আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক।
আফটার ইফেক্টস ধারাবাহিক টিউটোরিয়াল এর ১২তম পর্বে আপনাদের স্বাগতম। আফটার ইফক্টস এর টিউটোরিয়ালে আজকে একটি মজার বিষয় আলোচনা করব। বিষয়টি এক্সপ্রেসন (Expression) নামে পরিচিত।
আফটার ইফেক্টস এ আমরা মূলত মাউস দিয়ে নারিয়ে কোন অবজেক্ট কে এনিমেট বা নিয়ন্ত্রণ করি। কিন্তু নিখুতভাবে অবজেক্টকে এনিমেট করা মেনুয়্যালি সম্ভব নয়। তাই গাণিতিক নিখুত হিসাবে আফটার ইফেক্টস এর কোন অবজেক্টকে এনিমেট করতে যে প্রক্রিয়া ব্যবহৃত হয় তাঁকে Expressions বলে।
উদাহরণঃ ধরা যাকা আপনি আফটার ইফেক্টস এ একটি ড্রপিং বলের এনিমেশন তৈরী করতে চাচ্ছেন। কিংবা বলটিকে এলোমেলোভাবে এনিমেট করতে চাইছেন। এখন আপনাকে আধঘন্টা ধরে মেনুয়্যালি কি ফ্রেম এড করে মাউস দিয়ে টেনে এনিমেট করতে হবে। তারচেয়ে ভালনা মাত্র কয়েকটা শব্দ লিখে এই কাজটা করলে?
যেমনঃ এলোমেলোভাবে কোন বলের পজিশন এনিমেট করতে চাইলে আপনাকে random(transform.position) লিখলেই চলবে। কিংবা একটি নির্দিষ্ট এরিয়ায় পজিশন পরিবর্তন করতে চাইলে wiggle(1,500) (১ এবং 500 এর স্থানে আপনার ইচ্ছামত স্থানাঙ্ক বসাতে পারবেন) লিখলেই চলবে।
আশা করি টিউটোরিয়ালটা দেখলে এ সম্পর্কে প্রাথমিক ধারনা পেয়ে যাবেন।
কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান। আরো চাই…