প্রিয় সুহৃদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আধুনিক প্রযুক্তি আমাদের জীবন যাত্রার মানকে যেমন উন্নত করেছে; তেমনি এর মাত্রাতিরিক্ত ব্যবহার নষ্ট করেছে লাখো মানুষের সময়, পরিবার ও তারুন্যের সম্ভাবনাকে। আমরা সবসময় বিজ্ঞানের পক্ষে প্রযুক্তির পক্ষে কথা বলি। কিন্তু প্রযুক্তিকে পুঁজি করে যারা সাধারন মানুষকে অন্যায় করতে প্রলুব্ধ করে তারা আসলেই কুরুচিপূর্ণ।
হাজারো ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল সহ আরো বহু জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ খেই হারিয়ে ফেলে আসলে কোন সাইটে প্রবেশ করবে। যে সময়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে বিনোদনে নিজেকে মাতিয়ে রেখেছেন সেই একই সময়ে কিছু প্রত্যয়ী মানুষ আত্মোন্নয়নমুলক কাজ করে প্রযুক্তি নির্ভর পৃথিবীতে নিজেদের এগিয়ে রাখছেন।
স্মার্টফোন আর সাথে যদি ইন্টারনেট সংযুক্ত থাকে তাহলে সমগ্র বিশ্ব হাতের মুঠোয়। ফলে জ্ঞান অন্বেষণের পথও সুগম হয়েছে। নিরক্ষরদের দাস বানানো যায় আর সংকটাপূর্ণ মুহূর্তে জ্ঞানীরা নিতে পারেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত। তাই সময়কে ব্যয় করুন নিজস্ব রুটিন পরিকল্পনানুসারে। গত ২৬ মার্চ থেকে আজ অবধি আমরা ১, ১৫২ ঘণ্টা অতিবাহিত করেছি হোম কোয়ারেন্টাইনে। যেকোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্যে অর্ধ হাজার ঘণ্টায় যথেষ্ট। অতীত ফিরে পাওয়া যায়না; বর্তমানকে কাজে লাগানো অতীব প্রয়োজন। তাই আপনাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন আত্মোন্নয়নমুলক বিষয়ে ইউটিউবে ভিডিও শেয়ার করছে আমাদের টিম সাথেই থাকুন।
https://www.youtube.com/channel/UC4ThK6mDIJ7udVOkpS0U4hA?view_as=subscriber
পাশাপাশি আমাদের পেজের আর্টিকেল পড়ে আপনি হবেন আরো ইতিবাচক ও প্রবল আত্মবিশ্বাসী। https://web.facebook.com/turningpointBTE/
আমি মোঃ আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।