মোবাইলে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপণের ঝামেলা ছাড়াই

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। ভুলত্রুটি ক্ষমাযোগ্য দৃষ্টিতে দেখবেন।

বিজ্ঞাপণের জ্বালায় তো অনেক আগেই বিটিভি দেখা বাদ দিয়েছেন, বর্তমানে সকল প্রাইভেট চ্যানেলেও বিজ্ঞাপণের যন্ত্রণা বাড়ছে। যাই হোক আপনি হয়তো টিভি দেখেন না। কিন্তু ইউটিউবেও তো এখন কয়েক মিনিট পর পর বিজ্ঞাপণ দিচ্ছে। বিজ্ঞাপণ দিয়েই তো ইউটিউব কোম্পানী এবং ইউটিউবারদের আয় হয়। কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপণের জ্বালায় ইউটিউব দেখতে ইচ্ছা করে না, কিন্তু ছাড়তেও তো পারি না। ইউটিউব ছাড়া কি চলে? তাহলে সমাধান কি?

আচ্ছা যদি এমন হয়, ইউটিউব ভিডিও দেখবো কিন্তু অ্যাড আসবে না! কেমন হবে বলুন তো? ভাবছেন, যা হওয়ার না, তা নিয়ে কথা কেন বলছি? না, এখন কিন্তু সত্যিই সম্ভব। চলুন জেনে নেই কিভাবে বিজ্ঞাপণ ছাড়া ইউটিউব ‍ভিডিও দেখতে পারি। সফটওয়্যার টির বৈশিষ্ট্য: ইউটিউব এর সকল ফিচার পাবেন অ্যাপসটি তে। পাশাপাশি আপনি এখানে অতিরিক্ত কিছু ফিচার পাচ্ছেন। এরমধ্যে সবচেয়ে প্রিমিয়াম ফিচার হলো - ব্যাকগ্রাউন্ড প্লে। ইউটিউবে আপনি ব্যাকগ্রাউন্ড প্লে ফিচার নেওয়ার জন্য যেখানে এক্সট্রা ফি ‍দিতে হয়, সেখানে ইউটিউব ভেন্সড (Youtube Venced) অ্যাপ এ আপনি ফ্রি পাচ্ছেন। একনজরে:

১০০% বিজ্ঞাপণ ফ্রি

ব্যাকগ্রাউন্ড মিউজিক

প্লে অফলাইন

সেভ HDR মোড

হিডেন চার্জ নেই।

নিরাপদ - Youtube Based API

 

অ্যাড ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে: নিচের এই ভিডিওতে দেওয়া আছে।

Level 0

আমি মাহফুজ আহাম্মেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস