ইউটিউবে কত ঘন্টা সময় ব্যায় করেন আপনি, দেখে নিন তার হিসাব

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন

একটা সময় ছিলো যখন টিভি ছাড়া অন্য কিছু দেখার সুযোগ পেতাম না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম টিভির সামনে। কখন দেখাবে আমাদের পছন্দের সিনেমা কিংবা নাটকটি। এখন সেই সিমাবদ্ধতা নেই। আছে সীমাহীন স্বাধীনতা। হাতের এই ছোট্ট ডিভাইসটি হয়েগেছে তথ্যের জাহাজ।

এই যেমন ধরেন ইউটিউবের ভিডিও। যদি এখন থেকে একটা একটা করে ভিডিও দেখা শুরু করেন আমার মনে হয়না কিয়ামতের আগে শেষ হবে। আপনিকি জানেন আপনি সারাদিন কি দেখেন, কি লিখে সার্চ করেন, কয় ঘন্টা ভিডিও দেখেন এই যাবতীয় সকল তথ্য জানে আপনার প্রিয় গুগল।

আপনি সারাদিন অনলাইনে কি করেন?হতে পারে গুগলে, ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করেন। মোটামুটি আপনার সারাদিনের কর্মকাণ্ড আপনার ব্রাউজারের হিস্টোরিতে থাকে। আর সেটা আপনি ক্লিয়ার করে রাখেন। কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে গুগলে myactivity.google.com লিখে সার্চ করেন। সেখানেও দেখবেন আপনার আমলনামা।

তাহলে এর থেকে বাচার উপায় কি! গুগল ক্রোম অথবা ইউটিউবের incognito mode ওপেন করে ব্রাউজিং করতে পারেন। এতে করে নতুন কোনো হিস্টোরি এড হবেনা। এই ট্যাবটি ওপেন করতে নিচের স্কিনশট গুলো দেখে নিন।

googleincognito

youtube

incognito 2

 

এবার আসেন দেখি ইউটিউবে আপনি কত ঘন্টা সময় ব্যায় করেন। নিচের স্কিনশটগুলো দেখে নিন।

youtube 1

youtube 2

youtube 3

সো বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। এমন চমৎকার ও ইন্টারেস্টিং টিউন পেতে টেকটিউনসের সাথেই থাকুন।

কথা হবে নেক্সট টিউনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরাপদ রাখুন আপনার পরিবেশ। আপনাদের সবার জন্য রইলো সুভকামনা। খোদা হাফেজ।

Level 2

আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস