আমি After Effect এক্সপার্ট না প্রথমে বলে নেই এবং অনেক জানি সেটাও না তবে একজন নতুন এর জন্য আশা করি নিরাশা জনক হবে না।
কে কে আফটার ইফেক্ট শিখতে চান ?
আমার একটা প্ল্যান আছে আর সেটা হোল আমি নিজে আফটার ইফেক্ট শিখছি। এবং একটা কোর্স এ জয়েন হয়েছি যার কোর্স ফী অনেক । তাই আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকে যে আফটার ইফেক্ট শিখতে আগ্রহি। কিন্তু ১৫ বা ২০ হাজার দিয়ে এখন শিখতে পারবেন না এমন কয়েক জন আমার সাথে অ্যাড হতে পারেন।
এর জন্য কি করতে হবে আপনাকে ?
জয়েন হোন আমার ফেসবুক এর সাথে এবং আলোচনা করুন আপনি কি চাচ্ছেন এবং আমার প্ল্যান কি।
এতে আপনাদের লাভ কি হবে ?
১। আপনাকে ২০ হাজার বা এর বেশি দিয়ে কোর্স করতে হচ্ছে না।
২। আমি প্রথমে ব্যাসিক দেখাবো এবং এতে আপনারা প্রোজেক্ট করতে পারবেন।
৩। আফটার ইফেক্ট ব্যবহার করে ইউটিউব এ কাজ করতে পারবেন।
৪। আফটার ইফেক্ট দিয়ে ইমেজ স্লাইড বানাতে পারবেন যা অন্যদের চাইতে আলাদা হবে অবশ্যই।
৫। নিজের ইন্ট্র নিজে বানাতে পারবেন।
৬। নিজের ভিডিও এর নিছে লোয়ার থার্ড নিজেই বানাতে পারবেন যেমন চান।
৭। নিজের ইউটিউব চ্যানেল এর লোগো কে নিজেই অ্যানিমেশন করতে পারবেন।
৮। ছোট খাটো অনেক কাজ করতে পারবেন।
৯। নিজের খেলা গেমস, নিজের করা ভিডিও তে ইফেক্ট দিয়ে নতুন মাত্রা দিতে পারবেন নিজের কাজকে।
১০। এমন আরও অনেক অনেক কাজ করতে পারবেন আফটার ইফেক্ট দিয়ে।
তাই যারা আগ্রহি এবং শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো সুন্দর ভাবে সব শেখাতে।
সবার মঙ্গল কামনা করে আমার টিউন এর ইতি টানছি আল্লাহ্ হাফিয
আমাকে পাবেন ফেসবুক এ
জয়েন করুন ফেসবুক গ্রুপ এ
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...