আবারও গ্রামীণফোনে ৫০০ MB 3G ডাটা নিন মাত্র ১০ টাকায় !!!

3G আসার পর থেকে সব অপারেটর ভাল প্রতিযোগিতা শুরু করে দিয়েছে নিজেদের এগিয়ে রাখতে।কিন্তু তা যে উলটো দিকে গ্রাহকদের নিয়ে যাবে তা কে জানত। 😯 তাই হইত 3G আসার পর ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা কমেছে।এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ যান।

থ্রিজি চালুর পর দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে!

স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা পাওয়ার দাবি আমাদের সবারই ছিল অনেক আগে থেকে।তবে 3G আসলে সবাই কম দামে 3G পাব এমন আশা করলেও শেষমেশ প্যাকেজ গুলোর দাম দেখে সবাই হতাশ।কিন্তু প্রথমদিকে গ্রামীণফোন এর অফার সবার মন কাড়লেও এইবার তা পারবে কিনা সেটা বলা মুশকিল।কেননা তাদের অফার বিশ্লেষণ করলে বুঝা যায় যে তারা বড়সড় প্ল্যান নিয়ে এই অফার গুলো দিচ্ছে।আপাত দৃষ্টিতে এই অফার আমাদের জন্য ভাল মনে হলেও মূলত এটা ওদের ব্যবসার একটা চাল ছাড়া আমার কাছে আর কিছুই নয়। 😡

প্রথমবার গ্রামীণফোন এ বন্ধ সিম এর জন্য ১ GB দিল ৯ টাকা দিয়ে।সেটা শেষ হতে না হতেই GP থেকে আমার ১ জিবি দিল কিন্তু এইবার আর ৯ টাকা না,২০ টাকা !! আর এইবার তা  কমে ৫০০MB তে নেমে গেল আর তার জন্য দিতে হবে ১০ টাকা !! বারবার লোভ দেখিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে।(আমার মনে হয়)  😕 তাও অনেকের জন্য "নাই মামার চেয়ে কানা মামা ভাল।" 😛 তাই শেয়ার করলাম। (এই অপারেটরগুলো আমাদের পসেটিভ হওয়ার ক্ষমতাটাই নষ্ট করে দিচ্ছে )।

গ্রামীণফোন থেকে আসা ২৯ জানুয়ারীর এই Message

"Super Internet Offer!! Enjoy 500MB 3G Internet for 15 days at 10 tk! To get offer just dial *999*2# by 31 Jan 2014."

৩১ জানুয়ারীর পর এই অফার পাবেন না।এই অফার সবার জন্য নয়। 😥 কেন নয় সেটা গ্রামীণফোন ভাল বলতে পারে।(এমনটা করা উচিৎ হয়নি) অন্যদিকে ৯ টাকা দিয়ে কিনার পর ২০ টাকা একটু বেশিই মনে হয়েছিল তাও অফারটা মন্দ ছিলনা।কিন্তু এইবারতো আর ভাল লাগল না এই অফারটা দেখে।যদি আপনাদের কারও ভাল লাগে তাহলে চেষ্টা করে দেখুন। :-?

১২ টাকা রেখে আপনি এই প্যাকেজ এর জন্য Request করবেন। কারও না হলে বুঝবেন এই অফারটা আপনার জন্য না। বিশেষত “Thank you for requesting. This request is valid for first time registration only.” এই ধরনের কিছু রিপ্লাই পেলে আপনি অফারটা পাবেন না।আগের বার অনেকে এটা জিজ্ঞেস করেছিল তাই এইবার সেটা টিউন এ ক্লিয়ার করে দিলাম।

♦ এই Message টা যারা পাবেন তারা তো পাবেনই আর যারা এই Message টা পাবেন না তারা এই সুযোগ পাওয়া বা না পাওয়ার সম্ভাবনা  ৫০/৫০  :-(  তাই চেষ্টা করেন। পেলে ভাল,না পেলে নাই।

♦ আপনি জিপি অফার এর আওতায় আছেন কিনা সেটা Check করার কোন Option জিপি রাখেনি।তাই সবাইকে একবার করে চেষ্টা করতে অনুরোধ করব।


আমি আছি আপনার কাছাকাছি,আপনি আপনার মত খুঁজে নিন। 8-)

♥ আদিল শাহরিয়ার ♥

    

Level 2

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi ai net a ki 2g use kora jbe.

    হ্যাঁ ভাই,অবশ্যয় পারবেন। 3G নেটওয়ার্ক এ 3G স্পিড আর 2G নেটওয়ার্ক এ 2G 😎

Thank you for requesting. This request is valid for first time registration only. 🙁

নতুন সিম এ এই অফার পাব?

    @অর্পন দাস: পেতেও পারেন আবার নাও পেতে পারেন।এটা নির্ভর করে জিপির উপর। আপনার সিম এই অফার এর আওতায় হলে অবশ্যই পাবেন সেটা নতুন সিম হোক বা পুরনো।

Level 0

In Singapore, I buy 1GB 3G internet from M1 by paying 7.00 dollars (427.00 bdt) which is valid for 7 days. 300MB 3G by paing 12.00 dollars (732.00 bdt) which is valid for 30 days..

Level 0

আমি 20টাকায় যখন 1 জিবি অফার দিছে তখন আমার বন্দ সিমে 9 টাকা দিয়ে 1 জিবি পেয়েছি । এই সিমে কি এ অফার প্রযোজ্য হবে ।

Level 0

bhai amar 20 tk 1gb ofer er 517 MB roye geche(date limit 08.02.2014) , ekhon ei offer nile MB plus hobe to

    @salimccf: অবশ্যই যোগ হবে।স্পীড ৫১২ কেবিপিএস থাকবে এবং মেয়াদ ১৫ দিন যোগ হবে। ধন্যবাদ।

      Level 0

      Thanks @আদিল শাহরিয়ার:

আমি দুটো সিম এর পেলাম । আমার আগের প্যাকেজ গুলো নেওয়া ছিল।

ভাই last date তো ৩১ জানুয়ারী ঠিক তো ?

পেয়ে গেলাম ৫০০ mb ভাই যানানুর জন্য ধন্যবাদ

Level 0

আমি আগে ২ বার ১ জিবি করে পেয়েছি আজকেও ৫০০ এমবি পেলাম…আপনাকেও ধন্যবাদ সবাইকে জানানোর জন্য

এমন করলে তো পরে ১০ টাকায় ১ MB দিবে। ওইটা কি নিবো নাকি?

    Level 0

    @উদীয়মান লেখক: ভাই এটা নেয়া তো আর বাধ্যতা মূলক না। অফার পছন্দ না হলে নিবেন না সোজা হিসাব। নিজের মধ্যে এটুক বুদ্ধি তো থাকা উচিত ভাই তাইনা?

Level 0

অসনখ্য ধন্যবাদ ভাই জানানোরর জন্য। পোস্টে প্লাস। আর হ্যা আমি ডাটা পেয়েছি।

হারামিফোন আমাকেও এসএমএস দিয়েছে কিন্তু “Thank you for requesting. This request is valid for first time registration only. এই লেখা দেখাচ্ছে । অভিযোগ দিয়েছি ।

vi amar new sim asa ku ki new sim a ai offer pisan pala janban plz

etate speed koto? 512kbps naki 1mbps?
GP-te 1mbps speed-er sobcheye kom damer package konta jana thakle janaben please.

    @টেকপোকা: এটাতে স্পিড ৫১২ কেবিপিএস আর ১ এমবিপিএস স্পিড এর প্যাকেজে জানতে গ্রামীণফোন এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান!!! ধন্যবাদ !!!