সবাকে আমার নমস্কার, সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন।কাজের ব্যস্থাতার করনে টিউন করতে পারছি না। আমার ইচ্ছা নিয়মিত টিউন করা। বন্ধুরা আজকের আলোচনার বিষয় ভিডিও এ্যডিটিং নিয়ে।যারা ভিডিও অ্যাডিটিং করতে ভালবাসেন তারা এই ভিডওটি দেখবেন। আজ আমি আমার এডিটিং করা একটি ভিডিও শেয়ার করব। আমি অ্যাডোবি অাফ্টার ইঢেক্টস সি. এস 6 দিয়ে কাজ করি VXF প্রেমিরা কোথায় শারা দিন। আমার এই ভিডিওটি দেখলে নুতনদের কাজ করার আগ্রহ বারবে। ইচ্ছে হবে ভিডিও নিয়ে কাজ করার। আমাদের দেশে তেমন ভাল এ্যডিটর না থায়কায় ইরেজি ভুতের মুভিতে যে ধরনের VXF ব্যবহার করা হয় েসেগুলো কিন্তু আমাদের দেশের মুভিতে তেমন দেথা য়ায় না বললেই চরে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন ভিযিওটি দেখুন ভয় পেয়ে যাবেন। অবষ্য যাদের হার্ড দূবল তারা দেখবেন না। চাইলে আপনি ও তৈরী করতে পারেন এই রকম ভিডিও। দরকর একটি ভাল মানের ক্যামেরা। কম্পিউটার বা লেপটব েএবং কাজ করা প্রচন্ড আগ্রহ। বন্ধুরা আজ আর বেশি কিছু লিখবনা সবাই ভাল থাকবেন। আমাকে কিছু বলতে চাইলে ফেসবুকে বলুন। ভাল বা খারাপ লাগলে অবষ্যই টিউমেন্ট বক্সে যানাবেন। ধণ্যবাদ সবাই কে।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
ভূত টা অনেক সুন্দর।