এখন থেকে ইয়াহুতে সব মেইল পড়ার সুযোগ করে দিল ইয়াহু, যা দিয়ে আপনি গুগোল, আউটলুক সহ আরো বিভিন্ন রকম ইমেইল একাউন্ট কানেক্ট করে এক ইমেইল থেকে সব মেইল পড়তে পারবেন। Yahoo মেইলে Gmail, Outlook, Aol Mail সহ আরো অনান্য মেইল একাউন্ট এড করার সুযোগ করে দিল ইয়াহু।
প্রত্যেকটি ইমেইল একাউন্টের জন্য আলাদা ভাবে মেইল দেখার সুযোগ।
তবে একটি কথা আপনি শুধু ইমেইল পড়তে পারবেন পাঠাতে পারবেন না। ভবিষৎতে পাঠানোর সিস্টেমটি এড করবে কিনা জানিনা।
যে ভাবে একাউন্ট গুলো এড করবেন ইয়াহুতে-
১.১. প্রথমে ইয়াহু মেইলে লগিং করে মেইলে আসলে নিচের মত উইনডো দেখতে পাবেন। সেখান থেকে Connect an inbox এ ক্লিক করুন।
১.১. যারা প্রথম স্টেপটি ক্লোস করে দিয়েছেন বা উইনডোটি আপনার প্রদর্শিত হয়নি তারা এই স্টেপ থেকে শুরু করতে পারেন। প্রথমে Inbox এ মাউসের রাইড বাটন ক্লিক করে Edit settings এ ক্লিক করুন। নিচের চিত্রের মত করে
২. ওইখানে ক্নিক করলে নিচের চিত্রের মত একটি উইনডো পাবেন। সেখান থেকে Accounts ক্লিক করুন। ক্লিক করলে Email address বসানোর জন্য একটি ফাকা ঘর পাবেন। ওইখানে আপনার Gmail, Outlook, Aol মেইল বসিয়ে Add mailbox এ ক্লিক করুন।
৩. ক্লিক করলে নিচের চিত্রের মত একটি পপআপ উনডো আসবে সেখান তেকে Allow বাটনে ক্লিক করুন। নিচের চিত্রের মত করে।
৪. এর পর নিচের চিত্রের মত একটি উইনডো পাবেন সেখানে আপনার দেওয়া ইমেইলের নাম এবং ইমেইল আইডি দেখতে পাবেন। এরপর Done বাটনে ক্লিক করুন। নিচের চিত্রের মত করে
৫. ব্যাস আপনার কাজ হয়ে গেছে। আরো যদি ইমেইল একাউন্ট এড করতে চাইলে নিচের চিত্রের মত করে করুন। প্রথমে ১.১ নং এর মত করে Account এ ক্লিক করলে এখন নিচের চিত্রের মত দেখতে পাবেন।
৬. Add another mailbox ক্লিক করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন। আপনি যেই মেইল একাউন্ট এড করতে চান সেই ইমেইল ক্লায়েন্ট সিলেক্ট করুন।
বাকি কাজ এখন আপনি নিজেই করতে পারবেন।
টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।