YouTube Secret SEO টিপস যা আপনার ধারণা পাল্টে দিবে!

আপনি একজন Youtuber অথবা আপনি Youtubing করার চিন্তা করতেছেন তাইতো?

তা না হলে আপনি কেন এই টিউন টি পড়তেছেন?

অবশ্যই এই দুই এর মধ্যে একজন। 

 

তো আজকে আমি আপনাদের কাছে পারসোনাল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি।  যা আপনাকে হয়তো কেউ বলবে না।  আর পাশাপাশি হয়তো আপনি অনেক ভিডিও দেখসেন Youtube SEO রিলেটেড।  কিন্তু বিশ্বাস করেন এমন টিপস হয়তো আপনি আগে দেখেন নি। 

 

আপনি হয়তো ইউটুবে এ ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু দিন শেষ এ আপনার এই ভিডিও গুলোর জিরো View।  হতে পারে ১০-১৫ টা View এমন এ তো? 

 

এতো কষ্ট তারপরেও যখন এমন রেজাল্ট তখন মন খারাপ করার এই কথা। 

 

আচ্ছা এমন টা কেন হচ্ছে আপনি কি কখনো চিন্তা করছেন?

 

এর পিছনের মূল কারণ হচ্ছে আপনার আর ইউটিউব এর রিলেশনশিপ টা তেমন একটা ভালো না। 

 

চলুন একটা উদহারণ দেয়া যাক….

 

ধরেন, আপনার girlfriend এর ফুল পছন্দ না কিন্তু তারপরেও আপনি তাকে ফুল দিচ্ছেন। 

So এখন বলেন তো আপনার Girlfriend কি আপনাকে পছন্দ করবে?

Hope কেবল কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন। আপনার আর Youtube এর রিলেশনটাও এমন হয়ে গেছে।  

 

So আপনাকে আপনার GF কে খুশি করতে আপনার কি করতে হবে বলেন তো?

 

অবশ্যই সে যা পছন্দ করে তাইতো করতে হবে তাই তো?

এবং সে যা পছন্দ করে তা আপনাকে তার থেকেই জেনে নিতে হবে। 

 

ঠিক এমনি ভাবে আপনাকে জানতে হবে Youtube আপনার থেকে কি চায়? আসলে Youtube চায় কি?

 

আচ্ছা বলেন তো Youtube কি চায়? এই মুহূর্তে আপনারা হয়তো মনে মনে অনেক কিছু চিন্তা করতেছেন কি চায় অনেকে হয়তো এই সেই ভেবে শেষ ও করে ফেলসেন। 

 

আপনি যদি নাই জেনে থাকেন ইউটিউব কি চায় তাহলে কিভাবে আপনার ভিডিও Rank করবে আপনি নিজেই বলেন?

 

আচ্ছা চলুন জেনে নেয়া যাক Youtube আসলে কি চায়। 

 

1.প্রথম যে জিনিস টা  ইউটিউব চায় সেটা হচ্ছে  Keep Viewers On The Platform (এর অর্থ Youtube চায় তার ভিউয়ার্স গুলো যেন ইউটুবেএই থাকে)

 

এবং তারা যেন বেশি বেশি ভিডিও ইউটুবেই দেখে। যাতে করে ইউটুব তার Youtube  (Adsense) এর Advertise দেখতে পারে।  এবং এখান 

থেকে তারা প্রফিট আন্তে পারে।  

 

So, আসা করা যায় কেবল আপনি কিছুটা ক্লিয়ার আপনার ভিডিও কেন ভিউস পাচ্ছে না। না বুঝলে চলুন উদাহরণ দেখে আসি.

আচ্ছা ধরেন আপনার একটি ভিডিও আপনি ইউটুবে এ আপলোড করছেন কিন্তু সেই ভিডিও টা মজাদার না। 

 

ভিউয়ার্স রা ওই ভিডিও দেখে মজা পাচ্ছে না।  এর ফল স্বরূপ সে আর আপনার ভিডিও টা দেখবে না। না দেখে করলো কি সে ফেইসবুক ওপেন করে ফেললো। 

 

এখন আপনি নিজে ভাবেন আপনার কারণে Youtube এর কি ক্ষতি হইলো?

 

আপনার ওই ভিডিও টার জন্যে Youtube একজন ভিউয়ার হারাইল So, এখন বলেন Youtube ওইভিডিও টাতে কি আরো ভিউস দিবে?

 

নাকি Down করে ফেলবে?

 

আশাকরি বুঝতে পারছেন। 

 

এই সব কিছুর পিছনে ওয়াচ টাইম কাজ করে একজন ইউসার আপনার ভিডিও যত বেশি সময় ধরে দেখবে আপনার ওই ভিডিও তত বেশি ভিউস পাবে।  তত বেশি ভাইরাল হবে। 

 

Youtube ওইভিডিও তত বেশি পুস্ করবে। এর পিছনের কারণ তো একটু আগেই বললাম Youtube কি চায়। 

 

কয়েক বছর আগেও ইউটুবে পার্টনার প্রোগ্রাম এ join হওয়ার জন্যে ১০০০ sub এবং ১০০০০ views লাগতো।  এখন সেই নিয়ম আর নেই। 

 

কেন নেই?

 

আসলে ভিউস ইউটুবে Metter রাখে না। 

Metter রাখে ওয়াচ টাইম তাইতো কেবল আপনাকে ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম as a Pertner Program requerment হিসেবে জুড়ে দেয়া হয়েছে। 

 

হয়তো আপনাকে কেবল আর বোঝাতে হবে না আপনি কি ভুল করতেছেন ভিডিও বানানোর সময়। 

 

আপনাকে এমন ভাবে ভিডিও বানাতে হবে যাতে করে আপনার ভিডিও একজন ভিউয়ার কে আটকে রাখতে পারে। 

 

পাশাপাশি কনটেন্ট কোয়ালিটি বজায় রাখতে হবে। 

 

আর মনে রাখতে হবে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে। মানে ধরেন আপনি সপ্তাহে ২ টা ভিডিও আপলোড দেন তাহলে সেই অনুযায়ী করে যেতে হবে মিস দেয়া যাবে না।  

 

মনে রাখবেন কখনোই আপনার ক্যাপাসিটির বাহিরে কাজ করতে যাবেন না।  

 

একটা রুটিন বানিয়ে ফেলুন এবং সেই হিসাবে কাজ করুন এতে ইনশাহআল্লাহ সফলতা আসবে। 

 

আশাকরি বুঝতে পারছেন কি বুঝতে চেয়েছি তারপরেও কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন আমি তো আছিই আর আমারকে Follow করতে ভুলবেন না এমন আরো টিউন পেতে। 

 

Level 0

আমি হৃদয় শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস