সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। প্রথমেই একটি ব্যাপার পরিষ্কার করে নেই। অনেকেই হয়তো টিউনটির শিরোনাম দেখে অবাক হচ্ছেন যে পর্ব-৪ কেনো?! প্রথম ৩ পর্ব কোথায়! আসলে আমি আজ থেকে প্রায় ২ বছর পূর্বে টেকটিউনস এ Adobe After Effects নিয়ে ৩টি ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল করেছিলাম। তারপর নানা ঝামেলা সাথে অলসতার কারনে আর করা হয়নি। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর মাঝে অনেকেই অনেকবার নতুন টিউটোরিয়াল এর ব্যাপারে জানতে চেয়েছিল, অনেক অনুরোধও এসেছিলো নতুন আরও কিছু টিউটোরিয়াল বানানোর জন্যে। অনুরোধগুলো পূরণ করতে কিছুটা দেরি করে ফেললাম তাই আরেকবার দুঃখিত। কিন্তু অবশেষে আজকে আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি সম্পর্কে বলার আগে যারা আমার পূর্বের ৩টি টিউটোরিয়াল দেখেননি তাদের জন্যে নিচে লিঙ্ক দেয়া হল-
Adobe After Effects বাংলা ভিডিও টিউটোরিয়াল
আজকের টিউটোরিয়ালটি কিছুটা ভিন্ন রকম। যদিও After Effects দিয়ে প্রধানত ভিডিও এর কাজ করা হয় কিন্তু আমার আজকের টিউটোরিয়ালটিতে আমি মূলত একটি ইমেজ এডিট করবো। তবে After Effects সম্পর্কে আপনাদের মোটামুটি ধারনা থাকলে আপনারা আজকের দেখানো টেকনিকটি ব্যাবহার করে এই একি ইফেক্টটি ভিডিওতেও ব্যাবহার করতে পারবেন।
আমরা আজকে যেই ইমেজটি তৈরি করবো তা আগে একবার দেখে নেই।
আমি কিভাবে এই ইমেজটি তৈরি করেছি তা নিয়ে একটি VFX Breakdown ভিডিও করেছি যেটিতে কিভাবে লেয়ার বাই লেয়ার বসিয়ে ফাইনাল ইমেজটি প্রস্তুত করা হয়েছে তা দেখানো হয়েছে। টিউটোরিয়ালটি দেখার পূর্বে আপনারা এই ছোট ভিডিওটি একবার দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্যে কাজটি বুঝা আরেকটু সহজ হবে।
Fireball in Hand - VFX Breakdown Video
এবার টিউটোরিয়ালটি দেখা শুরু করুন। টিউটোরিয়ালটির দৈর্ঘ্য কিছুটা বড়(২৪ মিনিট)। তবে ধৈর্য না হারিয়ে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখুন, মূলত আপনাদের বুঝার সুবিধার্তেই আমি একটু ডিটেইলস আলোচনা করেছি। আপনাদের প্র্যাকটিসের জন্যে আমি ফাইনাল ইমেজটি তৈরিতে যে কয়টি ইমেজ ব্যাবহার করেছি সেগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
মিডিয়াফায়ার লিঙ্ক
Fireball in Hand - Adobe After Effects Tutorial
আশা করি আজকের টিউটোরিয়ালটি আপানাদের সবার কাছেই ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরও আকর্ষণীয় টিউটোরিয়াল এবং ভিএফএক্স ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন ফেসবুক ফ্যানপেজে।
টিউটোরিয়ালটি ভালো লাগলে এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বলেন কি? দুই বছর আগে!! ঠাকুমার ঝুলির মত কথা। দারুণ টিউন। ভাই একটা হ্যান্ড রাইটেন ভিডিও কিভাবে বানাবো দেখান।