আফটার ইফেক্টস টিউটোরিয়াল [পর্ব-১২] :: এক্সপ্রেসন

আফটার ইফেক্টস টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক।

আফটার ইফেক্টস ধারাবাহিক টিউটোরিয়াল এর ১২তম পর্বে আপনাদের স্বাগতম। আফটার ইফক্টস এর টিউটোরিয়ালে আজকে একটি মজার বিষয় আলোচনা করব। বিষয়টি এক্সপ্রেসন (Expression) নামে পরিচিত।

Expressions কী ?

আফটার ইফেক্টস এ আমরা মূলত মাউস দিয়ে নারিয়ে কোন অবজেক্ট কে এনিমেট বা নিয়ন্ত্রণ করি। কিন্তু নিখুতভাবে অবজেক্টকে এনিমেট করা মেনুয়্যালি সম্ভব নয়। তাই গাণিতিক নিখুত হিসাবে আফটার ইফেক্টস এর কোন অবজেক্টকে এনিমেট করতে যে প্রক্রিয়া ব্যবহৃত হয় তাঁকে Expressions বলে।

উদাহরণঃ ধরা যাকা আপনি আফটার ইফেক্টস এ একটি ড্রপিং বলের এনিমেশন তৈরী করতে চাচ্ছেন। কিংবা বলটিকে এলোমেলোভাবে এনিমেট করতে চাইছেন। এখন আপনাকে আধঘন্টা ধরে মেনুয়্যালি কি ফ্রেম এড করে মাউস দিয়ে টেনে এনিমেট করতে হবে। তারচেয়ে ভালনা মাত্র কয়েকটা শব্দ লিখে এই কাজটা করলে?

যেমনঃ এলোমেলোভাবে কোন বলের পজিশন এনিমেট করতে চাইলে আপনাকে random(transform.position) লিখলেই চলবে। কিংবা একটি নির্দিষ্ট এরিয়ায় পজিশন পরিবর্তন করতে চাইলে wiggle(1,500) (১ এবং 500 এর স্থানে আপনার ইচ্ছামত স্থানাঙ্ক বসাতে পারবেন) লিখলেই চলবে।

বিস্তারিত দেখুন ভিডিও টিউটোরিয়ালেঃ

আশা করি টিউটোরিয়ালটা দেখলে এ সম্পর্কে প্রাথমিক ধারনা পেয়ে যাবেন।

কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান। আরো চাই…

ধন্যবাদ

Jabed vai, ami bujte parsi je apni akjon expart. AE sekte amar agroho ase, maje modde ektu chesta kari sekar janno, Asolei vai expression amake ektu jatil mone halo, apnar kase advice cahai je ami kivabe develop karte parbo. apnar tune khube lagse, tutorial gulo ami download deasi abing dektesi. apnar reply kamona karsi.
Reza

    @mdrezaulkarim: খুব একটা কঠিন না ভাই। একটু চেস্টা করলেই পারবেন। এক্সপ্রেসন নিয়ে আমরা একটা ইবুকও তৈরীর কাজ করছি। আশা করি সেটা দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে নতুনদের কাছে। আপডেট পেতে আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে রাখতে পারেন 🙂

    অনেক কালার বলতে আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কিছু(নীল, অথবা সবুজ পর্দা) ব্যবহার হয়নি এমনকিছু বুঝাতে চাইছেন। সেক্ষেত্রে রোটোস্ক্রুপিং নামক প্রযুক্তির মাধ্যমে ব্যকগ্রাউন্ড সরানো যায়। তবে এ প্রযুক্তি অনেক পরিশ্রমের। এভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের প্রচুর সময় ও ধৈর্য লাগবে। আফটার ইফেক্টস এ রোটোটুল এর মাধ্যমে এ কাজটা করা যায়। এটা নিয়েও একটা টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে।

আফটার ইফেক্টস এর ডিভিডি কিনেছি 2টা কিন্তু কিসের মধ্যে ব্যবহার করব বুঝতে পারি না?