আর নয় এদিক-সেদিক খুঁজা-খুঁজি এবার নিজেই তৈরী করুন যে কোন সফ্টওয়ারের পোর্টেবলভার্সন। আপনিও হোন যে কোন সফ্টওয়ারের ভার্চুয়াল মেকার।

বেশী কথা না বলে এবার মূল কথায় আসি। আজ আমি আপনাদেরকে একটি ছোট কিন্তু অনেক বড় কাজের হাতিয়ার-এর সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে ‘


‘CAMEYO”-যার দ্বারা আপনি যে কোন সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন তৈরী করতে পারবেন খুব সহজে। আর এটি নিজেও একটি পোর্টেবল তাই ইন্সটলের কোন ঝামেলা নেই। তাই পোস্টের শেষে আমার দেয়া লিংক হতে ডাউনলোড করে নিন।

আমি এই ধরনের যত গুলো সফ্টওয়ার ব্যবহার করেছি তার মধ্যে অবশ্যই এটি অন্যতম। এর ইন্টারফেস বেশ আকর্ষনিয় ও ব্যবহার খুবই সহজ। যে কোন নতুন ব্যবহারকরী এটা এক বার দেখেই ব্যবহার করতে পারবে। আমরা অনেকেই আছি যারা পোর্টেবল সফ্টওয়ার ব্যবহার করতে ভালবাসি, কারন এটা পিসির জায়গা অযথা দখল করেনা এমনকি সিস্টেম স্লো করেনা। কিন্তু সমস্যা হচ্ছে যে কোন সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন অনেক খুজাঁ-খুজিঁ করেও পাওয়া যায়না কিংবা থাকেনা। তাই আপনার আমার এই সমস্যার কথা চিন্তা করে ”CAMEYO”করে দিল  এর সহজ সমাধান।

ব্যবহার বিধি :

প্রথমে আমার দেয়া লিংক হতে ”CAMEYO” ডাউনলোড করে এটি ওপেন করুন(যেহেতো পোর্টেবল তাই ইন্সটলের প্রয়োজন নেই)। এবার নিচের মত চিত্র আসবে-

এবার লাল চিন্হিত Studio তে ক্লিক করে Capture app Locally তে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো ওপেন হবে-

এখানে অল্প কিছুক্ষন সময় নিবে কারন এটি আপনার সিস্টেমের যাবতীয় ইন্সটল কৃত সকল সফ্টওয়ারের একটি স্নেপশট নিবে। (এখানে উল্লেখ্য আপনি যে সফ্টওয়ারটির পোর্টেবল করতে চান তা আগে থেকে ইন্সটল করা থাকলে হবে না। উক্ত স্নেপশট নেয়ার পর তা ইন্সটল করবেন)। স্নেপশট শেষ হলে নিচের মত আর একটি উইন্ডো ওপেন হবে-

এখন আপনি আপনার সফ্টওয়ারটি (যেটি পোর্টেবল করবেন) ইন্সটল করুন। রিস্টাট চাইলে করুন কোন চিন্তা নেই, ”CAMEYO”অটোমেটিক চালু হবে। আার যদি রিস্টাট না চায় তবে প্রয়োজন নেই। অধিকাংশ সফ্টওয়ার রিস্টাট চায় না। আপনার সফ্টওয়ারটি ইন্সটল হলে “Install done”-এ ক্লিক করুন। এবার নিচের মত একটি চিত্র আসবে-

এবার আপনার সফ্টওয়ারটি ইন্সটল করার পরে আপনার সিস্টেমর একটি স্নেপশট নিবে। অল্প কিছুক্ষনের মধ্যে স্নেপশট শেষ হয়ে নিচের মত একটি “Successful” বার্তা আসব-

আপনার কাজ শেষ- এখানে OK বাটন প্রেস করুন। বেস তৈরী হয়ে গেল আপনার সফ্টওয়ারের পোর্টেবল ভার্সন। এবার পূর্বে আপনার ইন্সটলকৃত সফ্টওয়ারটি আনইন্সটল করে দিতে পারেন। আপনার তৈরীকৃত পোর্টেবল সফ্টওয়ারটি পাবেন C:/Documents/Cameyo apps এর ভিতরে। এবার ইচ্ছে করলে ওখান থেকে কপি করে আপনার ডেস্কটপে রেখে দিতে পারবেন।

 ”CAMEYO” ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

প্রযুক্তি বিষয়ক আরো মজার মজার পোষ্ট পড়তে এখানে ভিজিট করুন

Level 0

আমি মেরিনা ডেনিশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

CAMEYO< এটা ডাউনলোড করতে পারলাম নাহ, খুব এ কাজের, এটা আমার দরকার, দয়া করে ভাল কোন জাগাই আপলোড দিবেন,

    Level 2

    মি.মেরিনা ডেনিশ,আপনিতো একেবারে পুকুর চুরি করলেন ভাই।এভাবে অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দিলেন।আপনি জানেনকি গত 26 June, 2013 on 1:40 am আমি এই বিষয়টি নিয়ে টিউন করে ছিলাম যা আপনি টাইটেল সহ সম্পুর্ন পোষ্টি হুবুহু কপি পেষ্ট করে নিজের নামে চালিয়ে দিলেন । আপনার এই ধরনের কাজ খুবই লজ্জাজনক এবং টেকটিউন্স এর নীতিমালার সম্পুর্ন পরিপন্থি। নিজে কিছু জানেননা তা ঠিক আছে তাই বলে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে আপনি মুর্খতার পরিচয় দিলেন।ভবিষ্যতে আশা করি এ বিষয়ে মনোযোগী হবেন।চুরি করে নিজেকে জ্ঞানী না ভেবে নিজে কিছু শিখে তারপর পোষ্ট করুন। আশা করি টেকটিউন্স কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।আমার পোষ্টের লিংক হল :https://www.techtunes.io/download/tune-id/218176

Level 0

পোষ্টের ডাউনলোড লিংক পরিবর্তন করা হয়েছে। এখন ডাউনলোড করতে পারবেন।

আপনার মত ছাগল আমি জীবনে দেখি নাই সরাসরি link দিতে না পারলে পোস্ট করতে আইসেন না। প্রথমে google docs তারপরে নিজের blog এর লিঙ্ক এরপর adf.ly এর লিঙ্ক এরপরে mediafire এর লিঙ্ক । টিটি টাকে কি আপনার বাপের সম্পত্তি পাইছেন যা ইচ্ছা তাই করবেন।

    @shialpondit: আপনাদের মত কিছু লোকদের জন্য টিটির নাম দিন দিন খারাপ হইতেছে /

bro, thnq er maddhome ki sob type er software e portable kora soomvob even antivirus o? ar portable krle ki sob feture pawa jai

Level 2

মি.মেরিনা ডেনিশ,আপনিতো একেবারে পুকুর চুরি করলেন ভাই।এভাবে অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দিলেন।আপনি জানেনকি গত 26 June, 2013 on 1:40 am আমি এই বিষয়টি নিয়ে টিউন করে ছিলাম যা আপনি টাইটেল সহ সম্পুর্ন পোষ্টি হুবুহু কপি পেষ্ট করে নিজের নামে চালিয়ে দিলেন । আপনার এই ধরনের কাজ খুবই লজ্জাজনক এবং টেকটিউন্স এর নীতিমালার সম্পুর্ন পরিপন্থি। নিজে কিছু জানেননা তা ঠিক আছে তাই বলে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে আপনি মুর্খতার পরিচয় দিলেন।ভবিষ্যতে আশা করি এ বিষয়ে মনোযোগী হবেন।চুরি করে নিজেকে জ্ঞানী না ভেবে নিজে কিছু শিখে তারপর পোষ্ট করুন। আশা করি টেকটিউন্স কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।আমার পোষ্টের লিংক হল :https://www.techtunes.io/download/tune-id/218176

ভাল লাগল