বাংলাদেশে বড় বা নামকরা ইউটিউবার তো অনেকেই আছেন এবং আপনারা অনেকেই তাদের চেনেন বা জানেন। কিন্তু কত জন মহিলা ইউটিউবার কে চেনেন যাদের অনেকের সাবস্ক্রাইবার সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে? এমনই কয়েকজন সাহসী নারী ইউটিউবারের গল্প আজ লিখবো।
এখানে ১০ জন বাংলাদেশী মহিলা ইউটিউবারদের ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে একটি কথা বলছি, এই ১০ টি চ্যানেল আমি একান্ত নিজের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করেছি। সে জন্য সবার পছন্দের সাথে আমার পছন্দ নাও মিলতে পারে। তাহলে শুরু করা যাক-
এই ইউটিউব চ্যানেলটি আমাকে বেশ অবাক করেছে। আমার মনে বার বার একটি প্রশ্ন জেগেছে যে, একটি শিশুকে কেন্দ্রিক ভিডিও তৈরি করে কিভাবে একটি ইউটিউব চ্যানেল এত সহজে ২৫ লাখের বেশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে? একটি প্রফেশাল বাংলা ইউটিউব চ্যানেল যেখানে ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুতে পারছে না সেখানে একটি শিশুর বিভিন্ন ইভেন্ট নিয়ে ভিডিও তৈরি করে একজন বাংলাদেশি মহিলা আড়াই মিলিয়ন এর বেশি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুয়ে ফেলেছেন। সত্যি অবাক করা বিষয়। এই চ্যানেলটি “লাকি” নামের একটি ছোট্ট শিশুর মা নিজে পরিচালনা করছেন। তবে এই চ্যানেলটি বর্তমানে UK থেকে পরিচালনা করা হচ্ছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UCGS6-8s-xTgUAGHwNqbhYQw
যারা রান্নাবান্নায় একটু দূর্বল তারা এই Vlog চ্যানেলটির হেল্প নিতে পারেন। কিংবা নতুন নতুন রেসিপি সম্পর্কে আইডিয়া নিয়ে ভালোমানের রাধুনি হতে চাইলে ইউটিউব চ্যানেলটি আপনার বেশ উপকারে আসবে। কারণ এখানের পারিবারিক রান্নাবান্নার বিষয় থেকে শুরু করে প্রায় সকল ধরনের অ্যাডভান্স লেভেলের রান্নাবান্নার বিষয়ে ভিডিও শেয়ার করা হয়। এই চ্যানেলটিতে বর্তমানে প্রায় ১৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UC2FrqldzfmxVaOzOqSqIZYg
এটি কুকিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেল। ঘরোয়া পরিবেশের রান্নাবান্না শিখতে চাইলে আপনি এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। কারণ এই চ্যানেলের বেশির ভাগ ভিডিওতে সকল ধরনের ঘরে তৈরি খাবারের আইটেম নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এই চ্যানেলের ভিডিও অনুসরণ করে আমি নিজেও অনেক ধরনের আইটেম রান্না করা শিখেছি। বর্তমানে এই চ্যানেলে প্রায় ১৭ লক্ষ্য এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল কিঙ্ক - https://www.youtube.com/channel/UCYtF9WkDFA6kEeyulEh3Ynw
সর্বপ্রথম ২০১৫ সালে আয়েশা সিদ্দিকা এই ইউটিউ চ্যানেলটি চালু করেন। তারপর ২০১৬ এর ০২ জানুয়ারি ১ মিনিট ৩ সেকেন্ডের (সিঙ্গারা ভাঁজ করা) প্রথম একটা ভিডিও আপলোড করা হয়। এই ভাবে মিসেস সিদ্দিকা শখের বশে ১ বছরে ৮/৯ টার মতো ভিডিও শেয়ার করেন। তারপর ২০১৭ সালের ২৫ এপ্রিল “ডোরাকেক” নামক ভিডিও দিয়ে ইউটিউব জগতে সত্যিকার অর্থে তিনি পা রাখেন। এভাবে তিনি হাটি হাটি পা পা করে বর্তমানে প্রায় ১৩ লক্ষ সাবস্ক্রাইবার এর মাইল ফলক অজর্ন করে নিয়েছেন।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UC5xIZOXLw-dd617GoPPDgbw
নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন যে, এটি একটি রান্নাবান্না সংক্রান্ত ইউটিউব চ্যানেল। মিসেস রুমানা নিজেই এই চ্যানেলটি পরিচালনা করছেন। তার ভাষ্য অনুসারে তিনি চেষ্টা করেন মানুষকে কনফিউজ না করে সহজ উপায়ে রান্না শেখানোর। তিনি প্রতিটা ভিডিওতে চেষ্টা করছেন যত বেশী সম্ভব সহজ ও ট্রেডিশনালভাবে সবকিছু উপস্থাপন করতে। তার চ্যানেলে বর্তমানে প্রায় ১১ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/c/rumanaranna
এটিও রান্নাবান্না সংক্রান্ত একটি ইউটিউব চ্যানেল। মিসেস রাবেয়া তার নিজের ঘরে প্রায় সকল ধরনের ঘরোয়া রেসিপিসহ বিভিন্ন ধরনের বিদেশি রান্নাবান্নার আইটেম নিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেন। রান্নাবান্নার যত ধরনের টুকিটাকি আইটেম রয়েছে তার প্রায় সকল ধরনের রান্নার ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়। একজন গৃহিনী হিসেবে আপনি স্বামী ও সংসারের মানুষকে খুশি করতে চাইলে এই ইউটিউ চ্যানেল থেকে রান্নার কাজ শিখে নিতে পারেন। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে ৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/c/RabiyasHouse
এই ইউটিউ চ্যানেলটি আমাকে বেশ অবাক করেছে। প্রথমে দেখে আমার বিশ্বাস হয়নি যে, এটি একটি বাংলাদেশে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অসংখ্যা বাংলা, ইংরিজী ও হিন্দি গানের ড্যান্স রয়েছে। সাধারণত এ ধরনের ড্যান্সের ভিডিও বাংলাদেশের মেয়েরা করতে চায় না। সে জন্য আমার কাছে অবাক লেগেছিল। এই চ্যানেলটি “রিদি শেখ” নামের একটি মেয়ে ও তার কয়েকজন ফ্রেন্ড মিলি বিভিন্ন সময় গানের ড্যান্স ভিডিও তৈরি করে ইউটিউবে শেয়ার করে। সে বেশিরভাগ সময় সমসাময়িক টপ গানের ভিডিওতে ড্যান্স ও নৃত্য পরিবেশন করে। বাঙ্গালি মেয়ে হিসেবে তার ড্যান্স আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া বর্তমানে তার ইউটিউব চ্যানেল প্রায় ৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/c/RidySheikh
মিসেস সেলিন রহমান একজন মাধ্য বয়স্ক ভদ্র মহিলা। যিনি বর্তমানে তার স্বামী সংসার সহ তিন মেয়ে নিয়ে আমেরিকাতে বসবাস করছে। তিনি ইউটিউব চ্যানেলে সবসময় রান্নাবান্নার পাশাপাশি লাইফস্টাইল নিয়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ভিডিও তৈরি করেন। রান্নাবান্নার শেখার সাথে সাথে কিভাবে স্বামী সংসার ও ছেলে মেয়ে লালন পালন করতে হয় এবং কিভাবে ঘর গুছাতে হয়, সে বিষয়ে জানাতে চাইলে নিশ্চিতভাবে আপনি মিসেস সেলিনা রহমান এর ইউটিউব চ্যানেলটি আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় ৭ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/c/SelinaRahmanusa
এটিও রান্নাবান্না শেখার একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের এডমিন বলছেন যে, আমি রান্না শিখছি। তাই সব সময় চেষ্টা করি সঠিক রেসিপি দেয়ার আর এই চেস্টার মাঝে কিছু ভুল হয়েও যেতে পারে। তবে বিভ্রান্তিকর তথ্য প্রদান না করে সঠিক রেসিপিটি তুলে ধরার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহে ২-৩টি রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলেই আমি আনন্দিত।
তিনি বেশ স্পস্টভাষী একজন মহিলা। আমার কাছে তার চ্যানেলটি বেশ ভালো লেগেছে। রান্না শেখার আগ্রহ থাকলে আপনি তার চ্যানেল থেকে পুরান ঢাকার বিরিয়ানি সহ বিভিন্ন আঞ্চলিক খাবারের রান্নাবান্না শিখতে পারবেন। বর্তমানে তার চ্যানেল ৪ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UCRdym-XBtP9mpVteuB0w47Q
এই চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছেন যে, এটি একটি সাজগোজ শেখার ও বিউটিশিয়ানদের ইউটিউব চ্যানেল। সাজগোজ করে সুন্দর হতে কে না পছন্দ করে! বিশেষকরে প্রায় সকল বয়সের মেয়ে ও মহিলাদের ক্ষেত্রে সাজগোজ করাটা খুব কমন বিষয়। সুন্দরি মহিলারা আরো সুন্দর হওয়ার জন্য প্রতি মাসে বিউটি পার্লারের যায় না এমন মহিলা খুব কম আছে। পার্লারে না গিয়েও নিজে নিজে পার্লারের মত সাজগোজ শিখতে চাইলে আপনি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও এই চ্যানেলে লাইফস্টাইল বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। এই চ্যালেটিতে বর্তমানে প্রায় ৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।
চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/c/MakeupManiacByLindaSince2015
আশা করি অনুপ্রাণিত হয়েছেন লেখাটি পড়ে। আমি বিশ্বাস করি যে, সৎ চেষ্টা থাকলে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। এই নারীগন তারই প্রমাণ। লক্ষ্য টাকা আয় করছেন সেটা বড় কথা নয় বরং তারা যে নিজেদের এতটা উপরে নিয়ে গেছেন নিজেদের চেষ্টায় নিজের স্বাবলম্বী করেছেন এটাই গর্বের ব্যাপার। যাইহোক চেষ্টা থাকলে আর কোন কিছুর পেছনে লেগে থাকলে সেটা এক সময় ধরা দেবেই হোক যতই কঠিন। ভালো থাকুন। প্রযুক্তির সাথে থাকুন।
আমি অরিঞ্জয় ভৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I love to write about technology. I believe, Learning Tech always helps to live better.