আসসালামু ওয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমার দ্বিতীয় টিউন। গত টিউনে আমরা দেখেছিলাম কিভাবে জিমেইলে একাউন্ট করতে হয়।
যদি না দেখে থাকেন দেখতে পারেন এখান থেকে :
এখন আমরা দেখবো কিভাবে ইয়াহু একাউন্ট তৈরী করতে হয়।
Step 1 :
আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন।
আপনার ব্রাউজারের এড্রেস বার এ ইয়াহু এর ওয়েব এড্রেস টাইপ করুন http://www.yahoomail.com
এখন আপনাদের সামনে ইয়াহু মেইল এর হোম পেজ আসবে
এখন Sign Up এ ক্লিক করুন
এবার ইয়াহু আপনাকে তাদের সাইন আপ পেজ এ নিয়ে যাবে। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরন করুন--
1. আপনার নামের প্রথম অংশ লিখুন
2. আপনার নামের শেষ অংশ লিখুন
3. নিজের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরী করুন
4. আপনার একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন
5. আপনার দেশ নির্বাচন করুন
6. আপনার সচল মোবাইল ফোন নাম্বার দিন। এই নাম্বারটি ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হবে।
7. আপনার জন্ম যে মাসে তা নির্বাচন করুন
8. আপনার জন্ম তারিখ নির্বাচন করুন
9. আপনার জন্ম সাল নির্বাচন করুন
10. আপনার লিঙ্গ নির্বাচন করুন
সবকিছু ঠিক ভাবে পূরন করা হলে Continue তে ক্লিক করুন
এবর ইয়াহু আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার একাউন্ট টি ভেরিফাই করবে। নিচের যে কোন একটি অপশন নির্বাচন করে Text me and Account Key এ ক্লিক করুন
এখন ইয়াহু আপনার মোবাইলে একটি কোড পাঠাবে। কোডটি নিচের ছবিতে দেখানে বক্স এ বসিয়ে Verify এ ক্লিক করুন.
সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত একটি পেজ আসবে এখানে Click Lets get started এ ক্লিক করুন
যদি আপনি আপনার সোস্যাল মিডিয়া একাউন্ট সেপআপ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। না চাইলে skip setup এ ক্লিক করুন
এখন আপনার ইয়াহু একাউন্ট ব্যবহারের জন্য তৈরী
টিউটোরিয়াল টি ভালো লেগে থাকলে টিউমেন্ট করুন। তাহলে ভবিষ্যতে নতুনদের জন্য এরকম টিউন করার সাহস পাবো। ধন্যবাদ
নতুনদের জন্য আমার ব্লগ :
study4earn.blogspot.com
নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেল :
https://www.youtube.com/channel/UC8t7BTTUEZQguTDPoSfnb2A
ফেসবুক এ আমি :
আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।