প্রিয় টিউনার ভাইয়েরা আসসালামুয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি মোটেও ভালো নেই। কারণটা না বললেও বুঝতে পারবেন।
এটা আমার সতর্কতা মুলক পোস্ট। দয়া করে মনোযোগ দিয়া পড়েন।
কিছুক্ষণ আগে আমি একটি টিউন পরলাম
পড়ার পর মনে হল আমার সিমে যেহেতু ১০০০/- আছে আর ফ্রী তে সিমটা 3G করলে মন্দ হয় না। কথা মাত্র কাজ। কোন কিছু না ভেবে এসএমএস করলাম। এসএমএস করার পর ব্যালেন্স চেক করে দেখি আমার ২৫২/- টাকা উধাউ। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। তারপর আমাকে Congratulations! জানানো হল সেই সাথে আমার ১জিবি একটিভ হল।
যাইহোক কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু টাকা ফেরত পেলাম না। ১২১ এ কল করলাম অতি কষ্টে লাইন পেলাম ( কর্মকর্তার মেজাজ ছিল অনেক চড়া) তাকে আমার ঘটনা বললাম। তিনি জানলেন আমাদের এই অফার ১৪ তারিখের পর থেকে শুরু হবে। আমি তাকে আমার টাকা কেটে নেওয়ার কথা বললে জানায় যে টাকা আর ফেরত দেওয়া হবে না।
রীতিমত চমকে গিয়ে জিজ্ঞাস করলাম পরবর্তীতে কি টাকা ফেরত দেওয়া হবে? তিনি "না" বলে লাইনটা কেটে দিলেন।
তারপর আমি টেলিটকের ওয়েবপেজ এ ভিজিট করি কিন্তু সেখানে কোন নিউজ পাই না।
এই হল আমার ঘটনা। এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে আপনার সিম 3G করবেন কি না?
ভাই কার কি হল দয়া করে জানাবেন।
ধন্যবাদ
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অফার ১৪ তারিখের পর থেকে শুরু হবে, er por aponar rag dekhanur mane hoyna.