আসসালামু আলাইকুম ।
আফটার ইফেক্টস ধারাবাহিক টিউটোরিয়াল এর ১৩তম পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা Expressions নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব Expressions ব্যবহার করে কোন শেপে পজিশন ভিত্তিক রেন্ডম কালার প্রয়োগ করা যায়।
রেন্ডমের বাংলা এলোমেলো বলা যায়। অর্থাৎ কোনকিছুর এলোমেলো উপস্থিতিকে রেন্ডম বলে। যেমন ধরা যাক আপনি শেপ টুলের মাধ্যমে আফটার ইফেক্টসএ একটি বলের শেপ তৈরী করলেন। প্রাথমিকভাবে এর রং দিলেন সাদা। এখন আপনি চাচ্ছেন এনিমেশনের সময় বলটি পরপর ভিন্ন ভিন্ন কালারে দেখাক। এইযে পরপর ভিন্ন ভিন্ন কালারের উপস্থিতি এটাকেই মূলত রেন্ডমাইজ কালার বলে।
নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখলে এসম্পর্কে বিস্তারিত ধারনা পাবেনঃ
যারা নিয়মিত আমাদের টিউটোরিয়াল দেখছেন তাদের আশা করি বুঝতে কোন সমস্যা হবেনা।
নতুন যারা আছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আমাদের টিউটোরিয়ালগুলো সিরিয়াল ভিত্তিক প্রথম থেকে দেখবেন। কেননা এটা একটা কোর্সের মত, প্রতিটা পর্ব প্রতিটা ক্লাস। এক ক্লাস মিস করে অন্য ক্লাসে যোগ দিলে বুঝতে সমস্যা হতে পারে।
কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।