আফটার ইফেক্টস টিউটোরিয়াল [পর্ব-১১] :: মাস্কিং এবং শেপিং

আফটার ইফেক্টস টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম।

দেড়িতে হলেও আবার হাজির হলাম আফটার ইফেক্টস ধারাবাহিক টিউটোরিয়াল এর ১১তম পর্বে। আজকের টিউটোরিয়ালে আফটার ইফেক্টস এর মাস্কিং ও শেপিং সম্পর্কে আলোচনা করা হয়েছে।

প্রথমে সংক্ষেপে মাস্কিং এবং শেপিং কি তা জেনে নেই।

  • মাস্কিং: মাস্কিং হচ্ছে কোন লেয়ারের নির্দিষ্ট অংশ রেখে বাকি অংশটুকু মুছে দেয়ার সিস্টেম।
  • শেপিং: শেপিং হচ্ছে কোন লেয়ারের একটি নির্দিষ্ট অংশ ফিল(ভরাট) করে দেয়ার সিস্টেম।

ভিডিও টিউটোরিয়াল দেখুনঃ

আশা করি টিউটোরিয়ালটা দেখলে নতুনরা মাস্কিং এবং শেপিং সম্পর্কে প্রাথমাক ধারনা পেয়ে যাবেন।

কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস