আসসালামু আলাইকুম।
আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অনেক নামেই পরিচিত। যদিও এটি ক্রোমা কি নামেই অধিক পরিচিত তারপরও কেউ কেউ একে গ্রিন স্ক্রিন টেকনোলজি, ব্যাকগ্রাউন্ড ভেনিশিং নামেও ডাকেন।
অনেক আগে যখন বিটিভির পর্দায় জাদুর মাদুরে চরে সিন্দবাদকে আকাশে উড়তে দেখেছেন চোখ বড়বড় করে কিংবা আধুনিক যুগের হলিউডি ছবিতে সুপারম্যানের উড়াউড়ি এসবই গ্রীন স্ক্রীন বা ক্রোমা কী এর জাদু।
মূলত কোন নির্দিষ্ট বস্তুর বাস্বব ব্যাকগ্রাউন্ড সরিয়ে সেখানে অন্যকোন ব্যাকগ্রাউন্ড বসানোর প্রযুক্তিকে ক্রোমা কীইং বলে। তো চলুন দেখে নিই এ চমৎকার কাজজটা আফটার ইফেক্টস দিয়ে কিভাবে করা যায়।
খুব মনযোগ দিয়ে একবার টিউটোরিয়ালটা দেখুন এবার আফটার ইফেক্ট দিয়ে ইফেক্টটা বানাতে চেষ্টা করুন
সফল হলে যে যে কাজগুলো শিখেছেন তা দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। নিজের কাজ সবার সাথে শেয়ার করুন। অন্য কোন ক্লোন করার চেয়ে ইউনিক কোনকিছু করারর চেষ্টা করুন।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো।