ভিডিও বুস্টার সফটওয়্যার কী?
ভিডিও বুস্টার সফটওয়্যার হলো এমন একটি টুল যেটা যে কোন ভিডিও কে সার্চ র্যাংকিং এ প্রথম সারিতে আনতে সহায়তা করে। ভিডিও এর কিওয়ার্ড র্যাংকিং সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ইউটিউব ভিডিও বুস্টার সফটওয়্যার।
কেন ভিডিও বুস্টার সফটওয়্যার প্রয়োজন?
আপনি নিশ্চয় জানেন ইউটিউব নির্দ্দিষ্ট সময়ের জন্য ভিডিও সাজেষ্টেড করে থাকে তার ইউজারদের কাছে। ঠিক ঐ সময়ের মধ্যে যদি আপনার ভিডিও তে কোন ক্লিক অথবা সম্পূর্ণ ভিউ না হয় তাহলে একটা সময়ে গিয়ে সেই ভিডিও আর ইউটিউব সাজেষ্টেড করে না। যার কারনে আপনার ভিডিও র্যাংক হয়না এবং ভিউ আসে না। আর এই কারনে আপনার প্রয়োজন ভিডিও বুস্টার সফটওয়্যার।
ভিডিও বুস্টার সফটওয়্যার ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইউটিউব ভিডিও বুস্টার সফটওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা তুলে ধরা হলো-
সুবিধা
১. সম্পূর্ণ ন্যাচারাল ও হিউম্যান ভিউ কাউন্ট
২. নির্দ্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ভিডিও কে র্যাংক করানো যায়
৩. 2/3 ঘন্টা সফটওয়্যার রান করলে প্রথম পেজে ডিসপ্লে হয়।
৪. proxy or vpn ছাড়াই ভিডিও র্যাংক হয়।
৫. 100% সিকিউরড সফটওয়্যার
অসুবিধা
১. সফটওয়্যারটি শুধুমাত্র windows OS এ চলে।
২. সফটওয়্যারটির কী শুধুমাত্র ১ টি ডিভাইস এ চলে।
৩. মোবাইল/ট্যাব ভার্সন এ চলে না।
ফ্রি ডাউনলোড করুনঃ
https://mega.nz/file/VykAAaJC#ek7hEpvcFj-zxajrdQa_3rUKjllw_lvxtFt4cWovkNk
আমি ডেক্স ওয়ার্কাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।