আফটার ইফেক্টস টিউটোরিয়াল [পর্ব-১৫] :: টাইম রিমেপিং

আফটার ইফেক্টস টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। কয়েকদিন বিরতির পর আবারো হাজির হলাম আফটার ইফেক্টস এর টিউটোরিয়াল নিয়ে।

আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা "টাইম রিমেপিং" নামে পরিচিত। তো চলুন আগে জেনে নেই কি এই টাইম রিমেপিং।

টাইম রিমেপিং

টাইম রি-ম্যাপ। বাংলা করলে দাড়ায় "সময় পুনঃ বিনস্তকরন"! কিছু বুঝলেন? না বুঝলে হা হুতাশ দরকার নেই। সহজভাবে বলছি বিষয়টা। সিনেমার একশন দৃশ্যগুলোতে নিশ্চয় খেয়াল করেছেন যে নায়ক কখনও ভিলেনকে দ্রুত গতিতে ধমাধম পেটাচ্ছে আবার কখনও স্লো মোশনে?
কিংবা একদল লোক দৌড়ে যাচ্ছে ,হঠাত্‍ করে দেখলেন দৌড়টা স্লো মোশন হয়ে গেছে কিংবা খুব দ্রুত গতি বেড়ে গেছে।
মূলত কোন ভিডিওর গতি বাড়ানো ও কমানোকেই টাইম রিমেপিং বলে।

তো চলুন দেখে নেই আফটার ইফেক্টসে এ কাজটা কিভাবে করবেন 🙂

বাংলা ভিডিও টিউটোরিয়ালঃ

নিয়মিত আমাদের টিউটোরিয়ালের আপডেট পেতে ভিজিট করুন vfxbd.net  এবং জয়েন করুন আমাদের ফেসবুক ফ্যানপেজে

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস