এইবার গ্রামীণফোন এ 1GB 3G ডাটা নিন মাত্র ২০ টাকায় !!!

3G আসার পর থেকে গ্রামীণফোন ভালই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বলা যায়।স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা পাওয়ার দাবি আমাদের সবারই ছিল অনেক আগে থেকে।তবে 3G আসলে সবাই কম দামে 3G পাব এমন আশা করলেও শেষমেশ প্যাকেজ গুলোর দাম দেখে সবাই হতাশ।তবে এখন মনে হচ্ছে অপারেটর গুলোর মধ্যে প্রতিযোগিতা আমাদের জন্য আপাতত সুফল নিয়ে আসছে।তা GP র এই অফার থেকেই আন্দাজ করা যায়।এইবার আসি আসল কথায়।

এখনো গ্রামীণফোন এর বন্ধ সিম এর ১ GB শেষ হইনি। সেটা শেষ হতে না হতেই আরেক চমক পেলাম GP থেকে! আজ সকালে Message আসলো GP থেকে।

Message From GrameenPhone

"Super Internet Offer!! Enjoy 1GB 3G Internet for 30 days at 20 tk+vat! To get offer just dial *999*1# by 10 Jan 2014."

বুঝতেই পারছেন ১০ জানুয়ারীর পর এই অফার পাবেন না। তাই আপনাদের জানাতে তাড়াহুড়ো করে টিউন করলাম।এই অফার সবার জন্য (আমার মনে হয় )। যদিও ৯ টাকা দিয়ে কিনার পর ২০ টাকা একটু বেশিই মনে হচ্ছে তাও অফার টা মন্দ না। 😕 আশা করছি অন্য অপারেটর গুলো প্রতিযোগিতা করতে ১০-১২ টাকা দিয়ে ১ জিবি দিবে 😛

আবার বলি ২৩ টাকা রেখে আপনি এই প্যাকেজ এর জন্য Request করবেন। কারও না হলে জানাবেন এবং আপনার সিম এর অবস্থা সহ ( বন্ধ না সক্রিয় সেটা )

♦ তবে যারা এই Message টা পাবেন না তারা এই সুযোগ না পাওয়ার সম্ভাবনা ৯৯% 🙁 তাও চেষ্টা করেন,চা এর দামে শরবত পাইলেও পাইতে পারেন। যদি লাইজ্ঞা যায়। :mrgreen:

♦ এই অফার শুধুমাত্র তারাই পাবেন যারা এর আগে GP Offer থেকে আসা কোন অফার গ্রহণ করেননি।কেননা জিপি সিম এ জিপি অফার শুধুমাত্র একবার নেওয়ার নিয়ম রয়েছে। তবে যারা বন্ধ সিম চালু করবেন তাদের ক্ষেত্রে সেটা পুনরায় গণনা হবে। অর্থাৎ আপনার সিম বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি একবার জিপি অফার উপভোগ করলেও আপনি সিম চালুর পর একবারের জন্য GP অফার উপভোগ করার সুযোগ পাবেন। এখানে আপনার সিম এ ''GP Offer'' থেকে Message আসা না আসা বিবেচ্য নয়, আপনি জিপি অফার আগে নিয়েছেন কি নেননি সেটাই বিবেচ্য।আর আপনি জিপি অফার আগে নিয়েছিলেন কিনা বা আপনি জিপি অফার এর আওতায় আছেন কিনা সেটা Check করার কোন Option জিপি রাখেনি।তাই সবাইকে একবার করে চেষ্টা করতে অনুরোধ করব।


আমি আছি আপনার কাছাকাছি,আপনি আপনার মত খুঁজে নিন। 8-)

♥ আদিল শাহরিয়ার ♥

Level 2

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ @ কাজ হয়েছে …।

Level 0

amar phoneo ai msg ashc..amar toh ager 9taka diye kina 1GB akhono sesh hoyni ai 1GBdata ki oitar sathe jog hobe?????????????????

    @jonymj: আমারো এই প্রশ্ন

      @jonymj: @Torikul Meherpur: হ্যাঁ !! যোগ হবে !!! শাকিল মাহমুদ এর Comment অনুসরণ করুন। ধন্যবাদ !!!

    @ jonymj & Torikul Meherpur আপনাদের আগের এম বি গুলোর সাথে নতুন ১ জি বি যোগ হবে এবং মেয়াদ ও বাড়বে। কিন্তু স্পিড ৫১২ কে বি পি এস এই পাবেন! আর হ্যা কেউ যদি এর আগে ৯ টাকায় ১জি বি নেন নি কিন্তু এখন ২০ টাকায় ১ জিবি নিতে পারলে জানাবেন প্লিজ!

    Level 0

    ১জিবির সাথে অব্যবরিত এম্বি যোগ হবে। আমি ৫০০ এমবি ইউজ করেছিলাম বাকিটুকু ১জিবির সাথে যোগ হয়েছে।

আমি সকাল 10 টার সময় পাইছি। আপনাকে ধন্য বাদ সবাইকে জানিয়ে দেবার জন্য।

Level 0

“Thank you for requesting. This request is valid for first time registration only.”

    @fahimd5: এটা শুধুমাত্র একবার নেওয়া যাবে,৯ টাকায় ১ জিবি পাওয়ার মত !!! ধন্যবাদ !!!

আমাকেতো মেসেজ দেয়নি আমিও কি পাব?

Level 0

আমি এমন ১টা অফারের আশায় ছিলাম কারণ আমার কাছে এখন ৩টা জিপি বন্ধ সিম আছে তাও আবার অনেক আগের বন্ধ । আমি আগের অফারটি ২টা সিমে নিয়েছি এখনো ১টায় ৭০০এমবির মত আছে …………. অফারটি জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
https://www.facebook.com/profile.php?id=100007347848475

Level 0

“Thank you for requesting. This request is valid for first time registration only.” amake ei msg dise………ami pabo??ami internet sim use kri

Amake to message dilona ami ki korbo??

Google adesnse account proyojon hole contact korte paren 01737549011

“Thank you for requesting. This request is valid for first time registration only.” amake ei msg dise.ei msg er mane ki???age ki kono registration korte hobe naki???????

    @Shoroar Alam: না,কোন রেজিস্ট্রেশান করতে হবে না,অপেক্ষা করুন,পেয়ে যাবেন।

মেয়াদ কত দিন এর জন্য আদিল শাহরিয়ার ভাই ?

Level 0

amar running sim..try korlam…1GB data aslo na 🙁

    @REGAN: এটা Offer !! তাই সকলের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি না পাওয়ার জন্য আমি দুঃখিত ।

Level 0

ami customer care a call diyechilam, ora bollo j jara ai sms pabe sudhu matro tarai ai offerti pabe

Level 0

Thanks vai. 1083.23 MB pelam. Asole amra gp free net chalale 3 dine 1GB sesh kore feli. Tai GP 20 takai 1 month er ai package chalu korlo……But no problems free net will be always on.

দেখি তো আমারটায় হয় নাকি! 😛

টেকটিউনে সাইন আপ বন্ধ। কিভাবে একাউন্ট খুলতে পারি কেউ কি বলতে পারেন?

Level 0

আমি ২টা সিমে ২ জিবি পেয়েছি…ধন্যবাদ জানানোর জন্য

মনে হয় যারা ৯ টাকায় ১ জিবি পেয়েছিল তারাই ২০ টাকাই ১ জিবি পাবে

vai re dukher kotha r ki komu আমি ৯ টাকাই ১GB নিয়েছিলাম। আমার এলাকায় ৩g নাই। ওই ১GB যে এতো slow ছিল কল্পনা করতে পারবেন না। http://www.facebook.com তো দুরের কথা m.facebook.com ও ভাল মতো চলতো না। অথচ আমার বাড়ির থেকে ৫ মিনিট দূরেই GP Tower. এখন দেখি ২০ টাকাই ১GB নিয়ে। কেমন speed দেয়।

I Have Got It! Thanks For Quick Share @Shahriar

Level 0

Thank you for requesting. This request is valid for first time registration only
আমাকেও এইটা দিছে।তাহলে কি আমারটাতে হবে।আমি 9tk 1gb ব্যবহার করি নি।

    @Jahid44: না,আপনারটাতে হবেনা।আপনি বোধই এর আগে জিপি অফার উপভোগ করেছিলেন,তাই আপনি পাবেন না।

Level 2

কইরে ভাঈরা আমার তো টাকা আসেনা। This request is valid for first time registration only এই message আসে। i am waiting for long times.

    @motaleb52: আপনি বোধই এর আগে জিপি অফার উপভোগ করেছিলেন,তাই আপনি পাবেন না।

Level 0

আমি আগেই পাইছি

Level 0

ami paisi..thnks

ফেসবুক বা টেকটিউনের মত সাইট তৈরি করতে যোগাযোগ করুন ০১৭৭৯৯৭৬৮৮৯ সল্প মূল্যএ ।

Level 0

আমি 1GB পাইছি। আরও পাওয়ার আসা আছে। যারা 1GB পাইছেন তারা কি আগেও ৯ টাকায় 1GB পাইছিলেন?

Level 0

ha ami age 1GB paisilam oitar akhono MB ciloi abar pailam duita jog hoilo….

Level 0

আদিল শাহরিয়ার@ আমি ১GB পাইছি। এই সিমে আমি আগেও ৯ টাকায় ১GB পাইছি। আমার এই রকম আরও দুইটা সিম আছে। এই ২ টি সিমে ৯ টাকায় ১GB করে পাইছিলাম। এখন এই দুইটি সিমে মেসেজও আসেনি। এই দুইটা সিম কি পাওয়ার সম্ভনা আছে। আপনার কি মনে হয়। জানাবেন PLZ

৪ জিবি পেলাম ।

jodio ai comment kora ta Amar uchit na….Plese কাউকে যদি Number Dia Invite করে থাকি সে যদি Firend Accept na kore তা বুঝব কী করে । আশা
করি যদি জানা থাকে হেল্প করবেন পীল্জ

Level 0

message na ashlay pican airokom k acan?

আমাকে কোন মেসেজ পাঠানো হয়নি এখনো, ট্রাই করবো???

    @mango.people: ট্রাই করুন যদি আপনি এর আগে GP অফার থেকে আগে কোন অফার উপভোগ করে না থাকেন।

      আমি @আদিল শাহরিয়ার: আদিল ভাই আমি অলরেডি ১জিবি ইউজ করছি, বন্ধ সিম একটিভ করে।

        @mango.people: সমস্যা নাই,আমরা অনেকেই আপনার মত ব্যাবহার করেছি। তবুও আপনার ২০ টাকা দিয়ে ১ জিবি পাওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করে দেখুন।

পাই নাই

thank you for requesting this request is valid for fast time registration only .. air msg t asece but taka o Kate nai MB o painai pore Akbar patalam answer akoi

    @gsm_HaBiB80: আপনি বোধই এর আগে জিপি অফার উপভোগ করেছিলেন,তাই আপনি পাবেন না।

arek ta Sim card tekeo patalam answer same

মেগাবাইট পাইনি, বন্ধ/চালু কোনো SIM’a পাইনি।

এটা এপ্রিল মাস না, সবাইকে বোকা বানালেন কি উদ্দেশ্যে? *999*1# এটা তো অন্য অফার 🙁

৯ টাকায় ১ জিবি পাওয়া সকল সিমেই (জিপি অফার থেকে মেসেজ না আসলেও) কি ২০ টাকায় ১ জিবি পাওয়া যাবে?

    @Yusuf Akanda: হে,পাওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি এর মধ্যে জিপি অফার ব্যাবহার না করে থাকেন !! ধন্যবাদ !!

    @Yusuf Akanda: হ্য তবে 9 টাকার টা আগে নিতে হবে। কিন্তু শেষ সময় 31 ডিসেম্বর

thanks vhai,kaj hoiche.

Level 0

@আদিল শাহরিয়ার ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ শেয়ার করার জন্য, আমি ২ বার পাইছি

Level 0

আমি মিস করলাম 😥

ট্রাই করেছিলাম কিন্তু পাইনি 🙁

জিপি অফার থেকে যারা মেসেজ পেয়েছে শুধু তারাই ২০ টাকায় ১ জিবি ইন্টারনেট পেয়েছে, আর যারা পেয়েছে তাদের একটা তালিকা ছিল জিপির কাছে। অর্থাৎ জিপি অফারের নামে গ্রামীনফোন গ্রাহকদের সাথে একটা লটারি লটারি খেলা খেলে ফেলল !!
২০ টাকা বা সর্বোচ্চ ৫০ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট ব্যাপারটাকে ওরা লটারি বানিয়ে ফেলল!! অর্থাৎ এই দামে গ্রাহকদের কে ওরা জীবনেও ইন্টারনেট সার্ভিস দিবে না। মোবাইল অপারেটর গুলু লাইসেন্স করে এদেশে ব্যবসা করছে এটাই বড় কথা, প্রতি মুহূর্তে মুহূর্তে ওরা এদেশের মানুষের রক্ত শুষে নেবে এটা ওদের অধিকার !!! এসব দেখার মত কেউ নাই-এটাই আমাদের ভাগ্য, মোবাইল অপারেটর গুলু প্রতিনিয়ত আমাদেরকে ধর্ষন করেই চলেছে। ধর্ষনের এই উৎসব এভাবে আর কতকাল ধরে চলতে থাকবে???

আমার বলার কিছু নেই