বর্তমানে আমরা সবাই কমবেশি ইউটিউবে ভিডিও দেখি কিন্তু বর্তমানে ইউটিউব এর অবস্থা পুরো BTV এর মত হয়ে গেছে খালি AD আর AD মানুষ শান্তিতে একটু ওয়াজ নছিহত ও শুনতে পারেনা! আর আমরা যারা টিউটোরিয়াল দেখি তাদের জন্য এটা অনেক বেশি বিরক্তের তাই এর সহজ সমাধান হচ্ছে AD Block করে দেওয়া।
জাস্ট লিঙ্ক এ ক্লিক করে এক্সটেনশান টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন Adblock for Youtube™
অথবা Adblock for Youtube extension লিখে ব্রাউজার এ সার্চ করুন।
তারপর Button অফ থাকলে অন করে দিন AD বন্ধ হয়ে যাবে চিরতরে। আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি খুভ ভালো কাজ করতেছে, আরো অনেক এক্সটেনশান আছে বাট ফ্রিতে এইটাই বেস্ট বলে আমি মনে করি, ধন্যবাদ সবাইকে আর্টিকেলটি পড়ার জন্য।
আমি আব্দুল্লাহ আল মহসীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।