সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমার গত টিউনে একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম কয়েকদিনের মধ্যেই একটি টিউটোরিয়াল করবো। টিউটোরিয়ালটি করতে যেয়ে আসলে একটু সমস্যাতেই পরে গিয়েছিলাম। কারন ভিডিওটি টেকটিউনস এ দেয়ার পরে টিউটোরিয়াল করার ব্যাপারে বেশ কিছু অনুরোধ এসেছে। টিউটোরিয়ালটি বানাতে যেয়ে খেয়াল হল যে VFX শট তো কয়েকটা! কোনটা নিয়ে টিউটোরিয়াল করা যায়?
সবাই অনুরোধ করেছে ঠিকই কিন্তু কেউই আমাকে বলেনি কোন অংশটার জন্যে টিউটোরিয়াল চায়। যাই হক, এই ভিডিওতে করা VFX গুলো একটু কঠিন তাই আমি আজকে মোটামুটি সহজ কিন্তু সুন্দর একটি ইফেক্ট নিয়ে টিউটোরিয়ালটি প্রস্তুত করলাম। ইফেক্টটি হচ্ছে জাদুর কাঠি থেকে যেই লাইটেনিং ইফেক্ট বের হয় সেটি। আপনারা যদি এই ভিডিও এর অন্যান্য ইফেক্ট এর উপর টিউটোরিয়াল চান তবে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো করার জন্যে।
যারা মেইন ভিডিওটি দেখেননি তারা টিউটোরিয়ালটি দেখার পূর্বে মেইন ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে।
Harry Potter Wand Duel: Fantasy vs. Reality
টিউটোরিয়াল ভিডিও।
After Effects Tutorial: Harry Potter Lightning Effect
চাইলে এই ভিডিওটিও দেখতে পারেন। এটি VFX করার আগের ও পরের অবস্থার তুলনা মানে VFX comparison ভিডিও।
ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সবাই দোয়া করবেন। আমার আগের ভিডিও ও টিউটোরিয়াল যারা দেখেননি তারা আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওগুলো আসা করি ভালো লাগবে। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজে।
YouTube: https://www.youtube.com/user/badhon92
Facebook Page: https://www.facebook.com/AnExceptionalFilm
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার টিউন। ভাই আডোবি আফটার এফেক্টটী কি শেয়ার করা যাবে প্লীজ।