দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার After Effects এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে একটি টিউনে আমার করা নতুন একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং কথা দিয়েছিলাম আপনাদের আগ্রহ থাকলে ভিডিও এর ইফেক্ট শট নিয়ে একটু টিউটোরিয়াল করবো। সেই টিউনে আপনাদের প্রবল আগ্রহ এবং উৎসাহ দেখে সেদিনই আসলে টিউটোরিয়ালটা করার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু মাঝে ঠাণ্ডা-জ্বর এর কারনে বেশ অনেকদিন অসুস্থ ছিলাম, জ্বর কমে গেলেও আসলে ঠাণ্ডা আর কাশির কারনে চাইলেও আসলে টিউটোরিয়ালটা করা সম্ভব হচ্ছিল না। তবে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় পুরোপুরি সুস্থ হয়েছি এবং টিউটোরিয়ালটিও বানিয়ে ফেললাম। যাই হক আর কথা বাড়াবো না, এমনিতেই টিউটোরিয়ালটির দৈর্ঘ্য আমার আগের যে কোনো টিউটোরিয়াল থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। আসলে আমি চেষ্টা করেছি আমি নিজে ঠিক যেভাবে ভিডিওতে ইফেক্ট এর কাজ করেছি টিউটোরিয়ালেও ঠিক সেভাবেই পুরো ব্যাপারটি তুলে ধরতে এবং এই কারনেই আপনাদের বুঝার সুবিধার জন্যে প্রত্যেকটা ছোট ছোট ডিটেইলস(ভিডিওর রিয়েলিস্টিক লুকের জন্যে যেগুলা খুবিই গুরুত্বপূর্ণ) নিয়ে আলোচনা করেছি। তাই আশা করবো দৈর্ঘ্যে কিছুটা বড় হলেও আপনারা আগ্রহ নিয়েই টিউটোরিয়ালটি দেখবেন এবং আশা করি দেখে হতাশ হবেন না।
তবে যারা এখনও আমার VFX ভিডিওটি দেখেননি তারা ১ মিনিট সময় ব্যয় করে একবার ভিডিওটি দেখে নিন। আশা করি ভালো লাগবে এবং টিউটোরিয়ালটির ব্যাপারেও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এবার তাহলে টিউটোরিয়ালটি দেখতে বসে যান
টিউটোরিয়ালের ব্যাপারে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ, ভবিষ্যতে এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি সে জন্যে সবাই দোয়া করবেন।
এরকম আরও ভিডিও এবং টিউটোরিয়াল এর জন্যে সাবস্ক্রাইব করতে পারেন আমার YouTube চ্যানেলে এবং লাইক দিতে পারেন ফেসবুক পেজে।
YouTube: https://www.youtube.com/user/badhon92
Facebook Page: https://www.facebook.com/AnExceptionalFilm
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউটোরিয়াল গুলো অনেক সুন্দর, আমার অনেক ভাল লেগেছে, চালিয়ে যান বস, সাথে আছি।