আপনার এলাকায় থ্রিজি নাই… নু-চিন্তা … এই পোস্টটি আপনার জন্য … Exclusive (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম... কেমন আছেন সবাই??? আমার শরীরটা কয়েক দিন ধরে ভালো যাচ্ছে না... অনেকে দিন ধরে আপনাদের একটা জিনিস দেব দেব করে সময়ের অভাবে আর দিতে পারিনি... আজ একটু সময় পাইলাম... আমার পোস্টটি ৩জি এন্টেনা সম্বন্ধে ... আমার আগে অবশ্য রুবেল ভাই একটি পোস্ট করেছিলেন...  আজ আমি সেটির ই একটু সহজ ভাবে বিবরণ দেব...

তো আর কথা বাড়িয়ে লাভ নেই... নিচের চিত্রের মত করে সরঞ্জাম গুলি সংগ্রহ করুন...

. প্লেয়ারস

. এলুমিনিয়াম এর পাতিলের ঢাকনা (বাজারে এটি ৫০ টাকা নেবে)

. এলুমিনিয়ামের ফুয়েল পেপার (এটি যেকোনো বড় মুদি দোকানে পাবেন ,আমি কিনেছিলাম ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজার থেকে)

. এলুমিনিয়াম এর একটি লম্বা এন্টেনা ( এটি পুরোনো রেডিওতে পাবেন অথবা ভাঙ্গারি দোকানে ১০-১৫ টাকায় কিনে নিতে পারেন)

. স্ক্রু ডাইভার

. মডেম

. ১০ মি. USB কেবল

. বাধার জন্য কিছু সুতা ও রাবার

প্রথমে এলুমিনিয়াম এর ঢাকনাটিকে ফুয়েল পেপারের উলটা পাশ দিয়ে চিত্রের মত করে মুরিয়ে নেন...

এবার রেডিওয়ের এন্টেনা টির সাথে মডেমটি টাকা বান্ডেল করার রাবার দিয়ে একসাথে জড়ো করেন...

এলুমিনিয়াম এর ঢাকনার ঠিক মাঝ খানে মডেমের লাইনটি বাহিরে বের করার জন্য পরিমান মত ছিদ্র করেন...

মডেমটিকে ধরে রাখার জন্য ঢাকনাটির একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটি কাঠি দিয়ে বাধ দেন...

চিত্রের মত মডেম টি বসিয়ে অন্য পাশ দিয়ে USB কেবলের সংযোগ দেন...

...............

যতটুকু সম্ভব উপরে একটি বাশের সাথে বেধে সেট করেন...

ব্যাস হয়ে গেলে আপনার ৩জি এন্টেনা... আমি এভাবে ২৫ কি.মি. দূর থেকে ৩জি নেটওয়ার্ক পাই...

 

আপনাদের সুবিধার্থে একটি ভিডিও এড করে দিলাম... https://www.youtube.com/watch?v=HNCJWOQgA1M

চাইলে FB তে আমারে সাথে যোগাযোগ করতে পারেন... http://www.facebook.com/sk.shafiq96

সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইলে কিছু করা যায়

Level 0

Vai, 25 km dur ki air distance?

VAI. APNER ELAKA THEKE 3G ARIYA KOTO TUKU DURE……

ha 25km air distance

25.52km @ছামী

এভাবে আমার পোস্ট রিপোস্ট করার মানে কি ? এডমিন বা মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি

আমার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে 3G নেটওয়ার্ক। কিন্তু 3G পায়না।হবে ত ভাই? আর বাঁশ মাটি থেকে কতটুকু লম্বা লাগবে।

#md_rubel vai upore dekhen ami apnake mention korchi…. r repost korchi karon oneke eta bujte pareni….. r 3g antina ta ami, apni tt te post korar agee e banaichi…. 🙁

১০ মিটার @nazmul haque

Handi patil 😛 lol 😀

Level 0

Valo valo….

লোড নেয় না ডাউনলোড দিলে বার বার edg- hspa- umts এ রকম ভাবে নেট চেন্জ হয়।ডাউনলোডে ব্যাঘাত ঘটে।

    @ইমরান হোসেন: আপনি মডেমের নেটওয়ার্ক সেটিংস থেকে ম্যানুয়েলি সার্চ করে থ্রীজি সিলেক্ট করুন। চেঞ্জ হবে না।

আপনি ভাই মডেমের সফ্টওয়ার টি থেকে Tools-Option-Network-Network Type WCDM only করুন,তারপর Apply করে বের হয়ে যান, এখন চেষ্টা করুন

এই পদ্ধতিটি ১০০০০০০০০০০০০০০%%%% কাজ করে,,আমি এই নিয়ে প্রথম পোষ্ট করি,দেখতে পারেন–https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/299016

vai teletalk er network paina…pls help me

বৃষ্টির সময় মডেমের কী হবে?

ভাই আমি একটু অন্য এবং সহজ নিয়মে করে চালাচ্ছি

কত কিলোমিটার থেকে আপনি ৩জি পাইছেন?

মোবাইলে হবে তু নাকি?