সবাইকে সালাম জানিয়ে টেকটিউনস এ আমার প্রথম টিউন লিখতে বসলাম
ইমেইল সেন্ডারের আইপি এড্রেস নিরভর করে কোন ইমেইল প্রোভাইডার দিয়ে ইমেইল সেন্ড করা হচ্ছে।আমরা জানি অনেক ইমেইল প্রোভাইডার রয়েছে তারা ইমেইল প্রোভাইড করে থাকে...
আমার এই টিউন এর মাধ্যমে জিমেইল এবং ইয়াহু এর আইপি চেক করতে পারব
চলুন শুরু করা যাক
১ ইন্টারনেট কানেকশন 😛
আমি স্ক্রিনসটের মাধ্যমে দেখানোর চেস্টা করব।।
প্রথমে ইয়াহু থেকে জিমেইল এ সেন্ডকারীর আইপি এড্রেস জানার চেস্টা করব
এই ইমেইল এর সেন্ডারের আইপি জানার জন্ন প্রথমে ইনবক্সের মেসেজটিতে ক্লিক করতে হবে,তারপরে menu থেকে show original এ ক্লিক করুন
যখন আপনি এখানে ক্লিক করবেন এটা আপনাকে টেক্স এর মাধ্যমে ইমেইলের এর ডিটেইলস জানাবে
এখন আমাদের এখান থেকে আইপি এড্রেস খুজে বের করতে হবে
পিক টেতে Received:by এর মাধ্যমে আমরা ইমেইল সেন্ডারের আইপি জানতে পারব 😛
এখানে আমরা জিমেইল থেকে ইয়াহুতে মেসেজ সেন্ডকারীর আইপি জানার চেস্টা করব
সাভাবিকভাবেই ইয়াহু থেকে জিমেইল এ মেসেজ সেন্ড করুন
জিমেইল এর আইপি জানার জন্ন ইনবক্সের ইমেইল টতে ক্লিক করুন এবং নিচের দিক থেকে More এ ক্লিক করুন সেখান থেকে View Full Hrader সিলেক্ট করুন
View Full Hrader এ ক্লিক করার পরে একটি টেক্স পেজ দেখতে পাব এখান থেকে আমাদের জিমেইলের আইপি খুযে বের করব
টেক্স টিতে আমাদের X-Originating-Ip: খুজে বের করতে হবে
এই x-originating-ip থেকে আমরা জিমেইল সেন্ডকারীর আইপি জানতে পারব। 😆
এভাবেই আমরা ইমেইল সেন্ডারের আইপি জানতে পারব 😀
আপ্নারা এই আইপি সম্নধ্যে আরো কিছু জানতে চাইল Whatismyipaddress থেকে জানতে পারব 😆
বুঝতে কোন সমস্যা হলে টিউন্মেন্টের মাধ্যমে জানান
আমি শাহরিয়ার সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।