ইংরেজি ফায়ারওয়ার্কস কে বাংলায় আলোকবাজি, তারাবাজি বলা হয়। বাস্তবেই অনেকেই হয়তো ঈদ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে (বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে) এ জিনিসটা দেখে থাকবেন।
মূলত মাটি থেকে আকাশে উড়ে গিয়ে ছররার মত বিভিন্ন রঙের অনেকগুলো উজ্জ্বল ক্ষুদ্র ইতস্তত অগ্নিকণাকে আমরা আলোকবাজি, তারাবাজি কিংবা ফায়ারওয়ার্কস নামে চিনি। তো চলুন আফটার ইফেক্টস এ এ চমৎকার জিনিসটা কিভাবে তৈরী করা যায় শিখে নেই।
সফটওয়্যারঃ আফটার ইফেক্টস
প্লাগীনঃ Trapcode Particular (ডাউনলোড করে নিন)
দ্বিতীয় অংশঃ
কোন সমস্যা আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন 🙂
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।