3G আসার পর থেকে গ্রামীণফোন ভালই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বলা যায়।স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা পাওয়ার দাবি আমাদের সবারই ছিল অনেক আগে থেকে।তবে 3G আসলে সবাই কম দামে 3G পাব এমন আশা করলেও শেষমেশ প্যাকেজ গুলোর দাম দেখে সবাই হতাশ।তবে এখন মনে হচ্ছে অপারেটর গুলোর মধ্যে প্রতিযোগিতা আমাদের জন্য আপাতত সুফল নিয়ে আসছে।তা GP র এই অফার থেকেই আন্দাজ করা যায়।এইবার আসি আসল কথায়।
এখনো গ্রামীণফোন এর বন্ধ সিম এর ১ GB শেষ হইনি। সেটা শেষ হতে না হতেই আরেক চমক পেলাম GP থেকে! আজ সকালে Message আসলো GP থেকে।
"Super Internet Offer!! Enjoy 1GB 3G Internet for 30 days at 20 tk+vat! To get offer just dial *999*1# by 10 Jan 2014."
বুঝতেই পারছেন ১০ জানুয়ারীর পর এই অফার পাবেন না। তাই আপনাদের জানাতে তাড়াহুড়ো করে টিউন করলাম।এই অফার সবার জন্য (আমার মনে হয় )। যদিও ৯ টাকা দিয়ে কিনার পর ২০ টাকা একটু বেশিই মনে হচ্ছে তাও অফার টা মন্দ না। 😕 আশা করছি অন্য অপারেটর গুলো প্রতিযোগিতা করতে ১০-১২ টাকা দিয়ে ১ জিবি দিবে 😛
আবার বলি ২৩ টাকা রেখে আপনি এই প্যাকেজ এর জন্য Request করবেন। কারও না হলে জানাবেন এবং আপনার সিম এর অবস্থা সহ ( বন্ধ না সক্রিয় সেটা )
♦ তবে যারা এই Message টা পাবেন না তারা এই সুযোগ না পাওয়ার সম্ভাবনা ৯৯% 🙁 তাও চেষ্টা করেন,চা এর দামে শরবত পাইলেও পাইতে পারেন। যদি লাইজ্ঞা যায়।
♦ এই অফার শুধুমাত্র তারাই পাবেন যারা এর আগে GP Offer থেকে আসা কোন অফার গ্রহণ করেননি।কেননা জিপি সিম এ জিপি অফার শুধুমাত্র একবার নেওয়ার নিয়ম রয়েছে। তবে যারা বন্ধ সিম চালু করবেন তাদের ক্ষেত্রে সেটা পুনরায় গণনা হবে। অর্থাৎ আপনার সিম বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি একবার জিপি অফার উপভোগ করলেও আপনি সিম চালুর পর একবারের জন্য GP অফার উপভোগ করার সুযোগ পাবেন। এখানে আপনার সিম এ ''GP Offer'' থেকে Message আসা না আসা বিবেচ্য নয়, আপনি জিপি অফার আগে নিয়েছেন কি নেননি সেটাই বিবেচ্য।আর আপনি জিপি অফার আগে নিয়েছিলেন কিনা বা আপনি জিপি অফার এর আওতায় আছেন কিনা সেটা Check করার কোন Option জিপি রাখেনি।তাই সবাইকে একবার করে চেষ্টা করতে অনুরোধ করব।
আমি আছি আপনার কাছাকাছি,আপনি আপনার মত খুঁজে নিন।
আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটু বেশিই অসামাজিক।
অনেক ধন্যবাদ @ কাজ হয়েছে …।