পাবো আপনার মেইলে নোটিফাই চলে যাবে।
তো যাদের ইছ্ছে আচে এই এয়ারড্রপে সময় দেওয়ার তারা নিচের স্টেপ গুলো ফলো করুন। এট ফাস্ট এই লিংক এ চলে যান
https://join.hxro.io/beta?kid=YMEQ9
তারপর ইমেইল দিয়ে সাবমিট করুন বেশ কাজ শেষরফারেল লিংক ছাড়া এই সাইটে ঢুকবেই না চাইলে দেখতে পারেন এই জন্য আমি রেফারেল লিংক ই দিলাম। এরপর নিচের মত ইন্টারফেস আসবে। এখানে আপনার ইমেইল এড্রেস টি দিয়ে যাস্ট Join The Watilist এ ক্লিক করুন এরপর একটি রিক্যাপচা আসবে সেটি ফিলাপ করুন। এর পরে উপরের মত েইন্টারফেস আসবে স্ক্রিনশর্ট েএ লাল রং দিয়ে যেটি দেখবেন এটি আপনার ব্যালান্স প্রতি ১০০ টোকেন এর দাম ৮ ডলার আপনি রেফারেল না করলে শুধু ৮ ডলারই পাবেন।
এরপর নীল কালার যেটি দেখছেন ঐ টা সব মেম্বারদের ভিতরে আপনার পজিশন কত নাম্বার সেটি পাবেন দেখতে।
এরপর টিয়া কালার যেটি সেটি হল টোটাল কত মেম্বার সেটি দেখতে পারবেন।
বেগুনী কালার যেটি দেখছেন ঐটা হল আপনার রেফারেল লিংক। ঐটা থেকে যদি কেও ওয়েটলিষ্ট েএ থাকে তাহলে আপনিও ১০০ টোকেন পাবেন।
যাই হোক বন্ধুগন আপাতত এই টুকুই কাজ কিছুদিন পর আপনার মেইলে মেইল ভেরিফাই মেসেজ যাবে ঐটা ভেরিফাই মি ক্লিক করে দিবেন।
ঠিক এইরকম। যা্ি িহোক আপাদত এভাবে ওয়েটলিষ্ট এ থাকুন আবার ওরা যেদিন টোকেন দিবে রাউন্ড শেষ হলে সেদিন পাবেন আপনার মেইলে ওদের নেটিফাই। কেও যদি প্রতিদিন মেইল চেক না করতে পারেন তাহলে আমাকে ফেসবুকে বলে রাখুন তাহলে আমি আপনাকে ফেসবুকে বলে দিবো যেদিন আমি আবার পেমেন্ট পাবো, সেদিন আপনার মেইল চেক করে দেখবেন ওদের মেইল আসছে পেমেন্ট এর।
http://m.facebook.com/SoiodMafiUddin
আমি সৈয়দ মাফি উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।