দেখে নিন এ বছর ইয়াহুতে সবচাইতে বেশী কি খুজা হয়েছে

বছর প্রায় শেষ হতে চলল। বছরটি নানা কারণে আলোচিত। এই বছরে সবচেয়ে বেশিবার যা খোঁজা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। এবার তালিকায় যেমন মডেল, অভিনেত্রী, খেলোয়াড় ছিল তেমনি ছিল মোবাইল ফোনও। সার্চ ইঞ্জিন ইয়াহুতে গত বছরের সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছিল ইবোলা।

১. ববি ক্রিস্টিনা ব্রাউন
এ বছর সবচেয়ে বেশিবার যাকে অনলাইনে খোঁজা হয়েছে তিনি হলেন সংগীত তারকা হুইস্কি নিউট্রনের মেয়ে ববি ক্রিস্টিনা। বছরের প্রথম মাস জানুয়ারির ৩১ তারিখে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় নিজের বাড়ির বাথটাব থেকে অচেতন অবস্থায় ববি ক্রিস্টিনাকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার পর থেকেই কোমায় ছিলেন তিনি। প্রায় ছয় মাস কোমায় থাকার পর এ বছরের ২৬ জুলাই মাত্র ২২ বছর বয়সে মৃত্যু হয় ববির। এ বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ববি ক্রিস্টিনা।

২. আইফোন
চলতি বছরের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস নামে দুটি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবির তিনটি সংস্করণে বাজারে আসা এই আইফোন দুটির মাপ চার দশমিক সাত ইঞ্চি ও সাড়ে পাঁচ ইঞ্চি। বাজারে আসার প্রথম সপ্তাহ শেষে এক কোটি ৩০ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়। প্রথম সপ্তাহ শেষে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস বিক্রির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড। বাজারে আসার পরে এই ফোনের ব্যাপারে খোঁজা শুরু হয়ে যায়। এ বছরে অনলাইনে খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে আইফোন।

৩. ক্যাটলিন জেনার
লিঙ্গ পরিবর্তন করে নারী হওয়া ক্যাটলিন জেনার এ বছর ইয়াহুতে সবচেয়ে বেশি খোঁজার দিক থেকে তৃতীয় স্থানে আছেন। অলিম্পিকে সোনা জয়ী সাবেক এই তারকার নাম ছিল ব্রুস জেনার। মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ানের সঙ্গে একটি টেলিভিশন শো করেছেন তিনি। এ বছরের এপ্রিলে তিনি লিঙ্গ পরিবর্তন করেন।

৪. ক্যান্ডেল জেনার
মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ানের বোন ক্যান্ডল জেনার আছেন চারে। ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে তাঁর ছবি এ বছরের সবচেয়ে বেশি লাইক পেয়েছে। ক্যান্ডল জেনার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তাঁর চুলের একটি ছবি দেখতে অনেকটা ‘হৃদয়ের মতো’ দেখতে। এই ছবি বেশ সাড়া ফেলে ইনস্টাগ্রামে।

৫. মাইন ক্র্যাফট
সম্প্রতি মাইন ক্র্যাফট গেমটি ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। গত বছরে অনলাইনে খোঁজার ক্ষেত্রে ওপরের দিকে থাকা এই গেমটি এবার আছে প্রথম পাঁচে।

৬. জেনিফার অ্যানিস্টন
মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন জাস্টিন থেরক্সকে বিয়ে করেছেন আগেই। এই তারকা এ বছর ইয়াহু অনলাইনে খোঁজাদের ক্ষেত্রে জেনিফার অ্যানিস্টন আছেন ৬-এ।

৭. কিম কার্দাশিয়ান
মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ান এ তালিকায় আছেন ৭-এ। ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম। ২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দ্বিতীয় স্বামী ক্রিস হামফ্রিসের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে দীর্ঘদিনের বন্ধু স্বামী র‍্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টকে সঙ্গী হিসেবে বেছে নেন কিম। ২০১৪ সালের ২৪ মে ইতালির ফ্লোরেন্সে বিয়ের পর্ব সারেন তাঁরা।

৮. কেটি পেরি
মার্কিন পপসংগীত তারকা কেটি পেরি এ বছরের তালিকায় আছেন ৮-এ। ‘ফায়ারওয়ার্ক’ তারকা নিকি মিনাজ ও টেলর সুইফটকে নিয়ে টিউমেন্ট করে হইচই ফেলে দেন।

৯. রোন্ডা রাউজি
মিশ্র মার্শাল আট তারকা ইয়াহুতে খোঁজার ক্ষেত্রে আছেন ৯-এ। এ বছর কার উপার্জন ক্ষমতা বেশি সেটি প্রমাণের জন্য ফ্লয়েড মেওয়েদার ও রোন্ডা রাউজির মধ্যে কথার লড়াই চলে। শুরুটা অবশ্য করেন রাউজি। মিশ্র মার্শাল আর্ট খেলোয়াড় দাবি করেন, মেয়ে হয়েও প্রতি সেকেন্ডে তিনি মেওয়েদারের চেয়ে বেশি উপার্জন করেন। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়।

১০. ফারাহ আবরাম
রিয়েলিটি শো তারকা ফারাহ আবরাম আছেন সেরা ১০-এ।
ফেইসবুকে আমি

Level 0

আমি বিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস