Gling – ইউটিউব Channel History উপর ভিত্তি করে AI এর মাধ্যমে নতুন YouTube Video আইডিয়া জেনারেটর

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি, তাদের ক্ষেত্রে একটি প্রথম সমস্যা হতে পারে, নতুন নতুন ভিডিও আইডিয়া তৈরি করার মত সমস্যা। আমরা কোন একটি youtube ভিডিও তৈরি করার পর, পরবর্তী ভিডিওর টপিক খুঁজতে থাকি। যাইহোক, পরবর্তীতে আমাদের চ্যানেলের জন্য একটি সঠিক ভিডিও আইডিয়া বের করা অনেক সময় কষ্টসাধ্য এবং ঝামেলা যুক্ত মনে হতে পারে। কিন্তু কেমন হবে, যদি কোন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুল আপনাকে এই কাজটি করে দেয়?

আপনার হয়ে কোন একটি ওয়েবসাইট ইউটিউব ভিডিও আইডিয়া তৈরি করে দিলে, এটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং সময় সাশ্রয়ী হবে। তাই আজকের এই টিউনটিতে আপনি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ ওয়েবসাইট সম্পর্কে জানতে চলেছেন, যেটি আপনার ইউটিউব চ্যানেলের অতীতের ভিডিও গুলো এনালাইসিস করে নতুন ভিডিও টপিক খুঁজে দিবে। যার ফলে, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিও তৈরি করা অনেক সহজ হবে এবং নতুন ভিডিওর টপিক নিয়ে কোন চিন্তাই করতে হবে না।

যদিও একটি ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিও আইডিয়া খুঁজে বের করার অনেক কয়েকটি উপায় রয়েছে। তবে, নিজেদের চ্যানেলের অতীতের ভিডিও গুলোর উপর ভিত্তি করে নতুন ভিডিও টপিক অটোমেটিক ভাবে জেনারেট করা গেলে, সেটি আরো কিছুটা ভালো হবে।

Gling ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব এর নতুন ভিডিও আইডিয়া জেনারেট

Gling AI

Gling হলো এমন একটি বিনামূল্যের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউটিউব ভিডিও আইডিয়া জেনারেটর ওয়েবসাইট, যা আপনার চ্যানেলের অতীতের ভিডিওর উপর ভিত্তি করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিওর টপিক প্রস্তাব করে। অর্থাৎ, এটি আপনার চ্যানেলের সাথে মিল রেখে নতুন ভিডিওর টপিক বের করে দিতে পারে।

আমরা এটি সকলেই জানি যে, একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করার ক্ষেত্রে অনেক কাজ করতে হয়। এ সকল কাজের মধ্যে যেমন, ভিডিও তৈরি করার ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা, ভিডিও ফুটেজ সংগ্রহ, ভিডিও এডিটিং এবং আরো অনেক কিছুতে সময় ব্যয় হয়। তবে, এসবের বাহিরে একটি চ্যানেলের জন্য নতুন ভিডিও টপিক নির্বাচন করাও বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে সর্বদাই এটি মাথায় রাখতে হয় যে, সেই ভিডিওটি যেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সেটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়।

সুতরাং, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলের ভিডিও টপিক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে আপনাকে সহায়তা করার জন্য Gling টুলটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে এসে শুধুমাত্র চ্যানেলের URL টি টাইপ করতে হবে এবং তারপর Search করলি Gling AI আপনাকে কিছু চমৎকার Video Title সাজেস্ট করবে।

যাইহোক, এবার চলুন দেখে নেওয়া যাক, আপনি এই টুলটি ব্যবহার করে কীভাবে ইউটিউব ভিডিওর জন্য নতুন নতুন ভিডিও টপিক খুঁজে বের করবেন।

Gling AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Gling AI

YouTube চ্যানেলের নতুন ভিডিও টপিক খোঁজার জন্য Gling টুলটির ব্যবহার পদ্ধতি:

অন্যান্য সকল সাধারণ ওয়েবসাইটের মত ইটের ইউজার ইন্টারফেস ও খুবই সাধারণ। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই ওয়েবসাইটে এসে চ্যানেলের URL টি টাইপ করতে হবে এবং তাহলেই আপনার চ্যানেলের জন্য ভিডিও আইডিয়া খুঁজে পাবেন। চলুন সেই প্রক্রিয়া দেখে নেওয়া যাক।

১. প্রথমে Gling AI ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি উপরের লিংকটিতে ক্লিক করতে পারেন অথবা সরাসরি গুগলে সার্চ করেও ওয়েবসাইটে যেতে পারেন। যাইহোক, আপনি সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচের দেখানো পিকচারটির মতো প্রদত্ত জায়গায় আপনার ইউটিউব চ্যানেলের URL টি দিন এবং "Show me the magic" বাটনে ক্লিক করুন।

Gling website homepage

২. এরপর কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। এখন Gling AI আপনার youtube চ্যানেলটি স্ক্যান করবে এবং নতুন ভিডিওর ধারণা বের করবে।

Gling website new youtube suggestion

৩. এবার সবশেষে, Gling AI আপনার চ্যানেলের জন্য কয়েকটি ভিডিও আইডিয়া Suggested করবে, যেগুলো থেকে আপনি যেকোনো একটি আইডিয়া চয়েজ করুন।

এটি ছিল মূলত Gling ওয়েবসাইটটির ব্যবহার পদ্ধতি। আপনি উপরের পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে, যেকোন ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিও টপিক খুঁজে নিতে পারবেন। তবে আপনাকে আরো বলে রাখি যে, আপনারা যারা বাংলা টাইটেল নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তারা কিন্তু এটি দিয়ে সুবিধা পাবেন না। কেননা, এটি শুধুমাত্র ইংরেজি টাইটেল দিয়ে সাজেশন প্রদান করতে পারে।

ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও টপিক খুঁজে বের করার আরো কিছু টেকনিক

ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও টপিক খুঁজে বের করার টেকনিক

আমরা একটি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও টপিক খুঁজে বের করার ক্ষেত্রে আরো কিছু কৌশল অবলম্বন করতে পারি। এক্ষেত্রে আমি প্রথমেই বলব যে, আপনি আপনার চ্যানেলের টপিক সমূহ লিখে কোন একটি Seo Tool দিয়ে সার্চ করুন। এতে করে, সেই টপিকের সাথে মিল রেখে আরো অনেক কিওয়ার্ড আসতে পারে।

এছাড়াও, আপনি যখন Google-এ সেই টপিকটি লিখে সার্চ করবেন, সেখানে সার্চ রেজাল্ট এ Related Searches এর জায়গায় ও অনেক ধরনের টপিক আসবে। এক্ষেত্রে সবচাইতে ভালো হয়, আপনি যদি সিঙ্গেল ওয়ার্ড লিখে এসব মাধ্যম ব্যবহার করে সার্চ করেন। তাহলে সেই শব্দের সাথে মিল রেখে কয়েক ধরনের টপিক আপনার সামনে চলে আসবে, যেগুলোর মধ্যে থেকে যেকোন একটি টপিক ভিডিওর জন্য বাছাই করে নিতে পারেন।

আর এর বাহিরেও, আপনি আপনার নিজস্ব অনুসন্ধান থেকে ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন ভিডিও আইডিয়া খুঁজে বের করতে পারেন।

শেষ কথা

আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিও টপিক নিয়ে ভাবতে না চান, তাহলে আপনি অবশ্যই Gling AI ওয়েবসাইটটি একবার ব্যবহার করে দেখতে পারেন। আর তাদের দেওয়া নতুন ভিডিওর সাজেশন সত্যিই কাজ করে কিনা, এটিও পরীক্ষা করে দেখতে পারেন। আর আমার কাছে এই টুলটি অসাধারণ লেগেছে।

তাহলে আজ থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন ভিডিও আইডিয়া খুঁজে নেওয়ার জন্য Gling AI ব্যবহার করুন এবং এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত টিউনমেন্ট করে জানান। আজ এখানেই শেষ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস