কম টাকার মধ্যে সেরা তিনটি মাইক্রোফোন
আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তারা ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করি। ভালো ভিডিও তৈরি করার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির সাউন্ড হতে হয়। ভিডিওর মধ্যে যদি ভালো কোয়ালিটি সাউন্ড না হয় তাহলে সেই ভিডিওটি দর্শকরা দেখতে চায় না। একদিকে যেমন আমাদের ভালো কোয়ালিটির ভিডিওর দিকে নজর রাখতে হয়, তার পাশাপাশি আমরা যখন নতুন কন্টেন ক্রিয়েট করা শুরু করি তখন কম বাজেটের মধ্যে সেরা একটি মাইক্রোফোন কেনার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে তিনটি মাইক্রোফোন নিয়ে কথা বলব যে তিনটা মাইক্রোফোন খুবই কম প্রাইস এবং মানের দিক দিয়ে ভাল।
আমি প্রথমেই বলব Boya By M1 মাইক্রোফোনের কথা। Boya By M1 এই মাইক্রোফোনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম, নাটক, টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। এক কথায় বলতে গেলে সকল ধরনের ভিডিও করতে পারবেন। মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। এটির দাম পড়তে পারে ১000 থেকে হাজার ১৮00 টাকা।
কিনতে পারেন এখান থেকে : https://www.facebook.com/bdrialtoshop
এখন আমি Hvit মাইক্রোফোন নিয়ে কথা বলব। এই মাইক্রোফোন দিয়ে আপনি শর্ট ফিল্ম, নাটক, টিউটোরিয়াল করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব যারা শুধুমাত্র টিউটোরিয়াল ভিডিও করবেন তারাই এই মাইক্রোফোন টা ব্যবহার করতে পারেন। এটি দামের দিক দিয়েও অনেক কম। Hvit মাইক্রোফোন মোট দুটি মডেল বাজারে পাবেন। Havit HV - M80, Havit HV 60
কিনতে পারেন এখান থেকে : https://www.facebook.com/bdrialtoshop
এরপর আমি আরো একটি মাইক্রোফোনে নিয়ে কথা বলব সেটি হচ্ছে Panasonic EM-2800A Boom এটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের সকল নাটক, শর্ট ফিল্ম, ওয়াজ মাহফিল রোকর্ড দেখবেন সব কিছুই করা হয় Panasonic EM-2800A Boom দিয়ে। কম বাজেটের মধ্যে এটি খুবই ভাল মাইক্রোফোন
কিনতে পারেন এখান থেকে : https://www.facebook.com/bdrialtoshop
আমি উপরে যে তিনটি মাইক্রোফোনে কথা বললাম এ তিনটি মাইক্রোফোনে আপনারা কিনতে পারবেন এই লিংকে কিনতে পারেন এখান থেকে : https://www.facebook.com/bdrialtoshop ক্লিক করে তারা আপনাকে ক্যাশ অন ডেলিভারি সুযোগ দিবে আপনার প্রোডাক্ট দেখে তারপর টাকা দেওয়ার সুযোগ পাবেন।
আমি খাইরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।