আজকে আমি ইউটিউব বিষয়ে সকল কিছু তুলে ধরবো। তাই সম্পুর্ন পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
ইউটিউব হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। গুগল ইউটিউব কে 2006 সালে কিনে নেই। বর্তমানে দুইশ কোটির বেশি লোক ইউটিউব ভিজিট করে। ইউটিউবে প্রায় সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। তবে আজকের আলোচনার মধ্যে থাকছে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন এবং ভিডিওতে বেশি ভিউ ও আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে বেশি সাবস্ক্রাইব পাবেন। নিচ পয়েন্ট আকারে সবকিছু দেওয়া হলো।
1. বিষয় নির্বাচন
আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে সেই চ্যানেল হতে হবে একটি নির্দিষ্ট ক্যাটাগরির। ধরুন আপনি টিউটোরিয়াল ভিডিও আপলোড করার জন্য ইউটিউব চ্যানেল খুললেন তাহলে আপনার চ্যানেলের বিষয় হবে টিউটোরিয়াল। চ্যানেলের বিষয় একটু ভেবে চিন্তে নির্বাচন করতে হবে। কারন সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টাই। আগের মানুষের যে বিষয় ভালো লাগতো এখনকার মানুষের সেই বিষয় গুলো ভালো লাগে না। ঠিক তেমনি এখনকার মানুষ আগের কোনো কিছু পছন্দ করে না। তবে আমি একটি লিস্ট তৈরী করেছি যেগুলো বর্তমানের সবথেকে ভালো বিষয়। এই বিষয়ের চ্যানেল গুলো বর্তমানে জনপ্রিয়।
👉 টিউটোরিয়াল
👉 নিউজ
👉 গেম
👉 এক্সপ্লেইনেশন
👉 রান্না
👉 চাকরির খবর
এই বিষয়ের চ্যানেল গুলো বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। তাই আপনি যদি আপনার ভিডিওতে বেশি ভিউ পেতে চান তাহলে একটু পপুলার বিষয় খুঁজে তৈরী করুন। তবে কিছু চ্যানেল আছে যেগুলো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে না। ইউটিউব তাদের নতুন নিয়মে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে। নিচে কিছু চ্যানেলের লিস্ট দেওয়া হলো যেগুলো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে না।
👉 whatsapp status
👉 tiktok
👉 gaming (without commentary)
👉 slideshow image
👉 no creativity
👉 without commentary any channel's
বিষয় গুলো দেখে বোঝা যাচ্ছে আপনাকে যদি ভিডিও ইউটিউবে আপলোড দিতে হয় তাহলে অন্তত পক্ষে ভয়েস দেওয়া লাগবে। টিকটক চ্যানেল গুলোতেও আপনি মনিটাইজেশন পাবেন যদি ভয়েস দিতে পারেন। সব কথার এক কথা হলো আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তাই ইউটিউবে ইনকাম করতে চাইলে একটু অভিজ্ঞ হয়ে কাজ করা শ্রেয়।
2. ভিডি কোয়ালিটি
ইউটিউবের নিয়ম অনুযায়ি কমপক্ষে 480p এর ভিডিও হলে সবথেকে ভালো হয়। তবে আমি সাজেস্ট করবো কমপক্ষে 720p এর ভিডিও আপলোড করার। যত বেশি রেজুলেশনের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও তত বেশি র্যাংক করবে। যার প্রফেশনাল মানের ইউটিউবার তারা সাধারণত 1080p এর ভিডিও আপলোড দিয়ে থাকে। তবে ভিডিওর রেজুলেশন তো বেশি জরুরি না। আপনার কন্টেন্ট হতে হবে ইউনিক এবং কাজের। এখন আপনার ভিডিওতে যে শুধু ভিউ পেলে চলবে তা নই। আপনার ভিডিওতে ওয়াচটাইম বেশি হওয়া লাগবে। ইউটিউবের রোবট ওয়াচটাইমের উপর বেশি নজর দেই। তাই ভিডিওর কন্টেন্ট যত পারেন ভালো করার চেষ্টা করুন।
3. থাম্বনেইল
ইউটিউবে যদি বেশি ভিউ পেতে হয় তাহলে সবথেকে বেশি থাম্বনেইলের উপর নজর দিতে হবে। থাম্বনেইল অনেকটা কভারের মতো। কোনো বস্তুর কভার যত ভালো হয় মানুষের নজর সেইদিকে চলে যায়। এখন আপনার এই কন্টেন্ট ভালো কিন্তু ভিডিওর থাম্বনেইল ভালো নয় তাহলে আপনার তৈরী কন্টেন্ট কোনো ভিজিটরের নজরে আসবে না। যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তারা অনেক ভালো থাম্বনেইল তৈরি করতে পারবেন। তবে যারা মোবাইল ব্যবহার তারা "pixellab" নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। যেহেতু থাম্বনেইল আপনার ভিডিওতে বেশি ভিউ এনে দেয় তাই থাম্বনেইল যত পারেন ভালো করার চেষ্টা করুন।
4. ট্যাগ
ধরুন কিভাবে মাংস রান্না করে সেই বিষয়ে একটি ভিডিও আপনি সার্চ দিলেন। এখন সার্চ বক্সে আপনি লিখলেন " কিভাবে মাংস রান্না করে "। সার্চ দেওয়ার পর অনেক গুলো ভিডিও চলে আসলো। এখানে তারা মাংস রান্নার সম্পর্কে ট্যাগ যোগ করেছে। আপনার ভিডিও তেও ঐরকম ট্যাগ যোগ করতে হবে। তা না হলে কেও আপনার ভিডিও খুলেই পাবে না। যদি আজেবাজে ট্যাগ যোগ করেন তাহলে ইউটিউব আপনার চ্যানেল ব্যান্ড করে দিতে পারে। তাই আপনার ভিডিও সম্পর্কযুক্ত ট্যাগ যোগ করতে হবে। আপনি চাইলে "Rapid tag" নামক ওয়েবসাইট ব্যবহার করেও ট্যাগ জেনারেট করতে পারেন।
6. টাইটেল
যখন আমরা কোনো ভিডিও ইউটিউবে সার্চ দিই তখন যেসব ভিডিও আসে তাদের নিচে ভিডিও সম্পর্কিত কিছু তথ্য দেওয়া থাকে। এটাই ভিডিওর টাইটেল। এখন আপনার ভিডিওতে ঐরকম টাইটেল যুক্ত করতে হবে। টাইটেল এর ক্ষেত্রে আপনার ভিডিওর মেন ট্যাগ হ্যাস ট্যাগ(#) আকারে যুক্ত করতে পারেন। তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে।
7. ডিস্ক্রিপশন বক্স
আমরা যদি কোনো ভিডিও দেখতে দেখতে ঐ ভিডিওর টাইটেলে ক্লিক করি তাহলে ভিডিও সম্পর্কে নানান তথ্য আমাদের সামনে হাজির হয়। এটাই হলো ডিস্ক্রিপশন বক্স। ইউটিউব ডিস্ক্রিপশন বক্সে পাঁচ হাজার ওয়ার্ডের লিমিট রেখেছে। অর্থাত আপনি পাঁচ হাজার ওয়ার্ডের মধ্যে যেকোনো কিছু লিখতে পারবেন। তবে বেশিরভাগ লোক ডিস্ক্রিপশন বক্স ফাকা রেখে দেই অথবা লিখলেও খুব কম লিখে ছেড়ে দেই। আপনি চাইলে ডিস্ক্রিপশন বক্সের মাধ্যমে ভিডিওতে বেশি ভিউ পেতে পারেন। ডিস্ক্রিপশন বক্স নিচের নিয়ম অনুযায়ী লিখতে পারেন।
👉 আপনার ভিডিও সম্পর্কিত কিছু তথ্য দিন।
👉 আপনার কোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকলে তার লিংক দিতে পারেন।
👉 আগের কোনো ভিডিও আপলোড দেওয়া থাকলে সেই ভিডিওর তিন থেকে চারটার লিংক দিন। তাহলে আগের ভিডিও গুলোতেও ভিউ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
👉 ভিডিও সম্পর্কিত যত ট্যাগ আছে সেগুলো বসিয়ে দিন। চাইলে ট্যাগ দেওয়ার জন্য আলাদা সেকশন ব্যবহার করতে পারেন।
👉 হ্যাস ট্যাগ (#) সহিত আপনার ভিডিওর মেন কিওয়ার্ড দিন
👉 শেষে কিছু নিতি কথা দিয়ে দিতে পারেন।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আশাকরি ভালো কিছু নিয়ে হাজির হবো। ততদিন সবাই ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে টিউমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে
আমি Shimul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।