কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে সঠিকভাবে ট্যাগ ব্যবহার করবেন

Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

আসসালামুআলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন?আশাকরি ভাল আছেন। কারন টেকটিউনসের সাথে থাকলে সবাই ভাল থাকে। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন। কারণ আমি এর আগে অনেকগুলো টিউন প্রকাশ করেছি। যেগুলোতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা সেগুলোতে অনেক উপকৃত হয়েছেন। তো বন্ধুরা আজকের টিউনের টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন আজকের টিউনটি কি সম্পর্কিত।

আমি আমার এর আগের টিউনে বলেছিলাম আমি এই টিউনে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে সঠিকভাবে ট্যাগ ব্যবহার করবেন। তো এর জন্য প্রথমেই আপনাদের জেনে নিতে হবে, ট্যাগ কি? বিশেষ করে ইউটিউব ট্যাগ কি? তো বন্ধুরা বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।

১. ট্যাগ কি?

ট্যাগ কি তা আপনারা হয়তো অনেকেই জানেন। কিন্তু যারা নতুন ইউটিউব শুরু করেছেন তারা হয়তো জানেন না। এজন্য আমি ট্যাগ সম্বন্ধে কিছু বলে রাখি। ভিউয়ারসরা ইউটিউবে কোন জিনিসটা লিখে সার্চ করলে আপনার ভিডিওগুলি পাবে ওই কি-ওয়ার্ড গুলোকেই ট্যাগ বলে।

ট্যাগ হিসাবে আপনার ইউটিউব ভিডিওতে আপনি যে যে কিওয়ার্ডগুলো যুক্ত করবেন ওই ওই ওয়ার্ডের মধ্যে কোন ভিউয়াসরা যদি কোন টি লিখে সার্চ করে তাহলে ওই ভিউয়ার্স আপনার ভিডিওটি পেয়ে যাবেন। আপনার ভিডিওতে রেংক করানোর জন্য, ভিডিওকে ভাইরাল করার জন্য, এবং আপনার চ্যানেলকে খুব দ্রুত মনিটাইজেশন করার জন্য ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. ট্যাগ কত প্রকার ও কি কি?

ট্যাগ প্রধানত দুই প্রকার যথা:

  • প্রধান ট্যাগ
  • হ্যাশ (#) ট্যাগ

৩. ট্যাগ কোনগুলো?

আপনি আপনার ভিডিও আপলোড করার সময় নিচের ট্যাগ নামের একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে আপনি যে ট্যাগগুলো যুক্ত করবেন সেটা হল আপনার ভিডিওর প্রধান ট্যাগ। আপনি সেখানে এমন ট্যাগ ব্যবহার করবেন যা আপনার ভিডিও ছাড়াও আপনার ভিডিওর আশেপাশে অন্য ভিডিও গুলোর সাথে সম্পর্কিত। কিন্তু এর বেশিরভাগ আপনার ভিডিওর কনটেন্টের ওপর ভিত্তি করে ব্যবহার করার চেষ্টা করবেন।

৪. হ্যাশ (#) ট্যাগ কোনগুলো?

আপনি আপনার ভিডিও আপলোড করার সময় ভিডিও টাইটেল বক্সের নিচে দেখতে পান ডিসক্রিপশন বক্স। আপনি ডেসক্রিপশন বক্সে কি লিখবেন তা আমি আমার আগের টিউনে বলে দিয়েছি। আপনার ভিডিওটি কি সম্পর্কিত এবং আপনি আপনার ভিডিওটিতে ভিউয়ারদের কি কি দেখেছেন সেটি আপনি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করবেন। আর # ট্যাগ হল, আপনি ডেসক্রিপশন বক্সে কিছু কথা লিখার পরে যে ট্যাগ গুলো # চিহ্ন দেওয়ার পর লিখবেন ওইগুলো হলো হ্যাশট্যাগ। যে সম্পর্কিত আপনি ভিডিও বানিয়েছেন তার দুটি মেইন কি-ওয়ার্ড আপনি হ্যাশট্যাগ নিয়ে আলাদা আলাদা ভাবে লিখবেন। এটা হল আপনার ভিডিওর হ্যাশট্যাগ।

৫. কিভাবে কার্যকর উপায়ে ট্যাগ ব্যবহার করবেন?

আপনি সবসময় এমন ধরনের ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলো লিখে ইউটিউব এ অনেক সময় সার্চ হয়। অর্থাৎ যে ট্যাগগুলো সার্চ রেট অনেক বেশি। তো এখন কথা হলো, কীভাবে আপনি জানবেন যে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিওর জন্য কোন ট্যাগগুলো ইউটিউবে বেশি ইউজ হয়। এর জন্য প্রথমত আপনার একটি অ্যাপ এর দরকার হবে। এই অ্যাপটির নাম TubeBuddy. প্রথমত প্লে স্টোরে গিয়ে TubeBuddy লিখে সার্চ করলে ওই এপটি পেয়ে যাবেন। তারপর ওই অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে অ্যাপটি ওপেন করুন। তারপর নিচের দিকে একটি প্লাস আইকন দেখতে পাবেন ওইখানে ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে ঐখানে দেখবেন লেখা থাকবে Tag Explore। ওইখানে ক্লিক করুন।

তারপর একটি সার্চ বক্স আসবে। তারপর আপনি যে সম্পর্কে ভিডিও বানিয়েছেন অর্থাৎ আপনার ভিডিও টাইটেল যেটা হবে ওইটা সার্চ বক্সে দিয়ে দিবেন। তারপর সার্চ এ ক্লিক করবেন। এখন আপনার টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে কিছু গুরুত্বপূর্ণ আপনাকে তারা সাজেস্ট করবে। যে ট্যাগগুলো ইউটিউবে অধিকবার ব্যবহার করা হয়েছে। এখানে আপনি প্রতিটি ট্যাগ এক্সপ্লোর করে দেখতে পারবেন কোন ট্যাগটির সার্চ রেট বেশি এবং ওই বিষয়ক ভিডিও গুলির কম্পিটিশন কেমন।

এভাবে আপনি আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করলে খুব সহজে আপনার ভিডিওটি রেংকিং করবে এবং খুব সহজেই আপনার ভিডিও সবার প্রথমে সার্চ সাজেস্ট হবে। সার্চ রেজাল্টের আপনার ভিডিও আসবে সবার প্রথমে।

তো এই হল ট্যাগ ব্যবহার করার সবচেয়ে কার্যকরী উপায়। আশাকরি এই টিউনটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের এটা অনেক উপকারে আসবে। তো যদি এই টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার এই টিউনটি একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকবেন।

আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপডেট করেছি ।আবার রিভিউ করেন

    “২. ট্যাগ কত প্রকার ও কি কি?” এর অধীনে এবং
    “৫. কিভাবে কার্যকর উপায়ে ট্যাগ ব্যবহার করবেন?” এর অধীনে

    ইমেইজ যোগ করা হয়নি।

নির্দেশনা [০২]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ যোগ করা হয়নি।

টেকটিউনস টিউন গাইডলাইন অনুযায়ী টিউনে লো-রেজুলেশন ও লো ডাইমেনশন এর ইমেইজ যোগ করা যায় না।

টিউন গাইডলাইন অনুযায়ী লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে, আইটেমের সাথে প্রাসঙ্গিক, আইটেমকে রিপ্রেজেন্ট করে এমন ও ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুসরণ করে ছবি/ইমেইজ থাকতে হয়।

লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে যোগ করা ইমেইজের ডাইমেনশন 1920X1080 px হতে হয়। লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে যোগ করা ইমেইজের ডাইমেনশন 1920×1080 এর বেশি বা ইমেইজের ডাইমেনশন 1920×1080 px এর বেশি কম হওয়া যায় না। ইমেইজের ডাইমেনশন Exact 1920×1080 px হতে হয়।

অর্থাৎ টিউনে যোগ করা ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px হতে হয়।

করণীয়:

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স থেকে আপনার টিউনের সাথে প্রাসঙ্গিক ছবি/ইমেইজ খুঁজে বের করুন ও টিউনে Exact 1920×1080 px ডাইমেনশনে ছবি/ইমেইজ যোগ করুন।

যদি, টিউনের সাথে প্রাসঙ্গিক, আপনার খুঁজে পাওয়া ছবি/ইমেইজটি Exact 1920×1080 px ডাইমেনশনে না থাকে তবে ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে রিসাইজ করে টিউনে যুক্ত করুন।

উদারহরণ সরূপ টিউন ১,টিউন ২ লক্ষ করুন:

টিউনে

  1. ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স থেকে টিউনের সাথে প্রাসঙ্গিক ছবি/ইমেইজ খুঁজে বের করে Exact 1920×1080 px ডাইমেনশনে ছবি/ইমেইজ টিউনে যুক্ত করা হয়েছে।
  2. Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্সে খুঁজে পাওয়া ইমেইজটি Exact 1920×1080 px ডাইমেনশনে না থাকায় ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে রিসাইজ করে টিউনে যুক্ত করা হয়েছে।

আপনার যদি ফটোশপ, ইমেইজ রিসাইজ, ইমেইজের Aspect Ratio, ইমেইজের ডাইমেনশন সর্বপরি গ্রাফিক্স এডিটিং সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে তবে ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে ইমেইজ রিসাইজ করতে টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ রিসাইজ গাইডলাইন ও গাইডলাইনে উল্লেখিত টুল ব্যবহার করুন। টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ রিসাইজ গাইডলাইন ও গাইডলাইনে উল্লেখিত টুলের মাধ্যমে গ্রাফিক্স এডিটিং এর বেসিক না জানা থাকলেও খুবই সহজে ও দ্রুত ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে ইমেইজ রিসাইজ করতে পারবেন।

খেয়াল করুন: আপনার যদি ফটোশপ, ইমেইজ রিসাইজ, ইমেইজের Aspect Ratio, ইমেইজের ডাইমেনশন সর্বপরি গ্রাফিক্স এডিটিং সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে তবে ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে ইমেইজ রিসাইজ করতে অবশ্যই এবং অবশ্যই টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ রিসাইজ গাইডলাইন ও গাইডলাইনে উল্লেখিত টুল ব্যবহার করুন। আপনার যদি গ্রাফিক্স এডিটিং সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে তবে অন্য যে কোন অনলাইন বা অ্যাপ রিসাইজ টুল ব্যবহার করে ইমেইজ রিসাইজ করবেন না কেননা টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ রিসাইজ গাইডলাইন ও গাইডলাইনে উল্লেখিত টুলটি ইমেইজ রিসাইজ করতে ইমেইজের কোয়ালিটি যথা সম্ভব ঠিক রাখে এবং ইমেইজ রিসাইজ করতে ইমেইজকে Squeeze করে না।

আপনার যদি গ্রাফিক্স এডিটিং সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে তবে অন্য ইমেইজ রিসাইজ টুল দিয়ে ইমেইজ রিসাইজ করতে আপনার ‘ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ‘ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px নাও হতে পারে এবং ইমেইজ রিসাইজ করতে ইমেইজ Squeeze হয়ে যেতে পারে। টেকটিউনস টিউন গাইডলাইন অনুযায়ী Squeezed ইমেইজ টিউনে যোগ করা যায় না।

নির্দেশনা মোতাবেক টিউনের সকল ইমেইজ ঠিক করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

নির্দেশনা [০৩]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে ইমেইজ ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী হয়নি। টিউনে ইমেইজ Full Size হিসেবে যুক্ত না করে Large সাইজ হিসেবে যুক্ত করা হয়েছে।

করণীয়:

টিউনে ইমেইজ ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী টিউনে ইমেইজ Large সাইজ হিসেবে যুক্ত না করে Full Size হিসেবে যুক্ত করে ঠিক করে আপডেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।